নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
আগের দুটি পোস্টে উল্লেখ করেছিলাম কিভাবে নিজের SWOT Analysis এবং Gap Analysis করতে হয়। এই এনালাইসিস দু'টো করার পরে আপনি এমন একটি জায়াগায় পৌঁছে যাবেন যেখান থেকে বুঝতে পারবেন আপনার কি ধরণের উন্নতির প্রয়োজন। এবারে ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা'র পালা।
এটা করতে হলে, আপনাকে উপরের ছবির মতো করে ছক আঁকতে হবে। প্রথমেই লিখতে হবে- 'আপনি কিসে উন্নতি করতে চান' সেটা। যেমন ধরুন, আপনি হয়তো চান ব্লগিং করে কোটি টাকার মালিক হতে। অথবা, হতে চান এমন একজন বিখ্যাত ব্লগার যাকে পুরো পৃথিবী'র মানুষ একবাক্যে চিনবে।
দ্বিতীয় কলামে লিখতে হবে, আপনি যা চান তা করতে বা হতে হলে আপনাকে কি করতে হবে সেটা। যেমন- আপনার ব্লগিং স্কিলস বাড়ানোর জন্যে ঊডেমী থেকে ব্লগিং-এর উপর সার্টিফিকেট কোর্স করতে হতে পারে।
তৃতীয় কলামে লিখতে হবে, আপনার উন্নয়ন পরিকল্পনা করতে কে সহায়তা করতে পারবেন তাঁর নাম। সেটা আপনি নিজে হতে পারেন।
এরপরে, আপনার বাস্তবায়নে কি কি রিসোর্স বা সরঞ্জাম লাগবে সেটা লিখতে হবে ৪র্থ কলামে।
আর, সর্বশেষ কলামে লিখতে হবে কোন সময়ের মধ্যে আপনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। ব্যস, তৈরী হয়ে গেলো আপনার ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা!
এবারে, আমার ফিসটি দিয়ে দিন!
১ম পর্বঃ চাকরীতে সাফল্য লাভে Gap Analysis টেকনিক ব্যবহার করুন
২য় পর্বঃ নিজের শক্তি, দূর্বলতা, সুযোগ এবং হুমকি যেভাবে খুঁজে বের করতে হবে
ছবি সূত্রঃ
১) এই পোস্টদাতা
২) সামুর একজন ব্লগার
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
সবই হয়েছে, ভাই! আপনি নতুন ব্লগার, তাই জানেন না হয়তো।
আমি ব্লগ থেকে উৎসাহ ভাতা পেয়েছি অনেক দিন। ব্লগের অনেকেই পেয়েছেন এক সময়।
ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
@অনল চৌধুরীঃ
এই দেখুব প্রমাণ-
২| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৫
অনল চৌধুরী বলেছেন: একসময় কেনো? এখন কি পায়না?
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনি কি পেতে চান?
ধন্যবাদ।
৩| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৭
অনল চৌধুরী বলেছেন: ঊডেমী থেকে ব্লগিং-এর উপর সার্টিফিকেট কোর্স করতে হতে পারেকেনো? আমরা কি ব্লগ লিখতে পারিনা?
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনি হয়তো আপনার লেখার উদ্দেশ্যটা ধরতে পারেননি।
আপনি যদি ব্লগিং-এ উন্নতি করতে না চান, তাহলে, আর যেসবে উন্নতি করা প্রয়োজন সেসব করলেই তো হলো!
ছকটা সেজন্যেই।
ধন্যবাদ।
৪| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: আপনি কি একজন সৎ ব্যবসায়ী?
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আমি একজন বিজনেস কোচ।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৩
অনল চৌধুরী বলেছেন: ব্লগিং করে কি এপর্যন্ত কোনো আয় করেছেন?
আমি ২০১৪ সালে চালু করা ইউটউব চ্যানেল বা বা ব্লগ-কেনো জায়গা থেকেই আজ পর্যন্ত আয় করতে পারিনি।
ছাগল চাষ থেকে হাজীর বিরিয়ানি-এতো ব্যবসা করে তো এতোদিনে আপনার শতকোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা !!!