নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
রুমী বলেছেন- ''গতকাল আমি চালাক ছিলাম, তাই এই ধরাকে পরিবর্তন করতে চেয়েছি। আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকেই পরিবর্তন করছি''
সমাজকে পরিবর্তন করতে চায় অনেকেই। কারণ, সমাজের দোষ খুঁজে পাওয়া খুব সহজ। কিন্তু, নিজের মাঝে যে ভুল-ত্রুটি আছে, সেগুলোর কথা সবাই মনে করে কি? কোনটি বেশি প্রয়োজন? নিজেকে পরিবর্তন করা নাকি সমাজকে? কোনটি আগে হওয়া উচিৎ?
আরেক ভাবে প্রশ্ন করলে বোধকরি চিন্তা করতে সুবিধা হবে। আচ্ছা, সমাজ পরিবর্তন হলে কি আমরা পরিবর্তন হয়ে যাব নাকি নিজেদের মাঝের ছোট-বড় পরিবর্তন সমাজকেও বদলাতে সাহায্য করবে?
সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক হিসেবে আমাদের এই ব্যক্তি সত্ত্বার পরিবর্তন বৃহৎ সমাজে কতটুকু পরিবর্তন আনতে পারে?
আরেকটু গভীরে যাই। যদি নিজের মাঝে কোন কিছু পরিবর্তন করতেই হয়, সেটা কি হবে? তার কতটুকুইবা পরিবর্তন করতে হবে? তারচেয়েও বড় কথা, কি হবে সেই পরিবর্তনের মাপকাঠি?
পুরোনো সবকিছুই পরিবর্তন করা জরুরী কি? তাহলে 'পুরোনো চাল ভাতে বাড়ে' কথাটা এলো কিভাবে?
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কোন কিছুই একদিনে সম্ভব নয়।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনারা পাথরের যুগে বাস করছেন; প্রতিটি মানুষ যদি নিজকে নিজ ইচ্ছানুসারে বদলায়, আমরা ১৭ কোটী ডাইমেনশানের একটা জাতি পাবো।
আপনারা পড়ালেখা করেননি, তাই এমন কিছু বলেন, যার কোন অর্থ নেই।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: পাথরের যুগে বাস না করলেও, পাথরের দেশের মানুষ বলতে পারেন। আমাদের দেশের পাথরই জেলায় জেলায় ছড়িয়ে বাসা-বাড়ি, রাস্তা-ঘাট গড়ে উঠে।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
"রুমী বলেছেন- ''গতকাল আমি চালাক ছিলাম, তাই এই ধরাকে পরিবর্তন করতে চেয়েছি। আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকেই পরিবর্তন করছি'' "
-বাংলা শব্দ 'চালাক' একটা গুণকে বুঝায়, যা মাপার কোন সঠিক ইউনিট নেই; ফলে, রুমী কতটুকু চালাক ছিল, কেহ বুঝতে পারবে না; " বিজ্ঞ,"ও তেমনি একটি পরিমাপহীন গুণের কথা; সে কিসে বিজ্ঞ হয়েছে? এসব আবোল তাবোল ছাড়েন; এগুলো মগজহীনদের কথাবার্তা!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বাহ! আপনি দেখি রুমী'র চেয়েও বড় দার্শনিক!
আপনি মারা গেলে মানুষ আপনার কথাগুলোও কোট করবে- চাদ্গাজী 'ইহা বলেছিলেন', 'উহা বলেছিলেন'!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
বিজন রয় বলেছেন: রাতারাতি পরিবর্তন সম্ভব না।