নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
আমি একদিন জানতে পারলাম, একজন বাদশাহ এক বন্দিকে হত্যা করার আদেশ দিয়েছেন। সেই অসহায় লোকটি হতাশায় মরিয়া হয়ে নোংরা ভাষায় রাজাকে গালি দিতে লাগলো।
কথায় আছে-
যে ব্যক্তি জীবনের সাথে সকল সম্পর্ক চুকিয়ে ফেলে,
সে নিজের হৃদয়ে থাকা কোন কথাই আর লুকায় না।
যখন কোন মানুষ হতাশ হয়, তখন তার জিহবা আর সংযত থাকে না। সে তখন কোনঠাসা বিড়াল যেমন পিছু নেওয়া কুকুরকে আক্রমন করে বসে, ঠিক তেমনটি হয়ে যায়।
যখন লড়াই করে টিকে থাকার আর কোন উপায় থাকে না, মানুষের হাত এমনকি তলোয়ারের ধারালো অগ্রভাগও চেপে ধরতে পারে!
বাদশাহ জিজ্ঞাসা করলেন বন্দী কি বলছে। তখন এক ভালো মনে্র উজির বললেন-
'বাদশাহ নামদার, এই লোকটি বলছে- যে ব্যক্তি নিজের ক্রোধকে প্রশমিত করে কোন মানুষকে ক্ষমা করে দেয়, তাঁকে আল্লাহ-ও ভালোবাসেন।'
তা শুনে রাজা'র মন সহানুভূতিতে ছেয়ে গেলো। তিনি বন্দিকে হত্যা করার আদেশ ফিরিয়ে নিতে চাইলেন। কিন্তু, রাজসভায় উপস্থিত আগের উজিরের বিরোধী অন্য একজন উজির বলে উঠলো-
'আমাদের পদমর্যাদা'র কারো বাদশাহের উপস্থিতেতে সত্য ছাড়া অন্য কিছু বলা সাজে না। বাদশাহ, ঐ বন্দি আপনাকে অপমান করে কুৎসিত ভাষায় কথা বলেছে।'
রাজা এ কথা শুনে অসন্তুষ্ট হয়ে বললেনঃ
'ঐ মিথ্যা কথা আমার কাছে বেশি গ্রহণযোগ্য ছিলো, কারণ প্রথমজন পরিস্থিতিকে শান্ত করে বন্দির সাথে মিলিয়ে দি্তে মিথ্যে কথা বলেছে। আর দ্বিতীয়জন সম্পূর্ণ বিদ্বেষের বশবর্তী হয়ে সত্য কথা বলেছে।'
কোন এক জ্ঞানী ব্যক্তি বলেছেন-
''মিথ্যা কথা বলা অনেক ভালো যদি তা কারো সাথে সম্পর্ক গড়ে দেয়। অন্যদিকে, বিপর্যয় সৃষ্টি করার সম্ভাবনা থাকলে এমনকি সত্য কথাও পরিত্যাজ্য।"
যাদের কথা শাহ মেনে চলেন, এটা খুবই দুঃখজনক হবে যদি তারা ভালো ছাড়া অন্য কোন কথা বলে থাকেন।
নিচের লিপিটি ফেরিদুনের সভার বারান্দায় খোদাই করে লেখা আছে-
এ পৃথিবী কারো'র নয়, ওগো আমার ভাই।
খোদার সাথে যদি নিজেকে বেঁধে ফেলতে পারো,
সন্তুষ্ট থেকো তাতেই।
এই দুনিয়ার কোন কিছুর উপরই নির্ভর করো না, দুনিয়ার উপর তো না-ই।
কারণ, তা আমার মত অনেককেই লালন-পালন করার পর
জবাই করেছে সর্বদাই।
যখন কোন বিশুদ্ধ আত্মা এই পৃথিবী ছেড়ে চাইবে চলে যেতে ,
সে সিংহাসনেই মরলো কি মাটিতে.......
তাতে তার কি যায় আসে!
=========২য় প্রকাশ========
শেখ সাদি'র একটি লেখার ভাবানুবাদ
=======================
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ভাবানুবাদটি যাতে ভালো হয়, তার জন্যে একটু চেষ্টা করেছি মাত্র!
অনেক ধন্যবাদ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ভালো লাগাটি পৌঁছে যাক যথাস্থানে।
শুভেচ্ছা।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
আদিকালের মানুষের ফ্যানটাসী, এগুলো ভুল ধারণা
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: লেখাটিতে আছে অনেক শিক্ষার বস্তু, তা যদি চাঁদগাজী জানতে পারতেন।
মন্তব্যে ধন্যবাদ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
শেখার মতো তেমন কিছু নেই আসলে। মধ্যযুগের লেখকদের ধারণা ইত্যাদি হয়তো তখনকার সময়োপযোগী ছিলো, সেগুলো আজকের সভ্যতার জন্য ইতিহাস; কিন্তু সেগুলোর সবকিছু যে লজিক্যালী সঠিক ধারণা, তা বলা সঠিক হবে না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনার মন্তব্যে 'তেমন', 'হয়তো' শব্দের ব্যবহার লক্ষণীয়।
কালের পরিক্রমায়, আপনি কিছুটা দ্বিধান্বিত কি?
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য
ভালো লাগলো ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ভালো লাগা পৌঁছে যাক শেখ সাদী'র কাছে।
ধন্যবাদ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭
নিভৃতা বলেছেন: যে মিথ্যা সত্যিকার অর্থে কারোর ভালো করে সেই মিথ্যায় কোন খারাপ দেখি না।
সুন্দর লিখেছেন। ভালো লাগা রেখে গেলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শেখ সাদীও তা-ই বোঝাতে চেয়েছেন বলেই মনে করি।
আপনার ভালো লাগার খবর পৌঁছে যাক লেখকের কাছে।
ধন্যবাদ।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: যোজন যোজন অন্যায় করেও মানুষ হাসতে পারে,হাসে,গান গায়,ঘুমাতে পারে,ঘুমোয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মানুষ আসলেই এক উচ্চ শ্রেণী'র জীব, তাতে কোন সন্দেহ নেই।
শুভেচ্ছা।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মানুষ আসলেই এক উচ্চ শ্রেণী'র জীব, তাতে কোন সন্দেহ নেই। শুভেচ্ছা।
এই জন্যই মানুষের প্রতি আমার সীমাহীন ভালোবাসা রয়েছে।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মিথ্যা বলে জাতিকে বশে রাখা যায় তার বাস্তব উদাহরণ হলো আমাদের রাজনৈতিক নেতারা।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট পড়তে ভালো লাগে।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেখ সাদী মানেই শিক্ষণীয় কিছু।+++
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন-------------