নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গভেষনাই জ্ঞান সৃষ্টির চাবি।

শাহরিন শাহন

শাহরিন শাহন › বিস্তারিত পোস্টঃ

দেখে নিন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে || Check How many sim registration on your own name

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

আপনি নিজেই দেখেননি আপনার নামে কয়টি সীম রেজিস্ট্রেশন করা হয়েছে ।

প্রথমে আপনাকে ডায়াল করতে হবে

*16001# নাম্বারে এরপর অাপনাকে অাপনার জাতীয় পরিচয় পত্রের শেষ ৩ সংখ্যা দিতে হবে।

এরপর আপনার সীমে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

আপনার নামে কয়টি সীম রেজিস্ট্রেশন করা হয়েছে ।

[বি.দ্রঃ একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ টি সীম রেজিস্ট্রেশন করতে পারবে। ]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি মাত্র ৫টি নিয়েছি। কিন্তু নতুন করে আরেকটি নিতে গেলে বায়োম্যাট্রিক সিস্টেম রিজেক্ট করে দিচ্ছে। ৫টির বেশি নাকি হবে না?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

শাহরিন শাহন বলেছেন: অাপনি সর্বোচ্চ ১৫টি নিতে পারবেন। তবে প্রথম দিকে ২০টি করে ছিল।
৫টির বেশি হয়তো একই সিম নিতে পারবেন না। তবে অন্যসিম পারার কথা। অামি নিজে রেজিস্ট্রেশন করেছি।

তবে একটা জিনিসও খেয়াল রাখবেন, বাহিরের কিছু দোকানদার এরকম মানুষের বায়োম্যাট্রিক করে দিয়ে অন্য সিম রেজিস্টার করে ফেলে, অার বলে সিম রেজিস্টার হয়নি। এজন অাপনি কাস্টমার কেয়ার এর সহোযোগিতা নিন।

ধন্যবাদ। :)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৭

শাহরিন শাহন বলেছেন: :)

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আকাশকে অসীম মনে করা কেবল আমাদের অনুমানমাত্র, আমাদের অভিজ্ঞতা ও কল্পনাশক্তির বাইরে কোথাও কোনো-এক রুপে তাহার সীমা থাকা কিছুই অসম্ভব না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.