নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

আলোক বর্তিকা হাতে ব্লগারদের রত্নসম্ভারে আজকের রাত

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭



চেয়ে দেখো কিভাবে প্রতিটি অণুকণা ঘুরে বেড়াচ্ছে। চেয়ে দেখো, কিভাবে প্রত্যেকে শত ক্রোশ পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছেছে, কেউবা হয়তো শত ক্রোশ ওপার হতেও আমাদের এই ব্লগ রাজ্যে জোড়ো হয়েছে। চেয়ে দেখো, কিভাবেই না প্রত্যেকের চাহিদা ও লেখার স্টাইল ভিন্ন। চেয়ে দেখো, কিভাবে ব্লগে লগ ইন করার আগে তাঁদের বিকালের খাবারের চাহিদাটা ভিন্ন ছিলো।

বুঝে দেখো, কিভাবে এই ব্লগের কত তারারা আজ ম্রিয়মান। তাঁদের অনেকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কেউবা থেকেও আমাদের মাঝে নেই। বুঝে দেখো, কিভাবে সেই তারাদের ছাপিয়ে কত সূর্য আজ আমাদের মাঝে উদিত হয়েছে, আর কিভাবে তাঁদের শত শহস্র লেখা জমে জমে বিশাল এক লেখার সম্ভারে পরিণত করেছে আমাদের এই প্রিয় সামহ্যোয়ার ইন ব্লগটিকে।

অনুভব করে দেখো, কত ব্লগার আজ রাতে সব পাঠকের চাহিদা মতো নিজেদের বহু কষ্টসাধ্য বিশেষ লেখাগুলো সাজিয়ে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছে। অনুভব করে দেখো, আমার এই লেখাটি কিভাবে সেই লেখা্র সমুদ্রকে ধরে রেখেছে। অনুভব করে দেখো তাঁদের অভিব্যক্তিগুলো যারা এই পোস্টগুলো পড়ছেন।

পর্যবেক্ষণ করে দেখো, ব্লগ মাতা-পিতা'র চোখ দিয়ে এই সকল পোস্টগুলোকে, যার একেকটি অমূল্য রত্নের সম্ভার।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: ব্লগারদের কষ্ট আর পরিশ্রম সুন্দর করে তুলে ধরেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: চেষ্টা করলেই হয়ে যায় মাঝে মাঝে। শেখ রুমীর লেখাগুলোকে বিশ্লেষণ করতে বেশ ভালো লাগে।

ধন্যবাদ নিরন্তর।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগ আমাদের নিজের ভাবনাকে রিফাইন করতে সাহায্য করছে, ব্লগারেরা পরিস্কার ধারণার অধিকারী এক নতুন জেনারেশন

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: প্রতিটি ব্লগারই অমূল্য রত্নভান্ডারের অধিকারী। জল সেচে তা বের করা মাত্র!

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

শাহারিয়ার ইমন বলেছেন: চাঁদগাজীর সাথে একমত

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: একজন ব্লগার হিসেবে তিনিও অনন্য রত্নভান্ডারের অধিকারী। ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

মাহমুদুর রহমান বলেছেন: আমার কাছে ব্লগারদের প্রতিটি পোষ্ট যেন এক একটি জ্ঞানের ভান্ডার।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সত্যিই তাই। শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ। আপনিতো আবেগী হয়ে আমাকেও আবেগী করে দিলেন। ভালোবাসা নিবেন

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আবেগকে প্রকাশ করতে হবে। আপনার প্রতিও ভালোবাসা থাকলো। শুভেচ্ছা নিরন্তর।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

কিশোর মাইনু বলেছেন: আহ!!!
কি কথা বলে ফেললেন ভাই!!!
আসেন ভাই, বুকে আসেন।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার প্রকাশ শ্যাইয়ান।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৪

নতুন বলেছেন: দেশে এখনো নতুন প্রযন্মের মাঝে ব্লগ প্রিয় না...

এটাকে স্কুল, কলেজের সবার মাঝে জনপ্রিয় করতে হবে। এর উপকারীতা বোঝাতে হবে... ভুল ধারনাটা ভাংগে তবে।

ব্লগের মতন ইন্টারএকটিভ একটা মাধ্যমে সবাই অংশগ্রহন করলে দেশের অনেক উপকার হবে।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:

ব্লগ নিয়ে এখনো মানুষের মাঝে ভুল ধারনা আছে । ব্লগারদের এখনো নাস্তিক হিসেবে ধরা হয় । ব্লগ নিয়ে এখনো মানুষের মাঝে ধারনা ক্লিয়ার নয় । ব্লগ সম্পর্কে সবাইকে আগে জানাতে হবে । বুঝাতে হবে ব্লগ কি ? কিভাবে ব্লগিং করে ?

তবে সত্যি বলতে আমি ব্লগাদের প্রতিভায় মুগ্ধ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.