নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

** প্রজাপতির ডানা ও পুরুষ **

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯

প্রজাপতির ডানায় ভর করে যতো দূর যাবে ,

একই যন্ত্রণা পাবে, একই সূর বেজে যাবে তোমায় ঘিরে ।

পুরুষ সে তো অদ্ভুত জীব -

এক শিশ্ন ছাড়া তার আর কোন কিছু থাকতে নেই ,

নারীর যৌনিতে তার বড্ড বেশি লোভ ;

নেই তার কোন হৃদপিণ্ডের প্রয়োজন ।

সে কি করে নারীর হৃদয়ের অতলে দেবে ডুব;

পর্বতের গাত্র বেয়ে গড়িয়ে পরা নূরি পাথরের

কম্পণে পুরুষের হৃদয়ে হয়না রক্ত ক্ষরন ।

শুধু রাজদণ্ড হাতে সে ছুটে বেড়ায়

অলি, গলি, রাজপথ থেকে বেশ্যা পাড়া ।

পূরুষ সে অদ্ভূত জীব

সে নয় পিতা , নয় স্বামী নয় প্রেমিক ।

সে শুধু রাজদন্ড ঘোরায় নারী যৌনির খোজে ।

সে লেখে না চিঠি আর আকাশের ঠিকানায় ;

জাগেনা সকালের আলো হয়ে কারো ভাবনায় ।

আজকাল আকাশ দেখেছো কেমন ধোয়াশা ধোয়াশা

অনেকটা তোমার মতো যায় না চেনা তারে আর ;

একটু খানি ছুয়ে দিয়ে ভেসে যায় বহু দূরে ।

প্রজাপতির ডানায় ভর করে যতো দূর যাবে

এক যন্ত্রনা পাবে । একই সূর ভাসিয়ে নেবে তোমায় ।

পুরুষ সে তো অদ্ভুত জীব -

প্রজাপতির ডানায় ভর করে যতো দূর যাবে ,

একই যন্ত্রণা পাবে, একই সূর বেজে যাবে তোমায় ঘিরে ।

পুরুষ সে তো অদ্ভুত জীব -



---- নাসরিন তসলিমার উদ্দ্যেশে লেখা--------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.