নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

শান্তির ধর্ম দখল করে নিয়েছে অশান্তি নামের শয়তান

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

মেজাজ মর্জি প্রচণ্ড খারাপ । অসহ্য লাগছে সব ............যখন দেখি আবাল গুলি বাল নিয়া ফালাফালি করে তখন মেজাজ আরও খারাপ হয়ে যায় । ধর্মের জন্য মানুষ নাকি মানুষের জন্য ধর্ম ?

উত্তর মানুষের জন্য ধর্ম । যদি মানুষের জন্য ধর্ম হয়ে থাকে তা হলে মানুষে মানুষে এতো বিভেদ থাকবে কেন ? কেন পৃথিবীতে এতোগুলো ধর্মের আবির্ভাব হলো ? একটা ধর্ম থাকলে তো লেটা চুকে যেতো ।



ইসলাম হচ্ছে শান্তির ধর্ম । কিন্তু ইসলামের মধ্যে এতগুলো মাজহাব সৃষ্টি হলো কেন ? মুহাম্মদ ( স: ) তো শুধুমাত্র হাদিস আর কুরআন রেখে গিয়েছিলেন এবং স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, এ দুটি যতোদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না । তা হলে কোন ইলেমের জোড়ে এতোগুলো মাজহাব তৈরি করে মুসলমানদের বিভক্ত করে দেওয়া হল ?

এক দল নামাজের সময় বুকে হাত বাধে তো অন্য দল বাধে নাভির উপর । আরে বাবা হাদিস দেখে ঠিক করে নে না নবী কিভাবে নামাজ পড়তো । না, তা ঠিক করে নেবে না । ঠিক করে নিলে তো এদের ধান্ধা বন্ধ হয়ে যাবে । এক দল মিলাদ পড়ে তো অন্য দল পড়ে না । সব ধান্ধাবাজের দল । যতো দলাদলী ততো বেশি লাভ । ততো ফায়দা ।



মুসলমানদের সবচেয়ে বড় শক্র হচ্ছে আরেক মুসলমান । বর্তমান আলেমরা সব ধান্ধা বাজ । শালার পুতেরা ধর্মের নামে অধর্ম করছে । নামাজ পড়ায় টাকা নেয় । কোরআন পড়ায় টাকা নেয় । এদের কাছে ধর্ম হচ্ছে বেচে থাকার একটা মাধ্যম । অথচ আল্লাহ বলেছেন , আমার কোরআনকে তোমরা নামমাত্র মূলে বিক্রি করো না ।



বর্তমান আলেমরা শুধু জোড় দেয় আর বলে কোরআন পড়, কোরআন পড় । আরে আবালের বংশ কোরআন বুঝে না পড়লে লাভ কি ? আগে আরবি ভাষাটা সবাইকে শিক্ষা দে, তারপর কোরআন পড়তে বল । না, তেনারা আরবি শেখান না । কেননা সবাই আরবি শিখে ফেললে তেনাদের ভাত মারা যাবে । বুকে হাত দিয়ে বলুন তো কয়টা আরবী শব্দের অর্থ আমরা জানি । আরবি বলতে এই শালারা বুঝে, না বুঝে কোরআন পড়া শেখানো । সব কয়টা হারামির বংশধর ।



দেওয়ান বাগী নামের এক ভণ্ড হারামজাদায় দাবি করে তার বউ নাকি নবী কন্যা মা ফাতিমা । এই হারামজাদার কতো বড় সাহস হলে এমন কথা বলতে পারে । আবার দাবী করে সে নাকি মুহাম্মদ । এসব দেখার কেউ নাই । কেননা গোটা সিস্টেম এখন ভণ্ডামির দেওয়ালে চাপা পরে যাচ্ছে । এসব দেখে মাথা ঠিক থাকে না । মেজাজ চূড়ান্ত খারাপ হয়ে যায় ।



একজন প্রকৃত মুসলমান কখনও অন্য একজনকে হত্যা করতে পারে না । অথচ এই ভণ্ডগুলো টাকার জন্য ধর্মের নামে যাকে তাকে হত্যা করতে একটুও কুণ্ঠা বোধ করে না । যেখানে মুহাম্মদ ( স: ) তার সারা জীবনে একটি মানুষের গায়ে হাত তুলেননি আর সেখানে ইসলামের নামে জিহাদ এর নামে এরা মাদকদ্রব্য বিক্রি,গুম,হত্যা ধর্ষণ পযর্ন্ত করছে । যার ফলশ্রুতিতে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম আজ সন্ত্রাসীদের ধর্ম বলে পরিচিতি লাভ করেছে । শান্তির ধর্ম দখল করে নিয়েছে অশান্তি নামের শয়তান ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

এরিক ফ্লেমিং বলেছেন: মাথা গরম করে কি লাভ? বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মাথা ঠান্ডা রাখেন, সত্যের অনুসন্ধান করতে থাকেন, আমাদের মাঝ থেকে সত্য এখনো চলে যায়নি, খুজলে পাওয়া যাবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ ভাল থাকুন ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১

হরিণা-১৯৭১ বলেছেন: সব ধর্মই শান্তির নামে অশান্তি

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত , তবে ইসলাম ধর্মে ঘরে এবং বাহিরে দু'জায়গাতেই বেশি শক্রু .।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

নীলপরি বলেছেন: সব ধর্মেই এরকম হয় । তবে আপনার মতো মানুষ ও সব জায়গায় আছেন , যারা ভুল গুলো শোধরানর কথা বলেন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: গোটা সিস্টেম যখন করোপটেড হয়ে যায় তখন আমার আপনার মতো মানুষদের হতাশ হওয়া ছাড়া অন্য কোন উপায় থাকে না ভাই ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মতিউর রহমান মিঠু বলেছেন: সাখাওয়াত হোসেন বাবন ভাই, ''মুহাম্মদ ( স:) তো শুধুমাত্র হাদিস আর কুরআন রেখে গিয়েছিলে''

( স:) এর জায়গায় একটা ''ইমো'' দেয়া আছে, সম্ভবত টাইপের ভুল। ঠিক করে নিন।

ধন্যবাদ

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দু:খিত ভাই ঠিক করে দিয়েছি ..

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

মতিউর রহমান মিঠু বলেছেন: কিছু মনে করবেননা ভাই, ওটা দেখে কে আবার আপনাকে নাস্তিক বানিয়ে দেয় এর জন্য বলা।

ভাল পোষ্ট, অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

মুদ্‌দাকির বলেছেন: আমার এই লেখাটা পড়ে দেখতে পারেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অবশ্যই পড়বো ........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.