নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতায় বিশ্বাসী । পড়তে ভালোবাসি ।

সবুজ।

বাস্তবতায় বিশ্বাসী ।

সবুজ। › বিস্তারিত পোস্টঃ

বিচারহীনতা ও অসুস্থ রাজনীতির কবলে দেশ।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৭

⚠বিচারহীনতা ও অসুস্থ রাজনীতির কবলে জাতি ⚠
বিচারহীনতা যখন সমাজ ও দেশকে গ্রাস করে ফেলে ! ঠিক তখনই যে কোন অন্যায় কয়েক দিনের ব্যবধানে ঢেকে দেওয়া যায় চাপাতি রাজনীতির তলে !

☞☞তনু, নিশা ,খাদিজারা" বাঁচুক" আর "মরুক " !গতানুগতিক ভাবে পুলিশ প্রশাসন "বাঁচিয়ে "নিবে বদরুলের মত চাপাতি চালানো লোকদের ।
☞☞কিন্তু জনগণের সচেতনতা ছাড়া এই অন্যায় কোন ভাবেই বন্ধ করা সম্ভব নয় । যেই সব সচেতন ভাইয়েরা এক মিনিট দশ সেকেন্ড ধরে ভিডিও ধারণ ও চিৎকার করেছিল ! তারা কি পারতো না এক চাপাতি বদরুল থেকে তাদের বোনকে বাঁচাতে ?
☞☞অসুস্থ রাজনীতি আর সার্টিফিকেট দারি ছাত্র রাজনীতির আমাদের এই সমস্যার মূল কারন । নতুবা এই নেশা খোর ও অস্ত্রধারীরা কি করে জায়গা পায় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে । কি করে সচেতন মহল তাদের সমর্থন করে এগিয়ে দেয় ?

তাই আসুন কোন নির্ভরশীলতা নয় ! যে যার অবস্থান থেকে বদরুলের মত দলের লোকদের না বলি । এবং সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার করি ।
তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিঃশ্বাস নিতে পারবে বুক ভরে । এবং সোনার ছেলেদের ভয়ে আতংকিত লোকেরা চলার সাহস পাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.