নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

পাখা নিয়ে জন্ম নেওয়া মানব সন্তান জীবন যুদ্ধে হেরে যাবে কেন!

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৪


জ্ঞান-তাপস জালালুদ্দিন রুমী বলেছেন- ''তুমি তো পাখা নিয়ে জন্ম নিয়েছো, তবু কেন জীবনে হামাগুড়ি দেওয়া বেছে নিলে!''

আমাদের জীবনের প্রত্যেকটি কাজের সাথে অদেখা ভূবনের যোগাযোগ রয়েছে। তবু, এই দুনিয়ার স্বার্থগুলোর বেড়াজালে আমরা সেই অদেখা ভূবনের উপহারগুলোর কথা প্রায়শঃ ভুলে যাই।

ছোটবেলার কথা একবার মনে করুন, যখন আমাদের কোন কাজের মাঝে স্বার্থান্ধতা ছিলো না। আমাদের হৃদয়ে যা চাইতো, তা-ই করতে পারতাম। আমাদের কাজে ছিলো না কোন কলুষতা।
.
অথচ, বড় হওয়ার সাথে সাথে, সেই হৃদয়ে কালো দাগ জন্মাতে থাকে। স্বার্থের মোহে পড়ে আমরা এমন সব কাজ করি, যা নিজেদের জন্যে তো বটেই, পরিবার, সমাজ, জাতি এমনকি গোটা পৃথিবী'র জন্যে তা এক দূষণীয় কাজ হয়ে দাঁড়ায়।

অথচ, কেমন হতো যদি আমাদের ছোটবেলার নিস্পাপতা বড় হওয়ার পরেও টিকে থাকতো! আমরা হয়তো তখন আরো সাফল্য লাভ করতাম। পরের সাহায্যে হয়তো আরো নিঃস্বার্থ ভাবে এগিয়ে যেতে পারতাম। বলতে পারতাম-

পরের কারণে স্বার্থ দিয়া বলি,
এ জীবন-মন সকলি দাও।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




পাখা নিয়ে মানুষ জন্ম নেয় কিনা জানি না, তবে পাখা বানানো সম্ভব। অত্যন্ত মূল্যবান একটি কথা বলছি নোট রাখুন “ভাগ্য বদলে দেয়া সম্ভব” সোনার চামম মুখে নিয়ে জন্ম নেয়ার চেয়ে সোনার চামচ বানিয়ে মুখে দেয়ার যোগ্যতা আকাশ পাতাল ফারাক।

জালাল উদ্দিন রুমি রাঃ সাহেবের আমি একজন ভক্ত ও অনুরাগী।


২| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



পাখা তো পরী ও ফেরেশতাদের থাকার কথা; আপনার পাখা আছে?

৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৯

বিজন রয় বলেছেন: ছোট আর বড় নিয়ে যা বললেন তার বিপরীতও হতে পারতো। যা অনেক ভাল কিছু।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩

কথক আরমান বলেছেন: আজগুবী কথাবার্তা মানুষ কেমন হবে তা পরিবেশের উপর নির্ভর করে। ভাগ্য ও বড় নিয়ামক।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: রুমী জ্ঞানী মানুষ ছিলেন।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:২৩

জিকোব্লগ বলেছেন:



জালাল উদ্দিন রুমি বুঝালেন কী, আর চাঁদগাজী
বুঝলো কী! এই লোকটার মস্তিস্ক দিন দিন ড্যামেজ
হয়ে যাচ্ছে। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
এই লোকটারও তাই হয়েছে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫০

রাসেল বলেছেন: Some people think, if he can say against Islam then he have done a good job to misguide general people. I also think they know true Islam. They know very well they are doing bad for self interest and wise people can realize that. Laughing stock.

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: ওড়া তো দূরের কথা, দাঁড়াবার সাহস না পেলেই মানুষ হামাগুড়ি দিতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.