নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
পালাচ্ছিলে কোথায়, হে দ্বিচারী বিচারি!
এখন দেখেছো কি আমাদের মাতৃভূমির এ খোলা জমিনে-
আবার ফিরে আসতেই হয়েছে তোমারই?
তোমার আগে কত অবিবেচকই না তা নিয়ে অনুতাপে ভুগেছে!
বলো তো আজ কোথায় তাদের স্থান হয়েছে?
মনে করতে পারো কি,
এ দেশের কত প্রান্তিক জনগোষ্ঠী আর ভূমি তুমি একা পাড়ি দিয়েছো।
এ জীবনের কত সুন্দর সময়ই না তুমি ধুলায় লুটিয়েছো।
এমন করে কত সময়ই বা আর হারাবে, কত শত-কে হারিয়ে যেতে দিবে সময়ের অতল গহ্বরে?
ওহে আগুন্তুক, আর কতদিন পালিয়ে হবে ভিনদেশী!
তুমি কি জানো না কপালের লিখন আর সময় কখনো পিছু ছাড়েনি তোমারই?
হৃদয়ে এতো হাহাকারের জন্ম কোথা থেকে জাগে তোমার?
কেনইবা তুমি এমন অসুখীর মতো এ অন্যায়ের পথে দাঁড়িয়ে?
মনে করে দেখেছ কি, তুমি জীবনের শেষ বাধাকে কিভাবে পার করে দাও?
সে বাধা পেরিয়ে তূমি তা থেকে কি শিখতে পাও?
শেখো কি না শেখো, জীবনের এ স্রোতের নিজ পথে চলা আমরা রুখবোই রুখবো!
তোমার-আমার যৌবনের মতোই, দিবসগুলো কেমন যেন অফুরান থেকেই যায়।
হে জীবনের পাললিক দেশে পরিভ্রমণকারী,
এই উপদেশ তো তোমারই জন্যে জানি।
কেনার আগে দেখে নিয়েছিলে কি নিজের পোশাকের কি গতি!
যা দিয়ে করতে চেয়েছিলে অজস্র জীবনের ক্ষতি!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ছিনতাইকারীকে না মেরে তাকে ধরা সম্ভব ছিলো, আপনি নিশ্চিৎ?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: বাহ!!!
চমৎকার।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
মনজুর নোমানী বলেছেন: চমৎকার লিখেছেন !
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১
শায়মা বলেছেন: একেই বলে অপরিনামদর্শী!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কোন ক্ষোভ থাকলে সেটা এতোগুলো মানুষের জীবন নিয়ে হেলা-খেলা করে কেন তা প্রকাশ করতে হবে!!!
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২
অগ্নি সারথি বলেছেন:
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এক্ষেত্রে হয়তো কোমান্ডোবাহিনী'র কিছু করার ছিলো না।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭
জুন বলেছেন: রহস্যই থেকে গেলে মৃত্যুর মাঝে। কেন এই অবিবেচক এর মত কান্ড ঘটলো কে জানে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হয়তো ছিনতাইকারীকে বাঁচানো সম্ভব হয়নি।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন...
একটা বিমানে কিভাবে অস্ত্র নিয়ে ঢুকা যায়... একটু আগে দেখলাম সিসি ক্যামেরার অপারেটর বলতেছেন তার চেহারা দেখলে ট্র্যাক করতে সুবিধা হত।
ছিনতাইকারীকেকে মারা হল কেন? জিজ্ঞাসাবাদ এর কি কোনই দরকার ছিল না...
দুঃখ হয়...