![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি নিজেই দেখেননি আপনার নামে কয়টি সীম রেজিস্ট্রেশন করা হয়েছে ।
প্রথমে আপনাকে ডায়াল করতে হবে
*16001# নাম্বারে এরপর অাপনাকে অাপনার জাতীয় পরিচয় পত্রের শেষ ৪ সংখ্যা দিতে হবে।
এরপর আপনার সীমে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে
আপনার নামে কয়টি সীম রেজিস্ট্রেশন করা হয়েছে ।
[বি.দ্রঃ একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ টি সীম রেজিস্ট্রেশন করতে পারবে। ]
source :
http://shahrinshahon.com/info-news/check-how-many-sim-registration/
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬
শাহরিন শাহন বলেছেন: ধন্যবাদ দিদি।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৬
বনসাই বলেছেন: ওটা 'গবেষণা' হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১১
শাহরিন শাহন বলেছেন: কোনটা দাদা
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩
সৈয়দ ইসলাম বলেছেন: শেষের চারটা দিতে হয় ভাইজান।
ধন্যবাদ
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
শাহরিন শাহন বলেছেন: ধন্যবাদ, ঠিক করে দিয়েছি
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬
আবু তালেব শেখ বলেছেন: আগে নিজে ট্রাই করে তারপর উপদেশ দিয়েন।শেষের তিনটা না চারটে দিতে হয়। আর হ্যা এটা আরো অনেক আগেই সিস্টেমটা চালু করেছে অপারেটররা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
শাহরিন শাহন বলেছেন: নিজে ট্রাই করে তারপর লিখেছি। লিখার সময় ভুল হতেই পারে । আপনি হয়তো রোবট আমি নই দাদা। আমার ভুল হয়
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: মাটিতে পা ঠেকা যে কী আরাম তাঁহা সে-ই জানে যে বহুক্ষণ জলের মধ্যে সাঁতার দিয়ে.।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
শাহরিন শাহন বলেছেন: সেটা ঠিক। তবে বিষয়টা বলার কারণ বুঝলাম না ঠিক !
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সচেতনতামূলক পোষ্ট । ধন্যবাদ।