নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

মহান সৃষ্টিকর্তা মানুষের চেয়ে বুদ্ধিমান কোন প্রাণী বানাননি কেন?

০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:৪০

'সর্বশ্রেষ্ঠ'..... শব্দটি কতই না অনুপম!..... এই শব্দটির চেয়ে উপরের মাত্রার কোন শব্দ আছে কি?...অভিধানে তা খুঁজে পাওয়া যায় না।



মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলেছেন।.... তাহলে, এই শ্রেষ্ঠত্বের বাইরে কোন কিছু আল্লাহর পক্ষে তৈরী করা সম্ভব কি?... অবশ্যই সম্ভব!... কিন্তু, তা করতে গেলে ধর্মীয় অভিধানে নতুন একটা শব্দ যোগ করতে হবে।... আল্লাহকে আরেকটি কিতাবসহ রাসূল পাঠাতে হবে....কিন্তু, সেই পথ তো বন্ধ.... আল্লাহ কখনোই আর কোন নবী পাঠাবেন না.....

তাহলে, মানুষের চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন জীব কি আল্লাহ তৈরী করতে চান না?!!!...

অনেকেই দাবী করেন যে, এই বিশাল মহাবিশ্বের কোন না কোন প্রান্তে প্রাণের বিকাশ ঘটেছে। সেইসব প্রাণের কোন না কোনটা মানুষের চেয়ে বুদ্ধিমান। কিন্তু, এই চিন্তা এখনো প্রমাণিত হয়নি।

আল্লাহ'র গুণগুলোর একটি হচ্ছে 'সৃষ্টি' ক্ষমতা। মহাবিশ্বের আর কোন প্রান্তে আল্লাহ যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমত্তার বিকাশ করে থাকেন, অথবা, আল্লাহ'র যদি কোন ইচ্ছা থাকে যে, তাঁর 'সৃষ্টি' ক্ষমতা ব্যবহার করে মানুষের চেয়ে বুদ্ধিমান কোন প্রাণীকে ভবিষ্যতে সৃষ্টি না করা, তাহলে, সেটা কেন? আল্লাহ নিজের এই 'সৃষ্টি' ক্ষমতাকে কেন সীমাবদ্ধতার গন্ডিতে আবদ্ধ করলেন?.....

ইসলাম মতে, সকল প্রাণের সেরা হচ্ছে মানুষ। আর, পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন, ইসলাম ধর্মের শেষ নবী ও রাসূল--- রাসূলুল্লাহ(সা: )। যদি মানুষের চেয়ে বুদ্ধিমানের কেউ আসে, তাহলে, মহানবী (সাঃ )-এর চেয়ে উপরে তাদের অবস্থান হবে। ফেরেশতাদের আনুগত্য প্রদর্শন করে সেই 'সৃষ্টি'-দের আবারো সেজদা করতে হবে। সর্বোপরি, আল্লাহকে আবারো 'লিখতে' হবে। কিন্তু, আল্লাহ বলেছেন যে, 'কাগজ শুকিয়ে গেছে এবং কলম উঠিয়ে নেওয়া হয়েছে।' অর্থাৎ, আর কিছু লেখা হবে না।

আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেই, যে কোন কিছু হয়ে যায়। অর্থাৎ, তাঁর ইচ্ছা প্রকাশ হলেই কেবল কোন কিছু হয়। আল্লাহর ইচ্ছা প্রকাশ হলেই কেবল নতুন প্রাণের জন্ম হতে পারে।

কিন্তু, আল্লাহ কি সেই ইচ্ছা প্রকাশ করবেন না? মানুষের চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন জীব কি আল্লাহ তৈরী করতে চান না?!!!...

এর একটাই উত্তর, আল্লাহ তাঁর হাবীব বা বন্ধু মহানবী(সাঃ )-এর উপরে কেউ স্থান পাক, সেটা আল্লাহ চান না....

কি অদ্বিতীয় এই বন্ধুত্ব!





মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা বলেছেন- মহান সৃষ্টিকর্তা মানুষের চেয়ে বুদ্ধিমান কোন প্রাণী বানাননি

তাহলে যে শিশু মার পেট থেকেই প্রতিবন্ধী হয়ে বের হয় তাদের কে বানিয়েছে?

০৬ ই মার্চ, ২০২০ রাত ১০:৪০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

কোন মানুষকে ছোট করে দেখবেন না, ব্লগার রাজীব নুর।

মানুষ খোদাতা'লার অনুপম সৃষ্টি। তাঁদেরকে 'প্রতিবন্ধী' ট্যাগ দেওয়া অবহেলার সামিল।

বুঝতে পারার জন্যে ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:১১

নেওয়াজ আলি বলেছেন: অনন্যতা উপস্থাপন ,

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.