নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
হাজ্জাজ বিন ইউসুফ খুব অত্যাচারী গভর্নর ছিলো। একবার এক দরবেশ, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, হাজ্জাজের শহরে আসলেন। তাঁকে দেখে সে বললো- ''আমার জন্য দোয়া করুন।''
দরবেশ হাত তুলে বললেন- ''হে খোদা, এই মানুষটার প্রাণবায়ু কেড়ে নাও।''
আঁতকে উঠে হাজ্জাজ বললো- ''এ কোন ধরণের দোয়া করলেন আপনি!''
দরবেশ উত্তরে বললেন- ''এটা তোমার আর সকল মুসলমানদের ভালোর জন্যেই।''
ওহে অত্যাচারী, যবে থেকে নিজ প্রজাদের অত্যাচার করে চলেছো,
আর কত দিন তুমি এই উদ্যম টিকিয়ে রাখবে বলে ভেবেছো?
এই হুকুমত দ্বারা কি উপকার হবে তোমার?
মৃত্যু ঢের ভালো যদি জুলুম চলে উপরে প্রজার।
মূলঃ শেখ সাদী, গুলিস্তান।
০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:১৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ভালো লাগা পৌঁছে যাক সঠিক গন্তব্যে।
জী, এর চেয়ে ভালো করতে পারলাম না।
ধন্যবাদ নিরন্তর।
২| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২০
ফেনা বলেছেন: সুন্দর এবং ভাল কথা।
আপনার জন্য শুভকামনা।
০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শেখ সাদী'র লেখা এমনই। দুর্দান্ত।
মন্তব্যে ধন্যবাদ ও শুভেচ্ছা নিরন্তর।
৩| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: বাহ!!! বেশ।
০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শুভ কামনা নিরন্তর।
৪| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৮
আরোহী আশা বলেছেন: সুন্দর পোস্ট
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: গল্পটা শেখ সাদী'র। আমি অনুবাদ করেছি মাত্র। ধন্যবাদ।
৫| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:১৯
নীল আকাশ বলেছেন: আল্লাহ কুরআনে বার বার জোর দিয়ে বলেছেনঃ "যালিকা ইয়াওমুল হাক্কু" - এই দিন নিশ্চিতই আসবে! সমস্ত পাপের শাস্তি এদেরকে একে একে দেয়া হবে! তখন না থাকবে কোন বড় দাদা, না থাকবে কোনই সাহায্যকারী!
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: যারা জুলুম করে, তাদেরকে যেন আল্লাহ সঠিক পথ প্রদর্শন করে্ন। ধন্যবাদ।
৬| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮
মাহমুদুর রহমান বলেছেন: সুবাহান আল্লাহ!
আসলে একটা ব্যাপার কি মহান আল্লাহ এধরনের মানুষদের হৃদয়ে,চোখেমুখে মোহর মেরে দিয়েছেন আর তাই তারা সত্যকে সত্য জেনেও এড়িয়ে যায় মিথ্যার আশ্রয়ে।
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এমন দরবেশ হওয়াও কঠিন ব্যাপার যার কথা আল্লাহ সাথে সাথে কবুল করেন। ধন্যবাদ নিরন্তর।
৭| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন একজন দরবেশ চাই !
আমাদের জন্যেও
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: তাঁরা হয়তো আমাদের আশে-পাশেই আছেন, কোন হাজ্জাজ বিন ইউসুফের সন্ধানে।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৫
নয়া পাঠক বলেছেন: পরশ পাথর একদিন এদেশেই পাওয়া যেত, আবারো পাওয়া যাবে ইনশা আল্লাহ! পৃথিবীর ইতিহাসে এই অত্যাচারীদের অনেক গল্পগাথা রয়েছে। ভবিষ্যতেও থাকবে। প্রকৃতির ভারসাম্য যেদিন নষ্ট হয়ে যাবে প্রকৃতি ঠিক সেদিনই প্রতিশোধ নিয়ে নেবে।
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আল্লাহ'র দরবারে দোয়া কবুল হয়, এমন মানুষ হয়তো আমাদের আশে-পাশেই আছেন। পাঠে ধন্যবাদ।
৯| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
ঢাবিয়ান বলেছেন: দরবেশ শব্দটা শুনলেও বাঙ্গালী এখন আতকে উঠে।
০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আঁতকে উঠবে কেন!!!
মন্তব্যে ধন্যবাদ।
১০| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০
আরোগ্য বলেছেন: একদম সময়োপযোগী পোস্ট।
০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমি উপদেশ বাণী পড়তে খুব ভালোবাসি। তাই, ভাবলাম পোস্ট করি, যদি কারো ভালো লাগে।
শুভেচ্ছা থাকলো।
১১| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১১:০৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: আমিও তাই চাই। অন্যের অধিকার হরনের আগে যাতে আমার মৃত্যু হয়।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মৃত্যুর সময়টা অনেক কষ্টের। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:১০
করুণাধারা বলেছেন: ভালো লাগলো।
শেষ চার লাইনের অনুবাদ কি আপনার?