নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

"সল্লু ফী বুয়ুতিকুম"(তোমরা নিজ নিজ ঘরে নামাজ আদায় করো)

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:০০

ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ )-এর যুগে নামাজের সময় যখন ভারী বৃষ্টি হতো, তখন, মসজিদে জামাতে নামাজ আদায় না করে বাড়িতে বসে নামাজ পড়ার উদাহরণ আছে। মানুষের নিরাপত্তা দেওয়াকে ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয় বলেই এমন করা হতো।

সেজন্যেই, এমনই এক দিনে ইবনু আব্বাস (রাঃ) মুয়াযযিনকে বললেন,আযানের মধ্যে তুমি যখন "আশহাদু আন্না মুহাম্মাদুর রসূলুল্লাহ" বলবে তখন এরপর "হাইয়্যা আলাস সালাহ" বলবে না। বরং বলবে "সল্লু ফী বুয়ুতিকুম"(তোমরা নিজ নিজ ঘরে সালাত আদায় করো)।

তখন, উপস্থিত মানুষেরা এটাকে অপছন্দ করলে ইবনু আব্বাস (রাঃ) বললেন, আমার চাইতে উত্তম যিনি রসূলুল্লাহ (সাঃ) তিনি এরূপ করেছেন। [বুখারীঃ ৬৬৮ | মুসলিমঃ ১৪৮৯]

বাংলাদেশে করোনা ভাইরাস এখন কম্যুনিটি ট্রান্সমিশনে। ব্লগার যারা আমার এই লেখাটি পড়ছেন, তাঁরা নিজেদের নিকটস্থ নামাজীদের এই কথা জানাবেন, প্লিজ?

লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে এমনই আহবান জানানো শুরু হয়েছে।

সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:০৫

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

২| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: নামাজের প্রতি মানুষের আগ্রহ কম। দেখেন না শুক্রবার ছাড়া মসজিদে লোকজন হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.