![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
তুমি আমাদের মাঝে এসেছিলে অন্য কোন ভূবন থেকে,
বহুদূর সে তারা'র রাজ্য,
আর মহাশূন্যের ঐ অতলতার ওপার থেকে.....
সর্বোৎকৃষ্ট,
খাঁটি,
যেন অভাবনীয় কোন সৌন্দর্য!
.
সাথে করে নিয়ে এসেছিলে ভালোবাসার এক অদ্ভুত সুঘ্রাণ!
তুমি পাল্টে দিয়েছিলে যারাই তোমার সংস্পর্শে এসেছিলো!
.
জাগতিক যত বিষয়-
দুঃখ আর কষ্ট...
সব কিছুই তোমার স্পর্শে মুছে গিয়েছিলো!
.
খুশির বার্তা এনে দিয়েছিলে......
শাসক আর শাসিতের কাছে,
প্রজা আর রাজার হাতের মুঠোয়!
.
তুমি হতভম্ব করে দিয়েছিলে আমাদের-
তোমার অনুগ্রহের হাত প্রসার করে!
সকল অশুভ পরিণত হয়েছিলো শুভতে!
.
তুমিই সবচেয়ে বড় সেই আলকেমিস্ট,
যে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছিল,
মাটি আর আকাশে,
সেই সাথে আর সব কিছুর হদয় আর আত্মার মাঝে।
তোমার ভালোবাসাতেই,
অস্তিত্ব আর অস্তিত্বহীন একই বিন্দুতে মিলে!
.
.
.
মূলঃ শেখ রুমী
অনুবাদঃ শাইয়্যান মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।