নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

যে চুমু আমাদের প্রাপ্যের খাতায় অপেক্ষায়

১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৭



বর্ণিল এই জীবনে মাঝে মাঝে এমন হয় যে একটা চুমু পাওয়ার জন্যে কিংবা একটা আত্মার ছোঁয়া পাওয়ার তাগিদে পুরো জীবনটা দিয়ে দিতে পারি! সমুদ্রের পানি কি ঝিনুককে তার অমূল্য রত্ন বের করে দিতে বলবে না! লিলি ফুলটার দিকে তাকিয়েই দেখো না! কিছু বন্য প্রিয়েকে কাছে পাওয়ার জন্যে তার সে কি আকুতি!

রাত্রিবেলা, আমি দরজা বন্ধ করে জানালা খুলে চাঁদকে বলি- ''এসো হে প্রিয়, তোমার মুখটা আমার গালে চেপে ধরো! তোমার সুগন্ধি ভরা মুখ থেকে আমাকে নিঃশ্বাস নিতে দাও!''

যবে থেকে বুঝেছি যে চাঁদ জানালা দিয়েই ঘরে প্রবেশ করে, দরজা দিয়ে নয়, সেদিন থেকে আমি শব্দের দরজা বন্ধ করে ভালোবাসার জানালাগুলো খুলে দিয়েছি।

হে বন্ধু, একত্বতার অন্তহীন পথে নিজেকে আমার সাথে জড়িয়ে রাখো। বিচ্ছিন্ন হয়ে ঘুমের অতল গহ্বরে নিজের স্বত্বাকে ঠেলে দিয়ো না। 'আমরা সদা জেগে থাকবো'- এই শর্তই কি আমাদের বন্ধুত্বের ভিত্তি নয়!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৩

শায়মা বলেছেন: মান্নাদের গানের মত- চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর .....

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: যে বাঁচে প্রেমহীন, কে কয় তারে মনুষ্য-স্বজন!

ধন্যবাদ নিরন্তর।

২| ১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: অপেক্ষায় ভালোবাসা ...........

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বেশি দিনের জন্যে নয়।

শুভেচ্ছা।

৩| ১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মাহের ইসলাম বলেছেন: অমাবশ্যায় কি করবেন?

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অন্ধকারেরও একটি আলো আছে। সেই আলোতে খুঁজে নিবো। :)

ধন্যবাদ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ পর্যন্ত চুমুর জন্য পাগল ছিলেন।
তিনি তার এক লেখায় লিখেছেন, গোপনে একটি চুম্বন দাও

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: গোপন চুম্বন! হুম, আইডিয়াটা খারাপ নয়। ধন্যবাদ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৪

নাহিদ০৯ বলেছেন: কি সুন্দর আর সাবলীল ভাবে বলে গেলেন। সবাই বলতে পারে না। এজন্যেই মনে হয় কেউ কেউ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.