নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

সময়ের সাথে গা মিলিয়ে একটু নির্জনতা

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮



কোনটি বেশি মূল্যবান, হাজারো মানুষের ভিড়, নাকি নিজেকে ফিরে পাওয়া একটুকু নির্ভেজাল নির্জনতা? নিজ স্বত্বার মুক্তি, না পুরো জাতির উপর ক্ষমতা?

সময়ই তোমাকে বলে দিবে যে, নিজের কক্ষে একলা কিছুক্ষণ থাকাটা তোমাকে অন্য যে কোন কিছু'র চেয়ে বেশি ফল এনে দেয়।

সেই নির্জনতা তোমার আত্মাকে দেহ থেকে মুক্ত করে দিবে। তখন তুমি দেখতে পাবে, তোমার মতই পালিয়ে যাওয়া সেই মানবাত্মাগুলোকে যারা এভাবে পলাতকদের খুঁজে বেড়াচ্ছে। তাঁদের হৃদয় একে-অপরের সাথে এমন ভাবে যুক্ত যা তাঁদেরকে নিজ মিথ্যা স্বত্বা থেকে মুক্তি দিয়ে সদা জাগ্রত সত্য স্বত্বার দিকে ধাবিত করেছে।

হয়তো নিজেকে ফিরে পেতে সে সময়ে কিছু দিনের জন্যে তোমাকে এখানে-ওখানে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে। কিন্তু, সেই সময়টা পার হলেই তুমি নিজেকে একজন হাস্যজ্জল মাতালের মতো আবিস্কার করবে সেই পলাতক মানুষদের দলে।

পিপাসা কাতর মানুষ চিরটা কাল নিজ পিপাসায় মৃত্যুবরণ করে। পাপিয়াকে তো মাঝে মাঝে বনে গান গাওয়ার জন্যে সাজানো বাগান থেকে উড়ে চলে যেতেই হয়!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পরম চিন্তাধারার কিছু কথা বলে গেলেন। আত্নার চীর শান্তি কোথায় বা তাকে শানিত করার কর্ম পন্তা আরো বিশদ উল্লেখ করলে উপকৃত হতাম।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আত্মার চীর শান্তির পথ আত্মাই খুঁজে নিবে। কারণ, সেই গন্তব্যের দিকেই সে ধাবমান। আমাদের একটাই কাজ। সেটা হচ্ছে, সেই পথে যাওয়ার পথে তাকে বাধা না দেওয়া। এমন কোন কোন কাজ না করা যা মানবাত্মাকে তার সঠিক গন্তব্যে যেতে দেরী করতে হয়।

সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা থাকলো।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: এত চোট পোষ্ট?

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমাদের জীবনটা অনেক ছোট। কিন্তু, তার গভীরতার কি সীমা আছে?

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

আকবার বলেছেন: "আত্মার চীর শান্তির পথ আত্মাই খুঁজে নিবে। কারণ, সেই গন্তব্যের দিকেই সে ধাবমান। "

পথ প্রদর্শকহীন আত্মার শান্তির পথ পাওয়া কি সম্ভব !!!

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আত্মার পথ প্রদর্শক সে নিজেই। আমরা তাকে যতই কলুষিত করি না কেন, সে নিজেই তার পথ খুঁজে নিতে সক্ষম।

ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

আকবার বলেছেন: জ্ঞানীরা জানে, বোঝে, দেখে '' যার পথ প্রদর্শক নাই, তার পথ প্রদর্শক হলো শয়তান।''

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.