নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
ধরুন, দু'জন গুণী ব্লগারের সাথে আপনার পরিচয় হলো। তাঁদের লেখা আপনি সামুতে পড়ে থাকেন। কিন্তু, এই দু'জনের মাঝে কে বেশি ভালো তা কিভাবে বুঝতে পারবেন? গুণ বিচারে কে অধিকতর সম্মান পাবার যোগ্য তা বোঝার উপায় কি?
কিন্তু, আপনি যদি কৌশলী একজন মানুষ হয়ে থাকেন,
তাহলে, বুঝতে পারবেন, সেই দু'জনের মাঝে কে বড় আর কে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতাসম্পন্ন।
এই দু'জনের মাঝে যার জ্ঞানের ভান্ডারটা একটু খালি,
তাকে প্রায়শই লেখায় বিরতি দিয়ে কল্পনার ফানুশ ঊড়াতে দেখা যাবে। হতাশায় মোড়া তার অভিব্যক্তি আর পোস্ট, আপনাকেও হতাশ করে দিবে।
অন্যদিকে, একজন গুণী ব্লগার,
অন্য কাউকে আঘাত তো করবেনই না, নিজের প্রতিও অবিচার করা থেকে দূরে থাকবেন।
বরং,
তিনি ব্লগময় ছড়িয়ে দিতে থাকবে্ন .............আলো!
মহান পারসী কবি হাফিজের ছায়াবলম্বনে
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: The credit goes to the thought initiator.
২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১
কাওসার চৌধুরী বলেছেন:
আসলে মানুষের গুণাবলীর কোন সীমা-পরিসীমা নেই। প্রতিটি মানুষের আইডেন্টিটি ইউনিক। তবে মানুষ হিসেবে প্রতিটি পার্সনের আলাদা কিছু কোয়ালিটি/গুনাবলী থাকে। আর এই স্পেশাল গুণাবলী তাকে সেরাদের সেরার কাতারে নিয়ে যায়। ব্লগিং এর বেলায়ও ঠিক তাই। এখানে বেশিরভাগ সহ ব্লগারকে ব্যক্তিগত ভাবে আমরা চিনি না। আমরা তাদেরকে মূল্যায়ন করি তাদের পোস্টের মান আর কমেন্টের গভীরতার জন্য।
হ্যাপি ব্লগিং। শুভ কামনা আপনার জন্য।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অবশ্যই মানুষের গুণের কোন সীমা-পরিসীমা নেই। এটাও ঠিক, প্রত্যেকটি মানুষেরই ইউনিক আইডেন্টিটি আছে।
কিন্তু, কর্মক্ষেত্রে যখন সবাইকে নামতে হয়, তখন আমাদের কর্মই আমাদের আলাদা করে দেয়।
ধরুন, একজন ভিক্ষুককে যে যার সামর্থানুযায়ী সাহায্য করলো। কেউ নিজের পকেটে থাকা ১০০ টাকার চার ভাগের ১ ভাগ দিলো, কেউ দিলো অর্ধেক। অন্য কেউ একজন পকেটে থাকা ১০ টাকার পুরোটাই দিয়ে দিলো।
কাকে বেশি দয়াবান বলবেন? যে ১০০ টাকার অর্ধেক অর্থাৎ ৫০ টাকা দিলো, তাঁকে? নাকি, যে নিজের পকেটের ১০ টাকার পুরোটাই দিয়েছেন, তাঁকে?
৫০ টাকার চেয়ে ১০ টাকা কম। কিন্তু, দয়া দেখানোর দিক থেকে যিনি ১০ টাকা দিয়েছেন, তিনিই বেশি দয়াবান নন কি?
ইউনিক হওয়া সত্ত্বেও আমাদের কর্মই আমাদের মাঝে পার্থক্য করে দেয়। আমাদের কর্মই আমাদের নির্ণায়ক।
মূল্যবান কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: আপনি কি ব্লগারদের মধ্যে প্যাচ লাগিয়ে দিতে চান?
উচু বা নিচু কি? ব্লগার ব্লগারই। এদের মধ্যে কাউকে উচু নিচু করার দরকার নাই।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
ল বলেছেন: রাজনীতির সুর ---
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১
অগ্নি সারথি বলেছেন: ব্লগার তো ব্লগার! তার আবার উচু নিচু ভেদ কি?
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
আহমেদ জী এস বলেছেন: শাইয়্যানের টিউশন (Shaiyan's Tuition),
আপনার লেখার শুরুর দু'টি লাইনের জবাবে সহব্লগার কাওসার চৌধুরীর মন্তব্যটিই যথার্থ।
তবে বাকীটুকুর উত্তরে বলতেই হয় ,ব্লগে আমরা সবাই-ই সমান। রাজীব নুরএর মতো বলি -ব্লগার ব্লগারই।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
ধন্যবাদ, সিনিয়র ব্লগার আহমেদ জী এস।
ব্লগারদের নামগুলো আলাদা কেন? কারোটায় লাইক বেশি পড়ে, কারোটা কম কেন? কারো হিট বেশি, কারোটা কম কেন হয়? আলোচিত ও নির্বাচিত ব্লগে জায়গা পাওয়া পোস্টগুলো গুণ বিচারে অন্যদের চেয়ে এগিয়ে নয়?
আমি ব্লগার কাওসার চৌধুরী'র মন্তব্যের একটি উত্তর দিয়েছি। ব্লগার রাজীব নুরেরটারও দিবো, উনার চোখ ভালো হলে।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: Nice thinking !