নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

***আন্দোলনের ভবিষ্যত নিয়ে আমি আশঙ্কা বোধ করছি -শাহবাগ স্কয়ার থেকে***

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১



আমি ভীত হয়ে পরছি । যেভাবে আন্দোলনের সূত্রপাত হয়েছে । যেভাবে এ আন্দোলন ডালপালা বিস্তার করে ছড়িয়ে পরেছে বাংলাদেশের আনাচে কানাচে । তাতে আমার আনন্দিত হবার কথা । কিন্তু তবুও আমি ক্রমশ ভীত হয়ে উঠছি । কেননা আমি আশঙ্কা বোধ করছি এ আন্দোলনের লক্ষ্য পূরণ হবার পূর্বেই না এ আন্দোলন আমাদের কাছে থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় । এ আন্দোলন কোন ব্যক্তি বা নেতার নয় । এ আন্দোলন আমাদের মতো শত শত লক্ষ ব্লগারের ,আমজনতার আমাদের সকলের লক্ষ্য একটাই সকল রাজাকারদের ফাঁসি । কিন্তু খুব কাছ থেকে নিবীর ভাবে লক্ষ্য করলাম আন্দোলনের সুর যেন একটু একটু করে বদলে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে একটি গোস্ঠি যেন তা ছিনিয়ে নিয়ে যাচ্ছে । যারা আন্দোলনের সঙ্গে শুরু থেকে এখন পর্যন্ত জড়িয়ে আছেন তারা ব্যাপারটা আশা করি অনুভব করতে পারছেন । বারবার রাজনৈতিক বক্তব্য না দেবার জন্য বলা হলেও সে ধরনের বক্তব্যের কোন কমতি হয়নি । বিএনপি একটি অপরাধী চক্র । তারা রাজাকারের সহচর । পাকিস্তানের দালাল । কসাই কাদেরের ফাঁসির রায় ঘোষুনার পর বিএনপি থেকে ঘাপটি মেরে চুপ করে আছে । টু’শব্দটি করেনি । কিন্তু হুট করে বিশ্ব বাটপার মোওদুদ আহমদ বলে বসলো - আমাদের এ আন্দোলন নাকি - বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবে । আমি আমার লেখায় বলতে চাই, হ্যা আমরাও চাই আমাদের আন্দোলন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করুক সকল রাজাকারের ফাঁসি হোক । ফাঁসি ছাড়া আমাদের অন্য কোন দাবি নেই । আমাদের আন্দোলন আমাদেরই থাক । আমরা চাই না এ আন্দোলনকে পুঁজি করে কেউ ফায়দা লুটুক । এটি কোন রাজনৈতিক দলের আন্দোলন নয় । এটি আমাদের সাধারণ ব্লগারসহ লক্ষ্য লক্ষ্য সাধারণ মানুষের আন্দোলন । এখানে কোন দলীয় বক্তব্য গ্রহনযোগ্য নয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.