নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
'আলোকমালা তো সকল সময় একে-অপরের বন্ধু। তারপরো, কেন তুমি খোদার কাছে ব্যাকুল হয়ে নিজেকে নিবেদন করছো না!' - এই কথাগুলো এমনকি হাজার বছর পরে হলেও, যাদের প্রতি বলা হয়েছে, তাঁদের কাছে ঠিকই পৌঁছে যাবে।
শোক করো না, যদিবা অন্ধকার প্রলম্বিত হয়। সদা-সর্বদা মনে রাখবে, অন্ধকার দীর্ঘায়িত হলে, আলোকচ্ছটার ক্ষেত্রেও তা-ই হবে। রাত যখন ভারী হয়, বিছানা ছেড়ে উঠে পড়ো, নিজেকে নতজানু করে দাও দু'বার।
প্রয়োজন!
নিজ অধরকে ধুলায় লুটিয়ে দিয়ে চোখের পানিতে মেঝে ভাসিয়ে দাও।
.
আকাশ আর ঘুরন্ত গোলকের চেয়েও আমাদের হৃদয়ের পরিধি অনেক বড়। তারপরেও কেন তুমি তাকে অহেতুক চিন্তা আর সন্দেহের দোলাচলে বেধে রেখেছো! শুধু শুধু কেন এই মনোরম বিশ্বকে তোমার সংকুচিত কারাগারে পরিণত করেছো!
.
চেয়ে দেখো,
সুখী তো সে-ই যার চোখ দু'টি ঘুমিয়ে পড়ে, কিন্তু, তাঁর হৃদয়খানি সদা জাগ্রত। আর, সেই ব্যক্তিই তো দূর্ভাগা, যার নয়নজোড়া সর্বদা খোলা থেকেও, হৃদয়টা ঘুমন্ত।
.
.
.
ছবিঃ Shams Tabrizi: My Path to God, satash8, Dec 19, 2014, https://www.youtube.com/watch?v=pp3f1593ibI
২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদটি সুফি সম্রাট শামস তাব্রীজী (রহঃ)-এর প্রাপ্য।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
অশ্রু সিক্ত তোমার স্মৃতি বলেছেন: খোভ ভাল লাগছে কথা গুলা
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
আকবার বলেছেন: সুখী তো সে-ই যার চোখ দু'টি ঘুমিয়ে পড়ে, কিন্তু, তাঁর হৃদয়খানি সদা জাগ্রত। আর, সেই ব্যক্তিই তো দূর্ভাগা, যার নয়নজোড়া সর্বদা খোলা থেকেও, হৃদয়টা ঘুমন্ত।
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১২:১৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এক কথায় অসাধারণ! ৮ম লাইকটি আমার।
পথিকের প্রতি এক রাশ ঈর্ষা।
বিনম্র শ্রদ্ধাসহ একরাশ শুভেচ্ছা।
৬| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনামটা সুন্দর। লেখাটাও।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
মীর সাজ্জাদ বলেছেন: শেষের লাইনগুলো এতটা ভালো বলেছেন যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না।