নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
প্রিয় রাসূলুল্লাহ (সাঃ),
আজ স্কুলে আপনাকে আঁকতে বললেন আমাদের শিক্ষিকা…
আমি আপনাকে আঁকতে চাইলাম...কিন্তু আমি তো কোনদিন আপনাকে দেখিনি!
তাই, আমার চোখ দু’টো বন্ধ করলাম…
দেখতে পেলাম আপনার জীবনী পড়তে পড়তে আমার মায়ের দু’ চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু বিন্দু…আমি দেখলাম আমার বা্বা’র সারা রাত ধরে প্রার্থনা।
আমি দেখতে পেলাম আমার বোনের হাসি, যদিও সে কয়েক মুহূর্ত আগে পাশের গলিতে লাঞ্ছিত হয়েছে।
আমি দেখলাম আমার প্রিয় বন্ধুকে ক্ষমা চাইতে…… যদিও অপরাধটা ছিলো আমারই।
জানেন, ইয়া হাবিবাল্লাহ (সাঃ)!
এখানে, মানুষরা সবকিছুই দেখতে চায়… পর্যবেক্ষণ করতে চায়!
কিন্তু, আমি চোখ বন্ধ করলে......
দেখি আপনি আমার দিকে এগিয়ে আসছেন... আমি দেখতে পাই আপনি আমাদের দিকে আসছেন...
জগতের সবচেয়ে নিস্পাপ, নির্ভুল, জ্যোতির্ময় হাসি নিয়ে।
আমি জানি না কেমন করে এরকম জ্যোতির্ময় একটি হাসিকে আঁকা যায়।
শিক্ষিকা আমাকে কথা বলতে দিলেন না যখন এই ব্যাপারটা বুঝাতে চাইলাম।
অবশ্য, এরজন্যে আমি তাকে দোষ দেই না।
তিনি হয়তো কোনদিন শিখেন নাই কিভাবে কোন ব্যক্তিকে না দেখেই ভালবাসতে হয়।
কিন্তু……আমি?…… আমি ভালবাসি আপনাকে না দেখেই।
আমি হয়তো ভালো আঁকতে পারি না…… কিন্তু আমি লিখতে পছন্দ করি।
আমি আপনা্র কাছে লিখতে পছন্দ করি, ইয়া রাসূলুল্লাহ (সাঃ)……
আপনি যদি ফিরে আসতেন আমাদের কাছে… কয়েক ঘণ্টার জন্যে…… কয়টা সেকেন্ড…… কিংবা…… মুহূর্তের জন্যে…
তিনি (আমার শিক্ষিকা) হয়তো ব্যাপারটা বুঝতে পারতেন।
ইতি,
আপনারই এক খাদেম
[link|http://www.somewhereinblog.net/blog/bedeshi_bangali/30081647/?time=14730879851772809ee081ca7eae06a5e7852dbde23cdb75|[শর্ট ফিল্ম 'Draw the Prophet' অবলম্বনে ব্লগার বিদেশী বাঙালী'র একটি পুরোনো লেখা]]
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আমার মনে হয়, শিশুদের শিক্ষক বানিয়ে, শিক্ষকদের শিশু বানানো উচিৎ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
এসব শিশুদের শিক্ষক বানায়ে, শিক্ষদের ছাত্র বানানো দরকার! এসব শিশুদের দেশের প্রেসিডেন্ট বানায়ে, ওবামাদের মাদ্রাসায় পাঠানো দরকার।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ওবামা'র বাবা তো মাদ্রাসারই ছাত্র ছিলেন।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: দারুন হয়েছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ প্রাপ্য প্রডিউসারের। আপনাকেও ধন্যবাদ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফাইজলামির একটা সীমা থাকা উচিত...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কোনটা ফাইজলামি?!!!
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
এসব শিশুদের শিক্ষক বানায়ে, শিক্ষদের ছাত্র বানানো দরকার!