নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
শব্দ, কন্ঠস্বর আর অঙ্গভঙ্গি....এই তিনটি জিনিস ব্যবহার করেই কিন্তু আমরা মানুষের সাথে কথা বলে থাকি।..এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে, এই তিনটির মাঝে কোনটির উপর আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিৎ?...এই তিনটির মাঝে কোনটি বেশি ব্যবহার করলে মানুষের আরো বেশি কাছাকাছি যেতে পারবো এবং মানুষ আমাদের কথা আরো ভালো ভাবে গ্রহণ করতে পারবো, সেইটা যে কোন ক্ষেত্রেই হোক না কেন?
সুন্দর সুন্দর শব্দ বেশি বেশি ব্যবহার করে?...নাহ! হলো না উত্তর!
তাহলে, নিশ্চয়ই কন্ঠস্বরের উপর বেশি জোর দিতে হবে?....তাও কিন্তু নয়!
আসল উত্তর হচ্ছে, মানুষের সাথে সঠিক ভাবে যোগাযোগ স্থাপনের জন্যে আমাদের শরীরের অঙ্গভঙ্গিই সবচেয়ে বেশি জরূরী। বিশ্বাস হচ্ছে না?...এইটা আমার কথা নয়। পৃথিবীর তাবৎ বড় বড় এক্সপার্ট এইটি স্বীকার করে নিয়েছেন।
কিন্তু, তাই বলে, এই মহিলারটির মত এরকম অঙ্গভঙ্গি করতে যাবেন না যেন আবার!...তাহলে কিন্তু কম্ম সাবাড়!
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জ্বী, বাচন ভঙ্গি-টা শারীরিক অঙ্গ-ভঙ্গি'রই অংশ। এক্সপার্ট-রা বাচন ভঙ্গী ছাড়া অন্যান্য ভঙ্গি থেকেও মানুষের দক্ষতা বুঝে নিতে পারেন। যেমন- কর-মর্দন।
আমরা কর-মর্দন ষখন করি তার মাঝেও একটি বার্তা থাকে। সেই বার্তা আমরা কেমন ধরণের মানুষ, তা একজন এক্সপার্ট ধরে নিতে পারেন।
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৬
শায়মা বলেছেন: বাপরে!!!
কি ভয়ানক!!
এই রকম এক্সপার্ট চাইনা !!!
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ভয় পাওয়ার আসলে কিছু নেই। হেন্ড শেইক দিয়ে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ অনেক পুরোনো একটি ট্রিক্স। ইন্টারভিউতে এটা খুব কাজে লাগে।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪১
জেন রসি বলেছেন: যেমন করমর্দন করার সময় আপনার হাত উপরে থাকলে বুঝতে হবে আপনি কর্তা। নীচে থাকলে বুঝতে হবে আপনাকে ডমিনেট করা হচ্ছে। রাজনৈতিক বিদরা এসব খুব ভালো করে প্রয়োগ করার চেষ্টা করে।
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হেন্ড শেইক দিয়ে মানুষের ব্যক্তিত্ব চেনাটা অনেক বড় একটি গুণ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: আমার তো মনে হয় বাচন ভঙ্গি!!!