নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
বর্ণিল এই জীবনে মাঝে মাঝে এমন হয় যে একটা চুমু পাওয়ার জন্যে কিংবা একটা আত্মার ছোঁয়া পাওয়ার তাগিদে পুরো জীবনটা দিয়ে দিতে পারি! সমুদ্রের পানি কি ঝিনুককে তার অমূল্য রত্ন বের করে দিতে বলবে না! লিলি ফুলটার দিকে তাকিয়েই দেখো না! কিছু বন্য প্রিয়েকে কাছে পাওয়ার জন্যে তার সে কি আকুতি!
রাত্রিবেলা, আমি দরজা বন্ধ করে জানালা খুলে চাঁদকে বলি- ''এসো হে প্রিয়, তোমার মুখটা আমার গালে চেপে ধরো! তোমার সুগন্ধি ভরা মুখ থেকে আমাকে নিঃশ্বাস নিতে দাও!''
যবে থেকে বুঝেছি যে চাঁদ জানালা দিয়েই ঘরে প্রবেশ করে, দরজা দিয়ে নয়, সেদিন থেকে আমি শব্দের দরজা বন্ধ করে ভালোবাসার জানালাগুলো খুলে দিয়েছি।
হে বন্ধু, একত্বতার অন্তহীন পথে নিজেকে আমার সাথে জড়িয়ে রাখো। বিচ্ছিন্ন হয়ে ঘুমের অতল গহ্বরে নিজের স্বত্বাকে ঠেলে দিয়ো না। 'আমরা সদা জেগে থাকবো'- এই শর্তই কি আমাদের বন্ধুত্বের ভিত্তি নয়!
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা থাকলো।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: হৃদয়স্পর্শী লেখা
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: লেখাটি আপনার হৃদয় স্পর্শ করেছে জেনে খুব আনন্দিত হলাম। শুভেচ্ছা থাকলো।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সবার জীবনেই একটা চুমু আছে। শুধু কথা হল কে কিভাবে গ্রহন করে।।। চিন্তা করার কিছু নাই।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সব চুমুর মাঝেই আছে মাদকতা। তা না গ্রহণ করে কি পারা যায়! শুভেচ্ছা থাকলো।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: হঠাৎ বৃষ্টি হওয়ায় উত্তেজিত?
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: উত্তেজনা থেকে হওয়া চুমু'র চেয়ে চুমু থেকে আসা উত্তেজনা ভালো নয়?
৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
আকবার বলেছেন: হৃদয় থেকে উৎপন্ন অসংখ্য ঝর্ণা ধারার শব্দগুলো কি আপনি শুনতে পান ?
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:০৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হৃদয় থেকে উৎপন্ন ঝর্ণাধারা যদি নিঃশব্দের আলিঙ্গনে শব্দ করার অধিকার হারিয়ে ফেলে, তাহলে কি বাকি থাকে? শুধু হৃদয় নয় কি? হৃদয়কে তো উপলব্ধি করতে হয়! আর, সেই উপলব্ধির জন্যে কোন শব্দের প্রয়োজন হয় না। বরং, পূণ্যবান হৃদয় থেকে বিচ্ছুরিত আলোক চোখ দিয়ে দেখে তা ছড়িয়ে দিতে পারার মাঝেই সার্থকতা।
শুভেচ্ছা থাকলো।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
আকবার বলেছেন: যদি উপলব্দি ও অনুভুত না হয়? সমস্ত উপলব্দি ও অনুভূতিহীনের দর্শনহীন জরুরী ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: চর্মচোখ ফাঁকি দিলে হৃদয়ের চোখ তো আছেই! অবশ্য সেই চোখ দিয়ে সবাই দেখতে পায় না।
আপনি চেষ্টা করুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
আবু হাসান লাবলু বলেছেন: ভালবাসা প্রকাশের ভঙ্গীটা অনেক মন ছুয়ে গেল।