নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

চিন্তা\'র জন্যে একটু খোরাক

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৮

রুমি বলেছেন- ''ক্ষত হলো সেই জায়গা যা দিয়ে 'আলো' তোমার ভিতর প্রবেশ করে।''...... মনে করার চেষ্টা করলাম নিজের ক্ষতগুলোর কথা। মন কি শরীর, যেখানেই সেইগুলো তৈরী হয়েছিলো, তা দিয়ে সত্যিই কি কোন বিশেষ কিছু আমার ভিতর প্রবেশ করেছিলো? এখানে সেই রহস্যময় 'আলো' বলতে রুমী আসলে কি বুঝিয়েছেন?

ছবিসূত্রঃ ইন্টারনেট



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪০

ঋদ্ধি বলেছেন: একটু চেষ্টা করি।
'ক্ষত' হলো 'উপলব্ধি' আর 'আলো' হলো 'সত্য'। একজন মানুষ উপলব্ধির স্তরে পৌছলেই কেবল সত্য প্রাপ্ত হতে পারে অর্থাৎ আলোকিত হতে পারে।
রুমিকে বোঝা সহজ নয়। অামার বোঝার ভুল হতে পারে।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
'উপলব্ধি' কিসের? 'সত্য'-টাই বা কি?

ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০২

ঋদ্ধি বলেছেন: বিমূর্ত বিষয়, আক্ষরিকরূপে প্রকাশ করতে পারছি না এমুহূর্তে। পরে চেষ্টা করবো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: চেষ্টার সময়টি কি পার হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.