নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

আলোক বর্তিকা হাতে ব্লগারদের রত্নসম্ভারে বৃষ্টিস্নাত আজকের রাত

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০



চেয়ে দেখো কিভাবে প্রতিটি অণুকণা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। চেয়ে দেখো, কিভাবে প্রত্যেকে শত ক্রোশ পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছেছেন, কেউবা হয়তো শত ক্রোশ ওপার হতেও আমাদের এই ব্লগ রাজ্যে জড়ো হয়েছেন। চেয়ে দেখো, কিভাবেই না প্রত্যেকের চাহিদা ও লেখার স্টাইল ভিন্ন। চেয়ে দেখো, কিভাবে ব্লগে লগ ইন করার আগে তাঁদের বিকালের খাবারের চাহিদাটা ভিন্ন ছিলো।

বুঝে দেখো, কিভাবে এই ব্লগের কত তারারা আজ ম্রিয়মান। তাঁদের অনেকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কেউবা থেকেও আমাদের মাঝে নেই। বুঝে দেখো, কিভাবে সেই তারাদের ছাপিয়ে কত সূর্য আজ আমাদের মাঝে উদিত হয়েছে, আর কিভাবে তাঁদের শত সহস্র পোস্ট জমে জমে বিশাল এক লেখার সম্ভারে পরিণত করেছে আমাদের এই প্রিয় সামহ্যোয়ার ইন ব্লগটিকে।

অনুভব করে দেখো, কত ব্লগার আজ রাতে সব পাঠকের চাহিদা মতো নিজেদের বহু কষ্টসাধ্য বিশেষ লেখাগুলো সাজিয়ে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। অনুভব করে দেখো, আমার এই লেখাটি কিভাবে সেই লেখা্র সমুদ্রকে ধরে রেখেছে। অনুভব করে দেখো তাঁদের অভিব্যক্তিগুলো যারা এই পোস্টগুলো পড়ছেন।

পর্যবেক্ষণ করে দেখো, ব্লগ মাতা-পিতা'র চোখ দিয়ে এই সকল পোস্টগুলোকে, যার একেকটি অমূল্য রত্নের সম্ভার। পর্যবেক্ষণ করে দেখো সেই চোখের পানি, যা জমে জমে আজ আনন্দের ফল্গুধারা হয়ে বেরিয়ে চারদিককে আলোকিত করে তুলেছে।


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

মনির হোসেন মমি বলেছেন: দারুণ অনুভুতি।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তির বৃষ্টি । সুস্বাগতম।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মুক্তিতে আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ পৌঁছে যাক তার প্রাপকের কাছে। ধন্যবাদ নিরন্তর।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: এ অনুভূতি বোঝাতে পারছিনা, এক নতুন জন্মের আনন্দ ।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সত্যিই খুব আনন্দের দিন। অনুভূতিগুলো রয়ে যাক অব্যক্তদের দলে এক মুঠো স্বর্ণকণা হয়ে।

ভালো থাকুন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগ আবার মুখরিত হবে।

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.