নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

নিয়তিকে কাছে টানা খুবই সহজ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫


হাজারো মাইলের যাত্রা একটি মাত্র পদক্ষেপ দিয়েই শুরু হতে হয়।
মনে রাখতে হবে, অন্যের উপর ছড়ি ঘুরানো একটি শক্তি। কিন্তু, নিজের উপর ছড়ি ঘুরানো? এটি একটি ক্ষমতার পরিচায়ক।

তোমার চিন্তাগুলোর উপর লক্ষ্য করো,
সেগুলো কিভাবে কথায় রূপান্তরিত হয়।

তোমার কথাগুলোর উপর লক্ষ্য করো,
সেগুলো কিভাবে কার্যে পরিণত হয়।

তোমার কাজের দিকে লক্ষ্য রাখো,
সেগুলো কিভাবে অভ্যাস হয়ে যায়।

তোমার অভ্যাসগুলোর দিকে দৃষ্টি দাও,
সেগুলো কিভাবেই না চরিত্রে পরিণত হয়।

তোমার চরিত্রের দিকে মননিবেশ করো,
এটাই তোমার নিয়তি হয়ে যায়।


+++++++
মূলঃ লাও ঝু
অনুবাদঃ শাইয়্যান মোহাম্মাদ ফাছিহ-উল ইসলাম
+++++++++++++++++++++++++++++


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

ম্যাড ফর সামু বলেছেন: শাইয়ান, দারুণ একটা কবিতার অনুবাদ দিলেন। প্রথমে ভেবেছিলাম এটা আপনারই লেখা শেষে দেখলাম অনুবাদ। তবুও আপনার কৃতিত্বও কম নয় অনুবাদটি অনেক সুন্দর ও সাবলীল এবং ছন্দময় হয়েছে, ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার শুভেচ্ছা পৌঁছে যাক কবিতার আসল মালিকের কাছে।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.