![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম প্রকাশে অনিশ্চুক রাজনীতি আর কত দিন ????
২০১৩ থেকে আজ অবধি জাতীয় দৈনিক পত্রিকায় জামায়াতের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কলাম লিখেছেন প্রায় ২০০+ আর ব্লগে লিখা হয়েছে প্রায় হাজারের কাছাকাছি ! জামায়াতের ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক দের কলাম আসলেই "ভবিষ্যৎ জামায়াতের "" চিন্তার বিষয় যেমন সত্য । তেমনি জামায়াত অভিভাবক হীন হয়ে পড়েছে তা ও অস্বিকার করার কোন কারণ নাই ।
আবার জামায়াতের হাল ধরার মত বহু যোগ্য ও ত্যাগি নেতা আছে তা ও শতভাগ সত্য ।
বিষয় তা না আসলে ! কথা হচ্ছে ----
যত দৈনিক পত্রিকায় রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করেছেন , কোথাও তারা কোন জামায়াত-শিবির নেতার কথা নেননী এবং কোন আলাপ ও করেনি । তারা যা করেছে সবই তাদের অনুমান ও ব্যক্তিগত মতামত ।
আশ্চর্যের বিষয় হচ্ছে !!!!!!!!!!!!!!!!!! সব জায়গায়ই নাম প্রকাশে অনিশ্চুক শব্দটি তারা ব্যবহার করেছেন । কিন্তু সব জায়গায় কেন নাম প্রকাশে অনিশ্চুক শব্দটি ব্যবহার করেছেন সচেতন মহল বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইল ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সবুজ। বলেছেন: বিলুনী সাহেব লিখাটি পড়েছেন সত্য । তবে না বুঝে কমেন্ট করেছেন !
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
বিলুনী বলেছেন: কারণ একটাই, জামাতের পক্ষে যারা কলম ধরেন বা কথা বলেন তারাতো বলেই থাকেন সৃস্টি কর্তা ছাড়া কারো কাছে তারা কাতর নহেন ভয়ে, তবে একটু ভয় পান শুধু তাদের ভাষায় ঝুলুমবাজ সরকারের কাছে , তারাতো নির্ভিক শীর করেন না নত কোন কিছুর কাছে , তারা না হয় সামান্য একটু করলেন শীর নত তাদের ভাষায় ঝুলুমবাজ সরকারের ভয়ের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে । মরলে শহীদ বাচলে গাজী এটাই বা কম কি !!!!