নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

আজকের দিনে দিচ্ছি এই ভাবনা, নিজের চোখ জোড়ার মাঝেই নিজেকে খুঁজে ফেরো না

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪



যারা শূণ্যতার মাঝে নিজ হাত দু'টোকে মেলে ধরে, তারা কোনটা মিথ্যা আর কোনটা সত্য, কোনটা মন আর কোনটাই বা তাঁদের আত্মা, কিংবা বিছানার কোন দিক দিয়ে উঠে তাঁরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়, সে সম্পর্কে থোরাই কেয়ার করে থাকে। কারণ, তখন তাঁরা এ সকল কিছু'র উর্ধে চলে যায়। তুমি কি মনে করো তুমি এখনো তোমার মাঝে আছো যদি এখনো বুঝে না থাকো আমি কি বলতে চাচ্ছি?

তুমি তো তার কাছেই নিজের আত্মাকে সঁপে দিয়েছো যে সেটার দায়িত্ব নিতে রাজি না হয়ে বলে, 'আমার কাছে নয়, এটাকে অপর পক্ষের নিকট নিয়ে যাও।' আসলে তুমি কিন্তু পক্ষপাতহীন এক জীব! যদিও, যারা তোমাকে ভালোবাসে, তাঁরা তোমাকে যে কোন একটি পক্ষের অনুগামী হিসেবে দেখতে চায়।

তোমার কি মনে আছে, তুমি যখন বলেছিলে- 'ইল্লা', 'শুধুমাত্র খোদা', তখন তোমার ঐ ক্ষুধার্থ চোখ জোড়া অবাক বিস্ময়ে চেয়ে দেখেনি সে 'শুণ্য', লা-এর মাঝে বিরাজ করছে? তুমি কি বুঝতে পেরেছিলে তুমি এমন এক শিল্পী যে- অস্তিত্ব আর অস্তিত্বহীনতা, দুটোই আঁকতে পারো?

আমার গুরু হয়তো তোমাকে দেখাতে পারতেন তুমি আসলে কে। কিন্তু, এ কথাটা সর্বদা মনে রেখো, তোমার এই চোখ জোড়াই তুমি নও




মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

নজসু বলেছেন: কথামালার কথাগুলো খুব কঠিন লাগলো।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: প্রতিটি জীবের মতো আপনারও অস্তিত্ব আছে। কিন্তু, সেই অস্তিত্বের মাঝেই অস্তিত্বহীন এক স্বত্বার আবাস। আপনিই সেই ব্যক্তি যে নিজ অস্তিত্বকে সেই পরম অস্তিত্বহীনতার বিলীন করে দিতে পারেন। এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে।

শুভেচ্ছা থাকলো।

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

নজসু বলেছেন: সুন্দর বিশ্লেষণ।

অনেক ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ, চৌধুরী ভাই!!!

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: বেশ আবেগি।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.