নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
যা বলছিলাম, সাংবাদিকরা যদি ফেরেস্তা হতেন - তাহলে আজ সাগর রুনির হত্যাকারীরা জেলে থাকতো । এটিএন বাংলা বন্ধ হয়ে যেত । কিন্তু সাংবাদিকরা ফেরেস্তা নয় বলেই - চাদাবাজি থেকে শুরু করে ভয় ভীতি দেখিয়ে সুযোগ সুবিধা নেওয়ার অনেক ঘটনাই আমরা দেখেছি বা সংবাদ পত্রেই পড়েছি ।
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ । দর্পণ অর্থ হচ্ছে আয়না । আজ সেই আয়নার পারদ খসে খসে পরছে । নিজ নিজ মালিকের স্বার্থ সিদ্ধির জন্য প্রকাশনার সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি দৈনিক এবং মিডিয়া রিপোটের নামে বিভিন্ন জনের বিরুদ্ধে নামে কুৎসা করে বেড়াচ্ছে । তবে সব সংবাদপত্র এবং মিডিয়া এর সঙ্গে জড়িত নয় ।
শামিম ওসমান সাংবাদিকদের উদ্দেশ্যে যা বলেছেন - তা একদিকে যেমন সমর্থণ যোগ্য নয় আবার অন্য দিকে তা ফেলে ও দেওয়া যায় না । যারা সাংবাদিক তারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কতোখানি স্বাধীন ? আমি বলবো একটুও না । কেননা আপনাদের সম্পাদকেরা মালিকের ইশারায় আপনাদের বানিয়ে ফেলেছে পুতুল । তারা যেমনি নাচায় আপনারাও তেমনি নাচেন । তা না হলে চাকরি নাই । ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে ।
আমি শামিম ওসমানকে ভাল বলছিনা - তিনি নানান দোষে দোষি তাতে কোন সন্দেহ নাই , কিন্তু তার জন্য আইন আদালত আছে । বিচার ব্যবস্থা আছে । নারায়নগঞ্জ যা হচ্ছে তাকে আমি মিডিয়া সন্ত্রাস বলবো । একদিকে শামিম ওসমান এবং অন্যদিকে প্রথম আলো এবং আইভি । এরা একের পর এক খোচা দিয়ে শামিম ওসমানকে তাতিয়ে তুলতে চেস্টা করছে এবং তারা সফল ও হয়েছে । ম্যারাডোনাও সাংবাদিকদের অনেক পিটিয়েছেন এবং বদনাম কুড়িয়েছেন জেলও খেটেছেন । কেননা সাংবাদিকরা ম্যারাডোনার ব্যক্তি জীবনকে অহস্য করে তুলেছিল । শামিম ওসমানের সঙ্গে ম্যারাডোনার তুলনা করা ঠিক হল না কিন্তু আমি পরিস্থিতির কথা বলছি ।
শামিম ওসমান অন্যায় করলে তার বিরুদ্ধে মামলা করুন । তার ভাইয়ের ছেলের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিন । সেটা না করে মিডিয় সন্ত্রাসের মাধ্যমে নারায়নগঞ্জের সার্বিক পরিস্থিতিকে বারবার অস্থির করে তোলা হচ্ছে । এবং তা করা হচ্ছে পরিকল্পিত ভাবে । জনসভা, গোলটেবিল ইত্যাদির নামে । যার ফলে মারা যাচ্ছে নিরিহ মানুষ । সুযোগ নিচ্ছে আজমিরেরা । বিচার হচ্ছে তৈকির হত্যাকারীদের ।
জনসমথর্ন ছাড়া কোন প্রতিনিধিই ক্ষমতায় টিকে থাকতে পারে না পারবেও না । শেখ হাসিনা থেকে শুরু করে শামিম ওসমানের পক্ষেও তা সম্ভব নয় । প্রয়োজনে নারায়নগঞ্জে হরতাল ডাকুন , শামিম ওসমানকে নারায়নগঞ্জ থেকে বহিস্কার করুণ । কিন্তু তা পারবেন না - কেননা যারা নারায়নগঞ্জে খেলছে তারা খেলছে ব্যক্তি স্বাথের জন্য তাই তারা বড় দূর্বল ।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আইন আদালত যে অন্ধ তা আমিও জানি - তবুও আইন আদালতই হতে পারে যে কোন সন্ত্রাসের বিরুদ্ধে বড় অস্ত্র ।
২| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৫১
পাউডার বলেছেন:
খুবই ভালো লাগলো আপনার লেখা পড়ে। মনে হলো, আওয়ামিলীগের সবচেয়ে বড় দালালের ব্লগ পড়লাম।
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:১৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এখানেই সাংবাদিক এবং রাজনীতিকরা সফল দু'টো শ্রেনীতে পুরো জাতিকে ভাগ করে দিয়েছে । একটা কিছু লিখলেই হতে হয় আওয়ামীলীগের দালাল নয়তো বিএনপির । ভাই আপনি আপনার পরিবারের অন্য সদস্যরা কোন দলের সবচেয়ে বড় দালাল ? পরিবারে আপনি ছাড়া আরো দালাল আছে তো ?
৩| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪
ঘানার রাজপুত্র বলেছেন: যেখানে প্রধানমন্ত্রী প্রকাশ্যে ঘোষনদেয় তার পরিবারকে দেখাশোনা করার ।সেখানে আইন আদালত কতুটুকু কার্যকর হবে?শামিম ওসমান বরং হলুদ সাংবািদকতার বিরুদ্ধে মামলা করুক। প্রধানমন্ত্রীর সাপোর্ট থাকা সত্বেও করবে না কারন তাতে যে কেচো খুড়তে সাপ বের হয়ে আসবে।
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:২০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কি বের হবে কি হবেনা সেটা বড় বিষয় নয় কথা নারায়নগঞ্জের পরিস্থিতি গোলাটে করে একটি শ্রেনী নারায়নগঞ্জবাসীকে অস্থির করে তুলেছে । আপনি চিন্তা করে দেখুন নারায়নগঞ্জের কয়টা সাধারণ মানুষ খুনের ঘটনা আপনি পড়েছেন , কয়টা হিন্দু পরিবার নির্যাতিত হয়েছে ? উত্তর হচ্ছে একটাও না । নারায়নগঞ্জের হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে দেখুন তারা বলবে - তাদের জন্য শামিম ওসমানই ঠিক আছে ।
৪| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪
ঘানার রাজপুত্র বলেছেন: যেখানে প্রধানমন্ত্রী প্রকাশ্যে ঘোষনদেয় তার পরিবারকে দেখাশোনা করার ।সেখানে আইন আদালত কতুটুকু কার্যকর হবে?শামিম ওসমান বরং হলুদ সাংবািদকতার বিরুদ্ধে মামলা করুক। প্রধানমন্ত্রীর সাপোর্ট থাকা সত্বেও করবে না কারন তাতে যে কেচো খুড়তে সাপ বের হয়ে আসবে।
৫| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪
রাহুল বলেছেন: আমারা ভুলে যাই যে সাংবাদিকরাও মানুষ।এরা ভুল করতেই পারে।এরা হলুদ হতেই পারে।
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:২৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শামিম ওসমান খারাপ তাতে কোন সন্দেহ নাই কিন্তু খোজ নিলে দেখা যাবে শামিম ওসমান কাছ থেকেও সাংবাদিকরা সুযোগ সুবিধা নেয় বা নিয়েছে । শামিম ওসমানকে যদি মিডিয়া খুনি সন্ত্রাসী বলতে পারে তাহলে শামিম ওসমানকে সাংবাদিকদের কিছু বলতে পারবে না ? তবে সব সাংবাদিক খারাপ না এবং নেজ ন্যাড়ায় না । তবে এদের সংখ্যা খুবই কম ।
৬| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩
দাকুড়াল বলেছেন: Apa Osman poribar dekhashona korben.mamla korbe k?
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:২৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপা আইনের উর্ধ্বে নয় - দিন সবার এক যায় না । প্রথম আলো এবং মিডিয়া সবাই মিলে সেভেন মাডারের জন্য শামিম ওসমানকে দায়ী করল অথচ নিহতের পরিবার মিটিয়ায় উপস্থিত হয়ে বলল - খুনি দায়ী নুর হোসেন ও র্যাব । রিমান্ডে র্যাব ও তাই স্বীকার করল ।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩০
ঢাকাবাসী বলেছেন: এদেশে আপনার তত্ব কাজে লাগানো মুশকিল। আইন আদালত কাদের জন্য সবাই জানে।