নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

লবণ পেলাম না স্থানীয় দোকান ও চেইন শপেঃ এখন সরকারের যা করণীয়

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০



সারা দিন মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। বিকালে বাসায় ফিরেই জানতে পারলাম যে, লবণ নেই। স্থানীয় দোকানগুলোতে লবণের স্টক শেষ। কি ব্যাপার! সাথে সাথে ছুটে গেলাম লালমাটিয়ার মহিলা কলেজ সংলগ্ন দুইটি দোকানে। দোকানদার জানালেন যে, তিন দিন আগে সব লবণ কোম্পানীর গাড়িগুলো লবণ দিয়ে গিয়েছিলো। সেই স্টক শেষ আজ সকাল থেকে। এখনো তারা আসেনি।

বাসার কাজের ছেলেটিকে স্থানীয় মিনা বাজার এবং স্বপ্নে পাঠালাম। সে বললো যে, মীনা বাজারে মাত্র এক বাক্স ছিলো। সে যাওয়ার সাথে সাথে সেগুলো শেষ। অন্য দোকানগুলোতেও স্টক শেষ।

সন্ধ্যা ৭.৩০-টায় আবারো পাঠালাম ছেলেটিকে। এবারে ধানমন্ডি'র ৩টি চেইন শপে- আগোরা, স্বপ্ন এবং মীনা বাজারে। এই একটু আগে সে ফিরে জানালো-

১) মীনা বাজার বলেছে- লবণ শেষ।
২) আগোরা জানিয়েছে- ''দুঃখিত, প্রথমেই বলে নিচ্ছি লবণ নেই।''
৩) স্বপ্নের সেইলসম্যান বলেছেন- ''র‍্যাকে খুঁজে দেখেন।'' আমার বাসার ছেলেটি সেখানে কিছু পায়নি।


সরকারী সংস্থাগুলো'র এখনই যা করণীয়ঃ

লবণের কোম্পানীগুলো কেন হঠাৎ লবণ সাপ্লাই করা বন্ধ করে দিলো তা জানতে হবে। এখানে মনে রাখতে হবে যে, কোম্পানীগুলো কয়েক মাসের প্ল্যানিং করে। আজকে হঠাৎ লবণের শর্টেজ হবে, তা কিন্তু আগে ভাগেই জানার কথা। সব কোম্পানী'র লবণ একসাথে শেষ হয়ে যাবে তা কি করে হয়!

সরকারকে এসব কোম্পানীগুলোকে ধরতে হবে আজ রাতের মাঝে। পেঁয়াজের মতো লবণেরও একই ব্যাপার হোক, তা কোনক্রমেই কাম্য নয়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

মেহের নেগার বলেছেন: ঠিক বলেছেন তাদের ধরতে হবে ।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধরতে হবে সময় মতো।

প্লাসে কৃতজ্ঞতা। শুভেচ্ছা।

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিড়ালের গলায় ঘণ্টা বাধবে কে?

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: যারা দায়িত্বপ্রাপ্ত তাঁদেরকেই এ কাজ করতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪

ঢাবিয়ান বলেছেন: চমকের পর চমক নিয়ে হাজির হচ্ছে ব্যবসায়ীরা।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ছোটকালে মাস্টার মশাইরা হাতে বেত রাখতেন। তাই, তাঁদের ছাত্র-ছাত্রীরাও খারাপ কাজ করতে ভয় পেতেন।

আজকালকার স্কুলগুলোতে বেত নিষিদ্ধ প্রায়। তাই, সেইখান থেকে পাস করা শিক্ষার্থীরাও হয়েছে বেয়াড়া।।

ধন্যবাদ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

নুরহোসেন নুর বলেছেন: আমাদের এলাকায় লবনের মহামারী চলছে ৯৯৯ এর সহযোগীতায়,
বর্তমান পরিস্হিতি নিয়ন্ত্রনে ।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী এত নির্বোধ কেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.