নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

লুকানো জব মার্কেট: করোনা কালে চাকরী খোঁজার একটি ক্ষেত্র

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৭



আপনি যদি ইন্টারনেট ঘাটেন, তাহলে দেখতে পারবেন, সেখানে লুকানো কাজের বাজার সম্পর্কে হাজার হাজার আর্টিকেল আছে। এই আর্টিকেলগুলো থেকে বুঝা যায়- এই কাজের বাজারে থেকেই ৭০-৮০% চাকুরী প্রার্থী কাজ পেয়ে থাকেন! আপনি জানলে অবাক হবেন প্রচুর মানুষকে অপ্রচলিত পদ্ধতিতে চাকরীতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এইভাবে যারা চাকরীপ্রার্থী খুঁজেন, তাঁরা নিজেদের নেটওয়ার্ক থেকে অথবা রেফারেলের মাধ্যমে বা ফাইলে থাকা পুরোনো সিভি থেকে কিংবা বিজ্ঞাপন না দিয়ে নিজে নিজেই প্রার্থী খুঁজে নিজের প্রতিষ্ঠানে চাকরীতে নিয়োগ দিয়ে থাকেন।

এভাবে চাকরী দেওয়ার পিছনে কারণও আছে। চাকরীদাতা হয়তো ছোট কোন প্রতিষ্ঠানের মালিক যাদের চাকরীর বিজ্ঞাপন দেওয়ার বাজেট নেই, অথবা তাঁরা শুধু নিজেদের কাছের মানুষের সাথেই কাজ করতে পছন্দ করেন। উদাহরণ হিসেবে বলতে পারি- আমি যে ব্রিটিশ-আমেরিকান প্রতিষ্ঠানের সাথে আছি, সেখানে আমার রেফারেলে কয়েকজনের চাকরী হয়েছে যে পদের জন্যে কোন বিজ্ঞাপনই দেওয়া হয়নি। এভাবে চাকরী পাওয়া একজনের মাসিক বেতন ২ লক্ষ টাকা। আমার হায়ার ম্যানেজমেন্ট বিশ্বাস করেছিলো আমি যাদের নিয়ে আসবো তাঁরা আমার মতোই হবে। এরকম অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যারা এভাবে নিয়োগ দিয়ে থাকে।

যাদের চাকরী প্রয়োজন, তাঁরা কি করে থাকেন? প্রথমেই অনলাইনে বা খবরের কাগজে যারা চাকরীর বিজ্ঞাপন দেন তাদের প্রতিষ্ঠানে জবের জন্যে সাধ্য মতো চেষ্টা করেন। অনেক সময় দেখা যায়, চাকরীপ্রার্থীরা তাদের ১০০% সময় এভাবে চাকরীর খোঁজে লাগিয়ে থাকেন। অথচ, চাকরীপ্রার্থীরা জানেন না এই ১০০% সময় তারা দিচ্ছেন মাত্র ৩০% জব মার্কেটের জন্যে!

আমি সম্প্রতি একটি ট্রেইনিং নিয়েছি যেখানে আমার ট্রেইনার আমাকে বলেছেন যে, যারা চাকরী খুজচ্ছেন, তাদেরকে এই ধরণের ফাঁদে পড়া যাবে না। বরং, চাকরীপ্রার্থীকে এমন ভাবে নিজেকে প্রকাশ করতে হবে যাতে চাকরীদাতারা তাদেরকে খুঁজে বের করবে, নিজেদের প্রতিষ্ঠানে কাজের জন্যে অফার করবে।

এখনকার চাকরীর বাজারে- 'যারা আপনাকে চিনবে, তাঁরাই আপনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে'- এমনই হওয়া উচিৎ আপনার চেষ্টা। পরবর্তী পর্বগুলোতে, আমি আপনাদের জানাবো কিভাবে এই লুকানো জব মার্কেটের জন্যে নিজেকে তৈরী করা যায়।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ আগ্রহজাগানিয়া বিষয় :)

সিরিয়ালের মতো পর্বে আটকে দিলেন ;)
হা হা হা

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আসলে, বড় পোস্ট কেন যেন সবাই পড়তে চান না!

এই করোনা কালে সবার কাছে অন্তত এই লেখাটি পৌঁছাক, সেরকমই ইচ্ছা।

তাই, পর্বে আটকে দিয়েছি, ভায়া! :)

শুভ সকাল।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৭

আহসানের ব্লগ বলেছেন: সিরিয়ালের মতো পর্বে আটকে দিলেন ;)
হা হা হা (২)

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


এটা দরকার আছে। :)

কারণটা ১নং কমেন্টে ব্যাখ্যা করেছি।

শুভ সকাল।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


জী, শীঘ্রই আসবে। ধন্যবাদ।

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩২

নেওয়াজ আলি বলেছেন: LinkedIn - নাকি চাকরী পাওয়ার একটা ক্ষেত্র । আপনি কী কিছু জানেন

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

জী, LinkedIn-এ অনেক ভালো ভালো জব পাওয়া যায়।

ধন্যবাদ।

৫| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টি কি আমার জন্য দিয়েছেন?

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



আপনি চাকরী খুঁজে থাকলে, পোষ্টটা আপনার জন্যেও।

ধন্যবাদ।

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৫

সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


ধন্যবাদ। আশা করি পরের পর্বগুলোও ভালো লাগবে।

৭| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



ইমেইল দেন, রেজুমে পাঠাবো

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


এই মূহূর্তে আমাদের প্রতিষ্ঠানে কোন ভেকেন্সি নেই। হলে, জানাবো। এই ফাঁকে, আপনার কি কি ধরণের স্কিলস আছে জানালে আমি খুঁজে দেখবো।

ধন্যবাদ।

৮| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। এবং ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


পরামর্শের জন্যে ধন্যবাদ। এখনকার বেশিরভাগ চাকরী ঘরে বসেই।

তাই ভয় পাবেন না। চেষ্টা চালিয়ে যান।

ধন্যবাদ।

৯| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তো চাকুরী খুঁজি না ,
কিন্ত পরিচিতজনরা এসে বলে
আপনি চাকুরী করলে অনেক ভালো বেতন পেতেন,
আপনার সেলারীটা অনেক হাই হতো।

......................................................................................
বলুনতো, চাকুরী করবনা তারপরও অফার আসে কেন ???

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আপনি কি ব্যবসা করেন?

ধন্যবাদ।

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক সময় ব্যবসা করতাম একক ভাবে,
এরপর যেখানেই ছিলাম পরিচালক হিসাবে
সম্মান পেয়েছি ।
এখনও যৌথ ব্যবসায় আছি পরিচালক হিসাবে ।

...............................................................................................
তবে আমার বেশ কিছু ছেলেরা আছে যাদের ভালো চাকুরী প্রয়োজন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.