নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

আমি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি যেখানে একজন মানুষ কোন নিডি মানুষকে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিবে

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

ঘটনা ০১ঃ ''শাইয়্যান, আমি একটি পানের দোকান দিতে চাই। ছেলেটা'র স্কুলের বেতনটা যাতে উঠে আসে। ৫০০০ টাকা কর্যে হাসানা দিতে পারবে কি?''

আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেব ছোট কালে আমাকে পড়িয়েছেন। বেতন খুব একটা বেশি পান না। আরবী পড়িয়ে যা পান সেটা দিয়ে কোন মতে ঘর চলে। ঘটনাটা বেশ কয়েক বছর আগের। সবে মাত্র চাকরীতে ঢুকেছি। হাতে কিছু কাঁচা টাকা জমেছে। উনি ব্যবসার জন্যে টাকা চাওয়ায়, খুশি মনেই কয়েক হাজার টাকা উনাকে দিয়েছিলাম।

ঘটনা ০২ঃ ''স্যার, পরের বকরা ঈদের জন্যে গরু কিনবাম। সাথে ৩০০ হাঁসও। টাকা দেন। যা পামু, তার অর্ধেক আপনার।''

আমার এগ্রো ফার্মে এক লেবার ছিলো। সে হঠাৎ একদিন এইভাবেই তার সাথে ব্যবসার প্রস্তাব দিলো। আমি খুশি মনেই তার ফার্মে ইনভেস্ট করলাম। সে কয়েক দিন আগে হাঁসগুলো বিক্রি করে আরও ৩টি গরু কিনেছে। এখন তার ৬টা গরু।

ঘটনা ০৩ঃ ''আমার কাছে একটা লাভজনক ব্যবসা ছিলো। কিন্তু, ট্রেইড লাইসেন্স নেওয়ার মতো টাকা হাতে এই মূহুর্তে নেই।''

সিলেটের একজন ব্যবসায়ীকে আমি ট্রেইড লাইসেন্স করে দিলাম তার ব্যবসার জন্যে। শর্ত ব্যবসা লাভজনক হলে সেই টাকা ফেরত দিতে হবে।

ঘটনা ০৪ঃ ''আমি একটি ইংরেজী সংবাদ পাঠ কিভাবে করতে হয়, তার উপর একটি ট্রেইনিং ইন্সটিটিউশন করতে চাই। কিন্তু, হাতে তাকা নেই।''

আমি রেডিও বাংলাদেশের একজন সংবাদ-পাঠককে ১০,০০০ টাকা ধার দিয়েছিলাম।

এমন ঘটনা আরো আছে।

হাতে হঠাৎ করেই কিছু টাকা জমেছে। সামু'র কোন ব্লগার যদি ক্ষুদ্র ব্যবসার প্রস্তাব নিয়ে আসেন, আমি বিনিয়োগে আগ্রহী। তবে, সেটার জন্যে আমাকে কি করতে চান সেটার একটি আইডিয়া নিচের ঠিকানায় পাঠালে আমি যোগাযোগ করবো। একেকটি ব্যবসা'র জন্যে ৫০০০-৭০০০ টাকা।

এই টাকায় কি ব্যবসা হবে? ইউটিউবে 'ক্ষুদ্র ব্যবসা' লিখে সার্চ দিলেই অনেক ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন। আপনি নিজেও ব্যবসার আইডিয়া দিতে পারেন। অথবা, এলাকার পরিচিত কাউকে এভাবে সাহায্য করতে চাইলে আমাকে জানালে আমি এগিয়ে আসবো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

হাবিব বলেছেন: খুবই ভালো উদ্যোগ। সমস্যা হলো শিক্ষিত বেকার তরুণেরা ছোট খাটো ব্যবসা করতে চান না।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমাদের দেশের শিক্ষিত বেকার তরুণদের এটা অনেক বড় একটি ভুল।

ব্যবসা করতে চাইলে ছোট দিয়ে শুরু করা উচিৎ। সফল হলে সেটাকেই বড় করা সম্ভব। ইনভেস্টাররাও এগিয়ে আসবেন তখন।

প্লাসে কৃতজ্ঞতা।

ভালো থাকুন নিরন্তর।

২| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

হাবিব বলেছেন: আমি বাড়িতে একটা এগ্রো ফার্ম করতে চেয়েছিলাম। সোনালী মুরগীর ফার্ফ আর বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। কিন্তু প্রাথমিক ভাবে যে পরিমান টাকা লাগবে তার জোগান দেয়া সম্ভব নয় বলে শুরু করতে পারছি না। বাড়িতে দুইটা গাভি আছে। বাবা বলতেছে ভালো করে গোয়াল দিয়ে আরো দুইটা গাভী কিনবে। কোনটাই সম্ভব হচ্ছে না। তবে শুরু করার প্ল্যান আছে। দুদিন আগে আর পরে।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এগিয়ে যান। একদিন হবেই।

তবে, কুরবানী'র ঈদকে সামনে রেখে গরুর ব্যবসাটা লাভজনক। বাড়িতে পুকুর থাকলে হাঁসও বেশ লাভ এনে দেয়।

আপনি একটি গরু দিয়ে শুরু করলে আমাকে জানাবেন। এখন কম দামে গরু কিনলে ৭-৮ মাস পরে ভালো দাম পাবেন।

আমার ইমেইল- [email protected]

ভালো থাকুন নিরন্তর।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন:
আপনার মানবিক গুনের জন্য আপনাকে ধন্যবাদ ।
খুব সৃজনশীল ধারণা , যেখানে আপনি প্রচুর লোককে সহায়তা করতে পারেন ।

১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

রাশিয়া বলেছেন: আমি বিশাল এক প্রজেক্ট হাতে নিতে চাই। তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবার পাশাপাশি ভোক্তা শ্রেণী উপকৃত হবে। কিন্তু আইডিয়াটা এমনই যে চালু করার সাথে সাথেই অনেকেই এই ব্যবসা করতে চাইবে - তখন আর বাজার থাকবেনা। কিভাবে অগ্রসর হতে পারি, জানালে উপকৃত হব।

১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমার বিশাল প্রজেক্টে ফাইন্যান্স করার মতো টাকা হাতে নেই। দুঃখিত।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: আপনি একজন মানবিক মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.