নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিমানদের নিয়ে কথকতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

হযরত আলী (রাঃ) বলেছেন, ''বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।''

মহাকবি শেখ সাদি বলেছেন, ''আগুন্তকের কোন বনধু নেই, আরেকজন আগুন্তক ছাড়া।''

এ দু'টি বাণী'র মাঝে মিল খুঁজে বের করার চেষ্টা করছি সেই কখন থেকে। দুই ভিন্ন সময়ে, দুই ভিন্ন মানুষের দেওয়া এ বাণীগুলোর মাঝে কি যেন একটা মিল আছে। বের করতে পারছি না। খুব বড় একটা পাজল। ঘুমাতে যেতে ইচ্ছে হচ্ছে না এই পাজল মাথায় নিয়ে।

আচ্ছা, এভাবে যদি বলি, বুদ্ধিমানেরা হচ্ছে সেই আগন্তক যাদের কোন বনধু নেই আরেক জন বুদ্ধিমান ছাড়া......এভাবে লেখা যাবে কি? বুঝতে পারছি না। তাই, মহামতি লেখক সৈয়দ মুজতবা আলী'র মতই বলতে হচ্ছে-

“হায়, আমার মাথার চর্তুদিকে যদি চোখ বসানো থাকত, তাহলে আচক্রবালবিস্তৃত এই সুন্দরী ধরণীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম।”

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

নয়ন বিন বাহার বলেছেন: কত কিছু বুঝি নারে ভাই। চিন্তা করছি..............

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এসব চিন্তার জন্যে চিন্তা হচ্ছে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

ওমেরা বলেছেন: বেশী বুঝতে চাইলে ঘুম তো আসবেই না ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ঘুমটা হওয়া প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.