নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
মেজাজ মর্জি প্রচণ্ড খারাপ । অসহ্য লাগছে সব ............যখন দেখি আবাল গুলি বাল নিয়া ফালাফালি করে তখন মেজাজ আরও খারাপ হয়ে যায় । ধর্মের জন্য মানুষ নাকি মানুষের জন্য ধর্ম ?
উত্তর মানুষের জন্য ধর্ম । যদি মানুষের জন্য ধর্ম হয়ে থাকে তা হলে মানুষে মানুষে এতো বিভেদ থাকবে কেন ? কেন পৃথিবীতে এতোগুলো ধর্মের আবির্ভাব হলো ? একটা ধর্ম থাকলে তো লেটা চুকে যেতো ।
ইসলাম হচ্ছে শান্তির ধর্ম । কিন্তু ইসলামের মধ্যে এতগুলো মাজহাব সৃষ্টি হলো কেন ? মুহাম্মদ ( স: ) তো শুধুমাত্র হাদিস আর কুরআন রেখে গিয়েছিলেন এবং স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, এ দুটি যতোদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না । তা হলে কোন ইলেমের জোড়ে এতোগুলো মাজহাব তৈরি করে মুসলমানদের বিভক্ত করে দেওয়া হল ?
এক দল নামাজের সময় বুকে হাত বাধে তো অন্য দল বাধে নাভির উপর । আরে বাবা হাদিস দেখে ঠিক করে নে না নবী কিভাবে নামাজ পড়তো । না, তা ঠিক করে নেবে না । ঠিক করে নিলে তো এদের ধান্ধা বন্ধ হয়ে যাবে । এক দল মিলাদ পড়ে তো অন্য দল পড়ে না । সব ধান্ধাবাজের দল । যতো দলাদলী ততো বেশি লাভ । ততো ফায়দা ।
মুসলমানদের সবচেয়ে বড় শক্র হচ্ছে আরেক মুসলমান । বর্তমান আলেমরা সব ধান্ধা বাজ । শালার পুতেরা ধর্মের নামে অধর্ম করছে । নামাজ পড়ায় টাকা নেয় । কোরআন পড়ায় টাকা নেয় । এদের কাছে ধর্ম হচ্ছে বেচে থাকার একটা মাধ্যম । অথচ আল্লাহ বলেছেন , আমার কোরআনকে তোমরা নামমাত্র মূলে বিক্রি করো না ।
বর্তমান আলেমরা শুধু জোড় দেয় আর বলে কোরআন পড়, কোরআন পড় । আরে আবালের বংশ কোরআন বুঝে না পড়লে লাভ কি ? আগে আরবি ভাষাটা সবাইকে শিক্ষা দে, তারপর কোরআন পড়তে বল । না, তেনারা আরবি শেখান না । কেননা সবাই আরবি শিখে ফেললে তেনাদের ভাত মারা যাবে । বুকে হাত দিয়ে বলুন তো কয়টা আরবী শব্দের অর্থ আমরা জানি । আরবি বলতে এই শালারা বুঝে, না বুঝে কোরআন পড়া শেখানো । সব কয়টা হারামির বংশধর ।
দেওয়ান বাগী নামের এক ভণ্ড হারামজাদায় দাবি করে তার বউ নাকি নবী কন্যা মা ফাতিমা । এই হারামজাদার কতো বড় সাহস হলে এমন কথা বলতে পারে । আবার দাবী করে সে নাকি মুহাম্মদ । এসব দেখার কেউ নাই । কেননা গোটা সিস্টেম এখন ভণ্ডামির দেওয়ালে চাপা পরে যাচ্ছে । এসব দেখে মাথা ঠিক থাকে না । মেজাজ চূড়ান্ত খারাপ হয়ে যায় ।
একজন প্রকৃত মুসলমান কখনও অন্য একজনকে হত্যা করতে পারে না । অথচ এই ভণ্ডগুলো টাকার জন্য ধর্মের নামে যাকে তাকে হত্যা করতে একটুও কুণ্ঠা বোধ করে না । যেখানে মুহাম্মদ ( স: ) তার সারা জীবনে একটি মানুষের গায়ে হাত তুলেননি আর সেখানে ইসলামের নামে জিহাদ এর নামে এরা মাদকদ্রব্য বিক্রি,গুম,হত্যা ধর্ষণ পযর্ন্ত করছে । যার ফলশ্রুতিতে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম আজ সন্ত্রাসীদের ধর্ম বলে পরিচিতি লাভ করেছে । শান্তির ধর্ম দখল করে নিয়েছে অশান্তি নামের শয়তান ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ ভাল থাকুন ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১
হরিণা-১৯৭১ বলেছেন: সব ধর্মই শান্তির নামে অশান্তি
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত , তবে ইসলাম ধর্মে ঘরে এবং বাহিরে দু'জায়গাতেই বেশি শক্রু .।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১
নীলপরি বলেছেন: সব ধর্মেই এরকম হয় । তবে আপনার মতো মানুষ ও সব জায়গায় আছেন , যারা ভুল গুলো শোধরানর কথা বলেন ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: গোটা সিস্টেম যখন করোপটেড হয়ে যায় তখন আমার আপনার মতো মানুষদের হতাশ হওয়া ছাড়া অন্য কোন উপায় থাকে না ভাই ।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
মতিউর রহমান মিঠু বলেছেন: সাখাওয়াত হোসেন বাবন ভাই, ''মুহাম্মদ ( স তো শুধুমাত্র হাদিস আর কুরআন রেখে গিয়েছিলে''
( স এর জায়গায় একটা ''ইমো'' দেয়া আছে, সম্ভবত টাইপের ভুল। ঠিক করে নিন।
ধন্যবাদ
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দু:খিত ভাই ঠিক করে দিয়েছি ..
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
মতিউর রহমান মিঠু বলেছেন: কিছু মনে করবেননা ভাই, ওটা দেখে কে আবার আপনাকে নাস্তিক বানিয়ে দেয় এর জন্য বলা।
ভাল পোষ্ট, অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
মুদ্দাকির বলেছেন: আমার এই লেখাটা পড়ে দেখতে পারেন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অবশ্যই পড়বো ........।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
এরিক ফ্লেমিং বলেছেন: মাথা গরম করে কি লাভ? বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মাথা ঠান্ডা রাখেন, সত্যের অনুসন্ধান করতে থাকেন, আমাদের মাঝ থেকে সত্য এখনো চলে যায়নি, খুজলে পাওয়া যাবে।