![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এই সুন্দর রাত,
আজ এই সুন্দর প্রভাত,
আজ এই মিষ্টি বিকাল
সবই তোমার জন্য।
হয় তো পারবো না তোমার মতো
এতো স্নেহশীল হতে কারো প্রতি।
পারবো না ধৈর্যের শেষ প্রান্তে যেতে।
মা,তুমি কেন এত মধু
যখন থাকি আমি একা,
মনে পরে তোমার কথা।
সেই তোমার ছোট্টছোট্ট
আদর স্নেহের কথা।
ছোট্ট বেলায় যখন,
কেও ছিল না পাশে তুমি ছিলে,
আমার সবচেয়ে কাছে।
সব সময় স্নেহের সাথে
রাখতে আমায় আগলে।
আমি তোমার সেই খোকা
হয়েছি মস্ত বড়।
তোমার স্বপ্ন করব সত্য।
-শাহরিন শাহন
ছবি সংগ্রহন : Click This Link
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩২
শাহরিন শাহন বলেছেন: ধণ্যবাদ দিদি। ঠিক করেছি
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা । তবে দুইবার এসেছে। একটা ডিলিট দেবেন