নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

নতুন সেফ হওয়া ব্লগাররা, আপনি সামুর এই সুবিধাটি ব্যবহার করছেন কি?

২৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৩



প্রিয় ব্লগারগণ,

সামুতে এক বিকৃত মস্তিস্ক মানুষের আক্রমনে অসহায় ভাবে আত্মসমর্পন করবেন কেন! ফাইট ব্যাক! সামু তো আপনাকে এই সুবিধা দিয়েই দিয়েছে।

আপনি হয়তো লক্ষ্য করেছেন, পোস্ট করার সময়ে বাম দিকে একটি বক্স আসে। উপরে টেক্সট বক্সটির ছবি দেওয়া হয়েছে। বক্সে তিন ধরণের অপশন রয়েছে-

প্রথমটি- 'সরাসরি প্রকাশিত হবে'ঃ এটি ক্লিক দেওয়া থাকলে, আপনার পোস্টে অন্য ব্লগারদের কমেন্ট সরাসরি চলে আসবে।

দ্বিতীয়টি- 'রিভিউ হবে'ঃ এটা ক্লিক করলে, যে কারো কমেন্ট আপনার ইচ্ছে মতো আপনি পোস্টে সংযুক্ত করতে পারবেন। ইচ্ছে করলে প্রকাশ না-ও করতে করতে পারবেন।

তৃতীয়টি- 'করতে পারবে না'ঃ এটি ক্লিক করলে, কোন ব্লগাইরই আপনার পোস্টে কমেন্ট করতে পারবেন না।

একজন বিকৃত ও বিক্রিত ব্লগারের কারণে নতুন ব্লগারদের কমেন্ট বন্ধ করে দেওয়া উচিৎ নয় বলেই মনে করি। আমরা নিজেরাই যেখানে ব্যবস্থা নিতে পারি, সেখানে কেন সামুকে দোষ দিতে যাবো!

ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.