নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতায় বিশ্বাসী । পড়তে ভালোবাসি ।

সবুজ।

বাস্তবতায় বিশ্বাসী ।

সবুজ। › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলাম নিষিদ্ধকরন ও কিছু কথা !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৯

জামায়াত নিষিদ্ধকরন প্রক্রিয়া ও কিছু কথা - -

জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতি থেকে বিয়োগ করার জন্য আওয়ামিলীগ সরকার ও তার মিত্ররা বিগত সাত বছর ধরে চেষ্টা করে যাচ্ছে । এই জন্য তারা বহু চেষ্টা ও সাধনা করছে । দুইটি পদ্ধতি অনুসরণ করে তারা জামায়াত ধংসের চক তৈরি করেছে ☞☞☞প্রথম পদ্ধতি হচ্ছে
☞☞☞☞☞☞জামায়াতের মধ্যে ভাঙন সৃষ্টি করা।
দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ☞☞
☞জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা।
প্রথম পদ্ধতির মধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের অধিকাংশ পত্রিকায় প্রায় সব সময়ই একটি কথা বলেছে তা হলো নতুন প্রজন্মের জামায়াত-শিবিরের নেতা কর্মীরা পুরাতন দের চায়না এই জাতীয় কিছু কথা লিখেছিলেন এবং লিখেছেন । এর মাধ্যমে মূলত তারা জামায়াত কে তারা ভাঙন সৃষ্টি করতে চেয়েছিলেন । কিন্তু তারা সফল হয়নি । তারা জামায়াতের মধ্যে অনৈক্য ও ফাটল ধরাতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন ।
জনগণের কাছে জঙ্গী হিসেবে তুলে ধরতে চেয়েছিল । কিন্তু তাও ব্যর্থ হয়েছে ।
তারা চেয়েছিল জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে ও ঘৃণা - বিদ্বেষ ছড়িয়ে জনগণ থেকে দূরে রাখা যাবে । কিন্তু তাতে ও তারা ব্যর্থ হয়েছে । প্রথম পদ্ধতিতে মূলত তারা সম্পূর্ণ ব্যর্থ !
✗✗✗✗✗✗✗✗✗✗✗✗✗অবশেষে
তারা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করছে , তা হলো জামায়াত নিষিদ্ধের পরিকল্পনা । তারা চিন্তা করছে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে ইসলামী ও রাজনীতি থেকে দূরে রাখা যাবে এবং জাতীয়তাবাদী শক্তিকে খুব সহজেই দমন করা যাবে।
কিন্তু একটি কথা অবৈধ সরকার ও তার মিত্রদের বলে রাখতে চাই । তা হলো যত কিছুই তোমরা কর ,কোন ভাবেই "জামায়াতকে " রাজনৈতিক ও ইসলামী সমাজ বির্নীমান থেকে দূরে রাখা যাবেনা । এবং কিছু দিনের মধ্যেই তোমাদের সেই চেষ্টা ও বিফলে যাবে আশা করি ।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালের গণহত্যার জন্য জামাতকে নিষিদ্ধ করার দরকার; তাদের রাজনীতি মানে হত্যা ও জংগীবাদ; তারা ১৯৫৩ সালে লাহোরে হত্যাকান্ড ঘটায়েছিল; আগামীতে ঘটাবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

সবুজ। বলেছেন: ৭১ এর পর থেকে কোন হত্যা কান্ডের সাথে জামায়াত জড়িত ছিলো । সঠিক তথ্য প্রমাণ দিন। অনুমান করে নয় ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১০

কলাবাগান১ বলেছেন: "তারা চেয়েছিল জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে ও ঘৃণা - বিদ্বেষ ছড়িয়ে জনগণ থেকে দূরে রাখা যাবে । কিন্তু তাতে ও তারা ব্যর্থ হয়েছে ।"

তারা ব্যর্থ হলে তো আপনারা সফল...কবে থেকে আবার রক্ত ভেজা স্বাধীনতার পতাকা রাজাকারদের গাড়ীতে পতপত করে উড়তে দেখব???

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

সবুজ। বলেছেন: রাজাকার প্রমানে সরকার ব্যর্থ হয়েছে । সব বিচার করা হয়েছে রাজনৈতিক বিবেচনায় । সম্পূর্ণ আওয়ামী ও দেশপ্রেমিক হত্যার ট্রাইবুনাল।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৩

দূর আকাশের নীল তারা বলেছেন: গোলাম আজম, নিজামী, সাঈদীর মত জামাতের নেতারা মাদ্রাসা শিক্ষা নিয়ে আন্দোলন করেন, কিন্তু তাদের সন্তানরা কেন মাদ্রাসায় পড়ে না? নিজামীর এক সন্তান, তারেক রহমান, আমার স্কুল ও কলেজ বন্ধু। তারেক ও আমি একই সাথে ঢাকার গভ: ল্যাবরেটরী হাই স্কুল থেকে এসএসসি (১৯৯৩) ও ঢাকা কলেজ থেকে এইচএসসি (১৯৯৫) পাশ করেছি। তারেক পরবর্তীতে মালেশিয়াতে বিবিএ করতে যায়। যতদিন পরিচয় ছিল, তারেককে কখনও নামাজ পরতে দেখি নি, দাড়ি রাখতে দেখি নি। ইসলামে বলা আছে, শুরুটা সবসময় নিজের ঘর থেকেই করতে হবে। জামাত নেতারা যা করার জন্য দলীয় কর্মীদের উৎসাহ দেন, নিজের ঘরেই তা পালন করেন না।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



প্রতিস্ঠাতা আমীর থেকে সব আমীরের ফাঁসী বা আজীবন জেল হয়েছে, সমানের গুলোরও হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

সবুজ। বলেছেন: যেই কথা আপনি বলেছেন তা হলো আপনার দলীয় ও ক্ষমতায় অন্ধ হয়ে যাওয়া কোন ব্যক্তির কথা ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭

বিলুনী বলেছেন: জামাতকে আর নিষিদ্ধ করার সরকারের প্রয়োজন আছে নাকি । কোথাওতো আর জামাতকে প্রকাশ্যে বাটি চালান দিয়াও পাওয়া যায়না এটা তো এমনিতেই বিলীন হয়ে গেছে, এখন কিছু আছে চোরাগুপ্তাভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে , একটা কেওহা দেয় বাকিগুলা তাতে সাপোরট দিয়ে যায় । মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া তাদের আর কোন সুযোগ নাই , জনগনের প্রতিরোধ আর অাইন শৃঙখলা বাহিনীর চিরুনী অভিযানে বিনাস হবে রাজাকার সবাই । মিথ্যার ডুগডুগী বাজাইবার অবকাস তেমন আর নাই । এদেরকে জনগন চিনে সবাই । এবার আর পতাকা নয় মাথার উপরে ডান্ডা পড়বে আগুন সন্ত্রাসের পথে আবার যদি যায়
জামাত শিবির পাবলিকের থুতুতে ভেসে যাবে গঙ্গায় ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

সবুজ। বলেছেন: বাটি চালানের দরকার নাই । শুধু একটু সুযোগ দিলেই দেখা যাবে কারা থুতু তে ভেসে যায় । আর এত রাজাকার কই পেলেন চিরুনি অভিযানের জন্য । না আপনাদের বিরোধী সবাই কে রাজাকার আখ্যায়িত করাব সবাব তৈরি করেছেন ?

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭

কুহুক বলেছেন: জামাত ও ছাগুরা পুরোপুরি একটা ভণ্ডের দল । জামাত কে তো এখন হ্যারিকেন জালিয়েও খুজে পাওয়া যায় না । লাস্ট উপজেলা নির্বাচনে জামাতের কোন প্রতীক নিয়ে কেউ নির্বাচন করি নি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭

সবুজ। বলেছেন: কমেন্ট এর জন্য ধন্যবাদ । তবে উপজেলা নির্বাচন নয় । পৌর ও ইউনিয়ন নির্বাচন । আর হারিকেল দিয়ে নয় দিনের আলোয় তাদের দেখতে পাবেন । খুব অচিরেই ।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: জামাত নির্বাচন করবে কেমনে? নির্বাচন কমিশন যে তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে - এই তথ্য কি কুহক জানা নেই? হ্যারিকেন জালিয়ে খুঁজে পাওয়া যাবেনা কেন? কথাও কিছু হলেই তো দল বেধে জামাত শিবির গ্রেফতার অভিযান চলে এটাও কি দেখা নেই?

এই পৃথিবীতে ভণ্ডের দল বলে কেউ যদি থাকে, তবে সেটা হচ্ছে আওয়ামী লীগ।

@বিলুনি, হাসিনা একবার ক্ষমতা ছেড়ে দিয়ে দেখুক বা ইন্ডিয়া আওয়ামী লীগের পেছন ছাড়ুক, তখন দেখা যাবে আওয়ামী লীগ কোথায় আর জামাতে ইসলাম কোথায়!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

সবুজ। বলেছেন: ধন্যবাদ । যথার্থ বলেছেন ।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: ৭১ এর রক্ত এখনো জামাতের হাতে.... লজ্জা করা উচিত এদের পক্ষে কথা বলার জন্য।

জামাত কিভাবে ইসলামি দল হইলো?

দেশের ধম`ভীরু মানুষকে ইসলামের নামে টেনে রাজনিতি করছে জামাত... একদিন জনগন সেটা বুঝতে পারবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

সবুজ। বলেছেন: লজ্জা জামায়াতের নয় ! লজ্জা করা উচিত আপনাদের যারা ৭১ এর নাম ব্যবহার করে দেশকে এখন বিভক্তির দিকে নিয়ে গেছেন । হাজার ও অপরাধ আপনাদের চোখে পড়ে না । তাই তো আমি বলি দেখিনি ৭১ দেখছি ২০০৯ থেকে হাসিনার অবৈধ শাসন

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

আদর্শ সৈনিক বলেছেন: জামায়াতের দুঃসময় কেটে যাবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

সবুজ। বলেছেন: ইনশাআল্লাহ

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: লজ্জা জামায়াতের নয় ! লজ্জা করা উচিত আপনাদের যারা ৭১ এর নাম ব্যবহার করে দেশকে এখন বিভক্তির দিকে নিয়ে গেছেন । হাজার ও অপরাধ আপনাদের চোখে পড়ে না । তাই তো আমি বলি দেখিনি ৭১ দেখছি ২০০৯ থেকে হাসিনার অবৈধ শাসন

৭১ এর লাখো মানুষ হত্যা যাদের কাছে ডালভাত তাদের আবার লজ্জা!!!

হাসিনা সরকার বৈধ হয়ে যদি যদ্ধাপরাধীর বিচার করতো তখনো আপনি হাসিনা সরকারকে ভালো বলতেন না।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সবুজ। বলেছেন: তাহলে এই রকম অবৈধ চিন্তা নিয়ে ঘুমান । ভালো ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

গেম চেঞ্জার বলেছেন: আপনার ভাষ্যমতে তিনারা যুদ্ধাপরাধী না। তাহলে উনারা সবাই পাক, সাফ, ধুয়া তুলশী পাতা!! :|

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

সবুজ। বলেছেন: যেমন আপনার মতে তারা যুদ্ধাপরাধী ! তেমনি আমার মতে তারা যুদ্ধাপরাধী না । জ্বি ওনারা সবাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

শিশুগাছ বলেছেন: নদীর স্রোত যেমন চলমান, জামায়াত ও শিবিরের কাজও চলমান।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪১

Ahsan mir বলেছেন: হিংসায় বশুভূত হয়ে একটি রাজনৈতিক দল কে যারা বিলিন করে দিতে চায় তারা আবার কিশের রাজনীতিবীদ
সব হইলো হিংসাত্তক জংগলের পশুর মত।
জামায়াত ছিল আছে থাকবে ইনশাআল্লাহ ।
আর আমরাও দেখবো অন্যরা লুঙী ছারা দেশ থেকে পালানোর দৃশ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.