নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

মানুষের মূল্য

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৯



'সর্বশ্রেষ্ঠ'..... শব্দটি কতই না অনুপম!....শব্দটির অর্থ করলে দাঁড়ায় - সবার চেয়ে সেরা...এই শব্দটির উপরে কোন শব্দ আছে কি? কাউকে কোন 'বিশেষ' আসনে বসাতে এরচেয়ে উপরের স্তরের কোন শব্দ অভিধানে পাওয়া যায় না...

মানুষকে মহান সৃষ্টিকর্তা সর্বশ্ৰেষ্ঠ বলেছেন...তিনি যত সৃষ্টি করেছেন সেগুলোর মাঝে মানুষের চেয়ে উচ্চ স্তরের সৃষ্টি আর
নেই...মহা মহিম খোদা মানব সৃষ্ট অভিধানের শব্দজালের আবর্তে পরে গিয়েছেন কি? নাকি মানুষই এই 'সর্বশ্রেষ্ঠ' শব্দ অভিধানে ঢুকিয়ে দিয়ে সৃষ্ষ্টিকর্তা সম্পর্কে আমাদের ভাবনাকে সীমানার গন্ডিতে আবদ্ধ করেছে?

এই কথা উঠছে এই কারণে যে- মহান খোদা নিজের বিশেষ ক্ষমতা প্রকাশে 'সৃষ্টিকর্তা' শব্দটি ব্যবহার করেছেন...আল্লাহ এমন এক সৃষ্টিশীল সত্ত্বা যিনি যে কোন কিছু বানাতে পারেন...বানিয়েছেনও...তারপর, মানুষকে উপাধি দিয়েছেন 'সৃষ্টির সেরা' বা 'সর্বশ্রেষ্ঠ'...

এই শ্রেষ্ঠত্বের বাইরে কোন কিছু আল্লাহর পক্ষে তৈরী করা সম্ভব কি?...... অবশ্যই সম্ভব!... কিন্তু, তখন অভিধানে নতুন একটা শব্দ যোগ করতে হবে... অভিধানগুলো যারা তৈরী করেছিলেন, তাঁরা কি এটা মাথায় নিয়েই শব্দগুলো তৈরী করেছিলেন?
অভিধানলেখকদের দোষ দেওয়া বোধ হয় ঠিক হচ্ছে না...কারণ, মানুষের মাঝে প্রচলিত শব্দগুলোই তো অভিধানগুলোতে স্থান পেয়েছে...তবে কি মানুষের মস্তিস্কই এই 'সবশ্রেষ্ঠ' শব্দটির বেড়াজালে নিজেকে আবদ্ধ করে রেখেছে!

আরেকটি ব্যাপার...মানুষের চেয়ে উচ্চস্তরের জীব বানানো সম্ভব হলে সৃষ্টিকর্তা তা বানিয়ে ফেলতে পারেন... কিন্তু, তখন মানুষকে যে 'সেরা' হিসেবে উপাধি দিয়েছেন সেটার কি হবে?... তাহলে, মানুষের চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন জীব কি আল্লাহ তৈরী করতে চান না?!!!.... আল্লাহ নিজের এই 'সৃষ্টি' ক্ষমতাকে কেন সীমাবদ্ধতার গন্ডিতে আবদ্ধ করলেন?.....

পৃথিবীতে এখন পর্যন্ত অনেক ধর্মই তো এসেছে...নাস্তিকদের সংখ্যাও কোন কালেই কম ছিলো না...কিন্তু, আস্তিক বা নাস্তিক কেউই নিজেদের অভিধানে এমন কোন তথ্য প্রমান হিসেবে দিতে পারেনি যাতে মানব সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫০

রাজীব নুর বলেছেন: মনগড়া কথা বলছেন।
আইনস্টাইনের সুত্রের কথা কোনো ধর্মেই বলা হয়নি। অথচ তার সুত্র দিয়েই পৃথিবী চলছে।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নস্ট্রাডামুস অনেক কথায় বলেছেন যার অনেকগুলোই ফলেনি। তাহলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.