নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

খ্যাতিমানদের রসিকতা, এইবার খুলেছি রম্য খাতা

০৭ ই মার্চ, ২০২০ রাত ১১:২৪



==
০১
==
রবীন্দ্রনাথ ঠাকুর বুড়ো বয়সে সামনের দিকে ঝুঁকে লিখতেন। একদিন হয়েছি কি, তাঁর এই ঝুঁকে পড়ে লেখা দেখে এক শুভাকাঙ্ক্ষী বললেন,
'আপনার এরকম করে লিখতে নিশ্চয় খুব কষ্ট হচ্ছে। বাজারে এমন চেয়ারও রয়েছে যা কিনে এনে আপনি হেলান দিয়ে শুয়ে আরাম করে লিখতে পারবেন। ও রকম একটা আনিয়ে নিচ্ছেন না কেন!'

রবী বাবু লোকটির দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। এরপর জবাব দিলেন- 'তা তো পারিই! এমন উপুড় হয়ে না লিখলে লেখা যে বের হয় না! কলসির জল যখন কমতে কমতে তলায় এসে ঠেকে, তখন তা একটু উপুড় তো করতেই হয়!'

==
০২
==
হেকিম আজমল ছিলেন হামদর্দের প্রতিষ্ঠাতা। সেই হিসেবে, চিকিৎসক হিসেবে তাঁর খুব নাম-ডাক ছিলো। রোগী না দেখেই শুধু প্রশ্রাব দেখে রোগ নির্ণয় করতে পারতেন বলে আজমলের সুনাম অনেক দূরে গিয়ে পৌঁছে।

একবার হলো কি, এক ব্যক্তি হেকিম আজমলকে পরখ করে দেখার জন্যে নিজেরটা না পাঠিয়ে উটের প্রশ্রাব পাঠালো তাঁর কাছে। হেকিম প্রশ্রাব পরীক্ষা করে লিখলেন- ''এই প্রশ্রাবের মালিককে আরো বেশি বেশি খড় ও ভুষি খেতে হবে।''

==
০৩
==
দার্শনিক স্যার বার্ট্রান্ড রাসেল পৃথিবী কিভাবে সূর্যের চারপাশে ঘুরে তা নিয়ে একবার বক্তৃতা করছিলেন। এমন সময় এক বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বললেন, 'পৃথিবীটা গোল এটা কে বলেছে! ওটা তো চ্যাপ্টা। আর, এই চ্যাপ্টা পৃথিবীটা একটি কচ্ছপের পিঠের উপর বসানো।

বার্ট্রান্ড একগাল হেসে বললেন, ''ঠিক আছে, আপনার কথাই না হয় মেনে নিলাম। কিন্তু, সেই কচ্ছপটা কিসের উপর দাঁড়িয়ে পৃথিবীটা বয়ে বেড়াচ্ছে, বলুন তো?'

বৃদ্ধাও কম যান না। তাঁর ফোকলা দাঁতে উত্তর, ''তোমার মাথায় এতো বুদ্ধি, তবু, এটাও জানো না? কচ্ছপটা দাঁড়িয়ে আছে আরেকটা কচ্ছপের নিচে, তার নিচে আরেকটা কচ্ছপ, তার নিচে আরেকটা। এভাবে একটা উপর আরেকটা দাঁড়িয়ে পৃথিবীটা ধরে রেখেছে!'

বুঝুন ঠেলা!

==
০৪
==
ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ )-এর কাছে একবার এক বৃদ্ধা মহিলা এসে জিজ্ঞাসা করলো যে সে বেহেস্তে যেতে পারবে কি না।

মহানবী (সাঃ ) বললেন যে, বেহেস্তে কোন বৃদ্ধার জায়গা নেই।

তা শুনে সেই বয়স্ক মহিলা তো কেঁদে কেটে অস্থির।

শেষ পর্যন্ত মহানবী (সাঃ ) হেসে ফেলে বললেন, 'বেহেস্তে তো সবাই জোয়ান হয়ে প্রবেশ করবে।'





মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১২:১৩

প্রেক্ষা বলেছেন: রম্য পড়ে মজা পেলুম।আপনি তো মশাই অনেকগুলো বললেন,এবার আমি একটা বলি...

রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন, 'আপনাকে আমি দণ্ড দেব।'

ভদ্রলোক তো ভীষণ বিব্রত। না জানি কী অপরাধ হয়েছে তার। বললেন 'কেন, আমি কী অপরাধ করেছি?'

রবীন্দ্রনাথ বললেন, 'গতকাল আপনার লাঠি মানে দণ্ডটা আমার এখানে ফেলে গিয়েছিলেন। এই নিন আপনার দণ্ড।' বলে তার দিকে লাঠিটা বাড়িয়ে ধরলেন।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হা, হা, হা! রবি ঠাকুর সত্যিই মজার মানুষ ছিলেন।

শুভেচ্ছা।

২| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ৪ নম্বরটাই বেশি ভালো লাগলো।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আরেকটি পোস্ট লিখেছি।

শুভেচ্ছা।

৩| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমাল নাম হাসুনি , আমি একটা মজাল গল্প বলবো
টমাস আলভা অ্যাডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এক তরুণী তাঁর বক্তৃতায় অ্যাডিসনকে অযথাই আক্রমন করে বসল, ‘কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আর তাই নিয়ে এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না…।’

তরুণী বলেই যাচ্ছে। থামার কোনো লক্ষণ নেই।
অ্যাডিসন চুপ করে শুনে গেলেন। বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়।’

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হা! হা! হা! নূরু ভাই!

গল্পতা ওনেক মদা হয়েথে!

শুভেচ্ছান।

৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮

জাহিদ হাসান বলেছেন: :D B-) B-)

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: :)

৫| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

নেওয়াজ আলি বলেছেন: ভালোই ।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:০৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শুভেচ্ছা।

৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার চমৎকার !! ++
সিরিজ চলতে থাকুক। ৪ নম্বর টার উপস্থাপনা ভালো ছিল। আমি কোথায় জানি শুনেছি নবীজি বেশ রসিক ছিলেন। (সঠিক জানিনা , ভুল হলে ক্ষমা প্রার্থী )

সৈয়দ মুজতবা আলী তখন বেশ নাম করে ফেলেছেন । প্রতিদিনই তাঁর দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয়। একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চাইলেন, তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন। মুজতবা আলী যতই এড়িয়ে যেতে চান, ততই তিনি নাছোড়বান্দা। শেষে মুজতবা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন, দেখো, সুইস মনস্তত্ত্ববিদ কার্ল গুসতাফ জাং একদা তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে, আমি কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নবীজী (সাঃ ) আসলেই অনেক রসিকতা করতেন বলে পড়েছি।

সৈয়দ মুজতবা আলী'র ঘটনাটা খুবই মজার। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে। প্লাসের জন্যে কৃতজ্ঞতা।

শুভেচ্ছা থাকলো।

৭| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আরেকটি পোস্ট লিখেছি।
শুভেচ্ছা।

জ্বী, সেই পোষ্টও আমার চোখে পড়েছে।
এরকম পোষ্ট সব সময় দিবেন। ভালো লাগে।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জ্বী, আপনার ভালো লেগেছে জেনে আরেকটি পোস্ট দিয়েছি। আশা করি ওটাও ভালো লাগবে।

শুভেচ্ছা।

৮| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৫

সাগর শরীফ বলেছেন: দারুণ তো!

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.