নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

সৃজনশীলতা শুরু হয় বিশ্বাস থেকে (হাতে একটি কলম নিয়ে লেখাটি পড়ুন)

০২ রা মে, ২০১৫ দুপুর ১:০৯

মনে আছে সেদিনকার কথা, যখন তুমি ছোট্ট একটি খোকা ছিলে?

সব কিছুই তোমার কাছে খুব সহজ, সম্ভাবনাময় ছিলো...

..এই তুমিই তো তখন বিছানার কাথাটা ঘাড়ে ঝুলিয়ে

...................হয়ে উঠেছিলে রুপকথার সুপারম্যান।



মনে কি পড়ে যখন তুমি ছোট্ট একটি খুকি ছিলে...

এই তো সেদিনই তো তুমি মায়ে'র ঝাড়ুটি'র উপর চড়ে বসেছিলে.........যেন তুমি সেই রুপকথার ডাইনী বুড়িটি!



ছোটবেলায় এই তুমিই না পড়ে যাওয়ার কথা চিন্তায় না নিয়েই গাছে তরতর করে উঠে গিয়েছিলে!....

..........কোথায় ছিলো ভয়-ডর সে সময় তোমার!



তুমি শুধু ইচ্ছে প্রকাশ করেছিলে,

.......আর তোমার কাজে তা জ্বলজ্জল করে প্রতিফলিত হয়েছিলো।

তুমি শুধু 'বিশ্বাস' করেছিলে তুমি পারবে

................সেজন্যেই তুমি পেরেছিলে।



কারণ, তখন তুমি ছিলে এমন একজন

যার ছিলো সৃজনশীল আত্মবিশ্বাস।



অথচ যখন তুমি বড় হলে...

সব কিছুতেই কেন যেন এতো পরিবর্তন এলো।



তুমি যখন ক্লাসের পরীক্ষায় অকৃতকার্য হলে,

তুমি ডুকরে কেঁদে উঠে ভাবতে থাকলে-

''আমি মনে হয় কখনই আর পাশ করতে পারবো না!''



যখন তোমার জন্যে অসাধারণ একটি বিয়ের প্রস্তাব এলো...

তখন তুমি একি করলে!

তুমি নিজেকে গুটিয়ে নিয়ে ভাবলে-

''এইটি মনে হয় সঠিক সময় নয় বিয়ে করার।''



তুমি যখন বড় হয়ে ব্যবসা শুরু করতে চাইলে...

তুমি নিজেকে বোঝাতে থাকলে-

''এটা খুব একটা সহজ কাজ নয়।''



তুমি যখন ব্যবসা শুরু করলে...

তুমি শুনতে পেলে কে যেন তোমায় ডেকে বলছে-

''সাবধান, তুমি কোন ঝুঁকি নিও না।''

তুমি নিজেকে গুটিয়ে নিলে।



এর পরেই কোন একদিন তোমার মাথায় এলো

....................চমৎকার সেই আইডিয়াটি...

যার সফল প্রয়োগ দরিদ্র দেশগুলোর জন্যে

কতগুলোই না চাকরী তৈরী করতে পারতো...

সেই সাথে কত মানুষের জন্যেই না

......আরেকটু ভালো বাসস্থানের যোগান হতো...

যা আমাদের জাতিকে করতে পারতো গর্বিত।



শুধু তা-ই নয়...

...আমাদের দেশের উন্নয়ন যাত্রায় তোমার সেই আইডিয়া-টি দেখাতে পারতো আলোকবর্তিকা........

সারা বিশ্ব হতে পারতো আরো শান্তিময়।



কিন্ত, সেই তুমিই উঠে বললে...

''আমি ঠিক নিশ্চিৎ নই....''



'তুমি এখনও আগের মতই সৃজনশীল,

কিন্তু তাতে আজ সন্দেহের কালো ধোঁয়া।'




এর ঠিক এক বছর পর........তুমি শুনতে পেলে,

কোন একজন তোমার মত

একই রকম আইডিয়া নিয়ে সামনে এগিয়ে এলো...



কোন জিনিসটা তাকে তোমা হতে আলাদা করে চেনালো?

.....সেটি কি তার কর্ম নয়?



সে তার আইডিয়াকে বাস্তবে পরিণত করে দেখিয়েছিলো বলেই না হতে পেরেছিলো সফল। আর তা তাকে এনে দিয়েছিলো বছরের 'সবচেয়ে প্রতিশ্রুতিময় সৃজনশীল তরুণ উদ্যোক্তা'-র পুরস্কারটি।



তার কাজ-ই তাকে এই স্বীকৃতি এনে দিয়েছিলো।



এরপরে তুমি তা দেখে ভাবতে শুরু করলে...

''আহা, কি হতো আমি যদি আমার আইডিয়াটি নিয়ে তখন থেকেই কাজ শুরু করতাম!''



চিন্তা করে দেখো যখন তুমি সেই ছোট্ট খোকাটি ছিলে...

এই আইডিয়াটি যদি তখন আসতো...কি করতে তুমি তখন?...

সাথে সাথেই কি তা কাজে পরিণত করতে ঝাপিয়ে পড়তে না... ঠিক যেমন করে ছোটবেলায় গাছে উঠে গিয়েছিলে?



ছোটবেলার সেই সময়টার দিকে দৃষ্টি দিলে...

কি এমন ছিলো তখন তোমার?



'নিজের উপর তখন ছিলো প্রবল আত্মবিশ্বাস!'



এখনো সময় ফুরিয়ে যায়নি....

তোমার শুধু একটি আইডিয়া দরকার...

আর সাথে তা কাজে পরিণত করার আত্মবিশ্বাস।

তুমি এখনও পারো...শুধু দরকার নিজের উপর বিশ্বাস।



তোমার শুধু একথাই মনে রাখতে হবে...

সৃজনশীলতা শুরু হয় নিজের উপর বিশ্বাস থেকে।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ দুপুর ১:৫৪

আরাফাত নিলয় বলেছেন: আপনি কবিতার ঢঙে বলার চেষ্টা করলেও কবিতার মতো মনে হয়নি আমার কাছে। দু:খিত, ভুল বললে শুধরে দিবেন। তবে আপনি যে কথাগুলোকে তুলে ধরেছেন, তা অত্যন্ত চমৎকার ও উদ্দিপনামূলক।
সত্যি বলছি, আমারো এখন ইচ্ছা করছে সমস্ত আইডিয়া নিয়ে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু দু:খের বিষয় কি জানেন, যেকোনো কাজে সফল হতে গেলে সম মানসিক ক্ষমতা সম্পন্ন একটি গ্রুপ লাগে। আমার দুর্ভাগ্য, আমি জীবনে পছন্দসই মানসিকতার কোনো গ্রুপ পাইনি। যাইহোক, আপনার লিখার জন্য ভালো লাগা। ডিডিওটা ও সুন্দর ছিলো অনেক।

০২ রা মে, ২০১৫ দুপুর ২:৫৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এইটি কিন্তু কবিতা নয়...ভাবানুবাদ বলতে পারেন।

আপনার ভালো লাগার জন্যে ধন্যবাদ।

গ্রুপ নেই, তাই বলে কি একা কোন কিছু করা যাবে না! কোন কিছু ফলপ্রসু হয়ে উঠলে, একদিন ঠিকই একটি গ্রুপ দাঁড়িয়ে যাবে।

ছোট্ট কোন কিছু দিয়ে শুরু করুন। লেগে থাকলে তা একদিন ঠিকই বড় হয়ে উঠবে।

আপনার জন্যে শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.