নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাতরা করেন মজা, তাঁরা পথ চলেন সোজা

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২১



==

==
ইসলামের শেষ নবী (সাঃ )-এর দৌহিত্রদ্বয়- হযরত হাসান ও হুসেইন (রাঃ) একবার হারিয়ে গেলেন। অনেক জায়গায় খোঁজার পর তাঁদের দুইজনকে মহানবী (সাঃ ) খুঁজে পেয়ে আদর করে নিজের দুই কাঁধে চড়ালেন। তা দেখতে পেয়ে হযরত সালমান (রাঃ ) বললেন,

'তোমরা তো অনেক সৌভাগ্যবান! কি চমৎকারই না তোমাদের ঘোড়া!'

তা শুনতে পেয়ে মহানবী (সাঃ ) বললেন- 'তারাও আরোহী হিসেবে অনুপম। যদিও এই বাচ্চাদের বাবা তাদের চেয়েও ঘোড়া চড়ায় বেশি সেয়ানা।'

==

==
আরেকবার হলো কি, মহানবী (সাঃ ) কি এক কারণে হযরত আনাস (রাঃ)-কে কাছে ডাকলেন। উপস্থিত সবাই শুনতে পেলেন তিনি আনাসকে এইভাবে ডাকছেন- 'ওহে, দুই-কানওয়ালা আনাস! এই দিকে একটু এসো তো!'

==

==
হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ )-এর কাছে তাঁর এক সাথী এসে নিজের গন্তব্যে যাওয়ার জন্যে একটি উট চাইলেন। মহানবী (সাঃ ) বললেন- 'আমার যে একটি মাত্রই বাচ্চা উটনী আছে।'

তখন, সেই সাথী খুব অবাক হয়ে বললেন যে, একটা বাচ্চা উট মহানবী (সাঃ )-এর কি কাজে লাগবে!

মহানবী (সাঃ ) উত্তর দিলেন- 'প্রত্যেক উটই কি বড় কোন ঊটনী'র সন্তান নয়!'

==

==
মহানবী (সাঃ ) বাচ্চাদের সাথে সব সময় মজা করে কথা বলতেন। একবার মহানবী (সাঃ ) তাঁর কিছু সাথী-সহ কোথায় যেন যাচ্ছেন। তাঁর সাথীরা কেউ নিজেদের বোঝা বইতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে, হযরত সাফিনা (রাঃ )-এর ঘাড়ে সেগুলো দিয়ে দিতেন।

এক পর্যায়ে দেখা গেলো, সাফিনা'র ঘাড়ে অনেক মালপত্র জমা হয়েছে আর তিনি তা বয়ে চলেছেন। মহানবী (সাঃ ) তা দেখে বললেন-
'তুমি সত্যিই আসলে একটি নৌকা। তুমি সবার বোঝা বয়ে চলেছো।'

এখানে, উল্লেখ্য যে, আরবীতে সাফিনা অর্থ 'নৌকা'।












মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ। :)

২| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পড়ে ফেললাম। ভালো লাগলো। :)
গত পোস্টে নবীজির রসিকতা নিয়ে একটা মন্তব্য করেছিলাম। এখন দেখছি সত্যি ই। :)

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জী, উনি সত্যিই অনেক রসিক মানুষ ছিলেন।

ধন্যবাদ।

৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আবু হুরায়রা (রা.) বলেন, একবার কিছু সাহাবি বললেন, হে আল্লাহর রাসুল! আপনি আমাদের সঙ্গে কৌতুকও করেন? রাসুল (সা.) বলেন, আমি কেবল সত্য কথাই বলে থাকি। (এমনকি কৌতুকেও)। (শামায়েলে তিরিমিজি, হাদিস : ২৩৮)

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জী, উনি সত্যি কথাকেই রসিকাতার সাথে উপস্থাপন করতে বলে শুনেছি।

শুভেচ্ছা।

৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

নেওয়াজ আলি বলেছেন: সুচিন্তিত মনোভাবের প্রকাশ, ভালোই ।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্যে অনেক ধন্যবাদ। :)

৫| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর।
খুব সুন্দর।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:০৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হযরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুল সা. আমাদের সঙ্গে অবাধে মিশতেন। এমনকি তিনি আমার ছোট ভাইকে কৌতুক করে বলতেন- ‘হে আবু উমাইর কি করলো তোমার সাথে নুগাইর।’ অর্থাৎ তোমার নুগাইর পাখিটার কী হল? আবু উমায়ের এর খেলার পাখিটা মারা গেলে সে অনেক কষ্ট পায়। তাই হাসিচ্ছলে বাক্যের অন্ত মিলিয়ে তার মনোরঞ্জনের উদ্দেশ্যে রাসুল সা. তাকে পাখিটির কথা জিজ্ঞেস করেন। এভাবে রাসুল সা. তার সঙ্গে কথা বলার দ্বারা তার মাঝে দুঃখ দূর হয়ে আনন্দ ফিরে আসে।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: খুব সুন্দর একটি ঘটনা। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে।

শুভেচ্ছা থাকলো, শ্রদ্ধেয় নূর মোহাম্মদ নূরু ভাই।

৭| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



নবী (স: ) ততকালীন বেদুইনদের মাঝে ভালো মানুষ ছিলেন বলে মনে হয়; তবে, উনার সম্পর্কে যত ভালো কিছু বলছেন, সেটা যদি সত্য হতো, মদীনা বেদুইনরা দখল করতো না, ইসলামী সাম্রাজ্য গড়ে উঠতো না। মদীনায় তখন সামন্তবাদ ছিল ও উহা স্হানীয় ইহুদীদের ছিলো।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নবীজী (সাঃ ) সম্পর্কে আপনার ধারণা অনেক সঠিক। তিনি ভালো মানুষ ছিলেন।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.