নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
নীল নবঘনে গ্রীস্ম গগনে সূরুযের ঠাই দেখো বাহিরে
ওরা আজ তোরা চট করে যা ঘরের বাহিরে।
দমকা বায়ু বাজে সরসর, গাছের পাতা উড়িছে ফরফর,
ধবল সাদা মেঘে চারপাশের আঁধার, ঢেকেছে দেখ চাহিরে
ওগো আজ তোরা জলদি যা ঘরের বাহিরে।
পাখী ডাকে শোনো, কেন ঘনঘন, বসে চরে জলমহালে,
উঠিবে সূরুয ক্ষণ কালটুকু পোহালে।
চোখ দু'টো মেলে তুমি খুঁজেছো কি,
রনে গেছে যারা, তারা ফিরেছে কি।
ফুলগুলো সব ফুটেছে আবার, কেন হারাবে ঐ আঁধারে,
মন পবনের নাও এখনো কেন বাধারে!
কান পেতে শোনো বুক ফুলে বলে, উঠেছে জেগে সব যুবা'রে,
দশের সেবায় ঝাপিছে তারা আজি রে।
ঘরে আর নয়, বাহিরে আলো'র ঢেউ,
পিছনে পড়ে বাকি আছে কি কেউ?
তরতর করে বইছে সময়, তরা করে তারে ডাকো আজই রে।
দশের সেবায় ঝাপাতে হবে যে গাজী রে!
ওগো আজ তোরা ফেরাসনে গো, ফেরাসনে আলোর মাঝিরে।
আকাশে নেই আঁধার, রাত্রি সবে শুরু বাহিরে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ভালো লাগলো জেনে উৎসাহ পেলাম।
প্লাস ও পাঠে জন্যে অনেক ধন্যবাদ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: ফানি পেরডি। দুই তিনটা বানান এডিট করে ঠিক করে নিবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বানান ঠিক করে নিবো। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা হা বেশতো! ভালো লাগলো আপনার রিমেক।
শুভকামনা রইলো।