নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

দেশের স্বার্থে “প্রথম আলো” এবং এর সকল প্রকাশনা বন্ধ করে দেওয়া হোক ...............১৯৭১ ভেতরে বাইরে বিষয় গুরুতর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮



যেহেতু অনেক দিন যাবত লেখা লেখি করি তাই যে কোন ভাববার মতো বিষয় পেলেই কিছু একটা লিখে ফেলতে ইচ্ছে করে । কে যেন বলেছিল আমরা বাঙালিরা হচ্ছি হুজুগের জাতি । কোন একটা বিষয় পেলেই কয়েকদিন সেটা নিয়ে তুমুল হইচই টক শো , বক শো । তারপর আবার ঠাণ্ডা । আবার নতুন কোন বিষয় না আসা পর্যন্ত শুনশান নীরবতা ।



এতোগুলো টি ভি চ্যানেল জাতিরে পাগল বানিয়ে দিচ্ছে ।

শরীর মন ভাল নেই । সদ্য একটি অপারেশন হয়ে গেছে শরীরে । বসতেও পারিনা ঠিক মতো । তবুও লেখার নেশা পেয়ে বসেছে । অনেকগুলো লেখা অসমাপ্ত পরে আছে শেষ করতে পারছি না । তবুও এখন লিখতে বসেছি । যেহেতু চাটুকারিতা দালালী করা জি হুজুর জি হুজর করা আমার পক্ষে সম্ভব নয় । তাই কোন না কোন ব্লগেই লেখাটি প্রকাশ করতে হবে । সম্প্রতি এম কে আনোয়ার নামের এক ভদ্রলোক ১৯৭১ ভেতরে বাইরে নামের একটি বই লিখে দেশে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন । তিনি আবার একজন বীর প্রতিক । ১৯৭১ সালে মুক্তি যুদ্ধে উপ প্রধান সেনাপতি ছিলেন ।



তিনি তার বইটিতে বঙ্গবন্ধু সম্পর্কে যেসব কথা লিখেছেন তা এদেশের মানুষের অজানা ছিল ! ফলে তা অনেক বিতর্কের জন্ম দিয়েছে । বঙ্গবন্ধু এবং জিয়ার নামকে পুঁজি করে এদেশে একটি সুবিধাবাদী শ্রেণী অনেক আগ থেকেই গড়ে উঠেছে । এ দুই দলের মাঝামাঝি অবস্থান করছে আরও ভয়ঙ্কর একটি গ্রুপ । যারা এ দুটো দলকে নিয়েই খেলছে । আমার আজকের লেখার উদ্দেশ্য এই দলটিকে চিহিৃত করা । এবং তাদের মুখোশ উম্মেচন করা ।



এম কে আনোয়ারের ১৯৭১ ভেতরে বাইরে বইটি নিয়ে সংসদে তুমুল আলোচনা হয়েছে । দাবী উঠেছে বইটি নিষিদ্ধ করার । কিন্তু একটু খেয়াল করলে দেখবেন বইটি এমন একটি সময় প্রকাশ করা হয়েছে – যে সময় দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে । এ বইটি প্রকাশ করা যে একটি সুগভীর যর-যন্ত্রের অংশ তা বলার অপেক্ষা রাখে না । বইটিতে ৭ই মার্চের ভাষণ সম্পর্কে বলা হয়েছে – বঙ্গবন্ধু নাকি ৭ই মার্চের ভাষণের শেষ জয় পাকিস্তান বলে তার বক্তব্য শেষ করেছেন । এবং বঙ্গবন্ধু নাকি স্বাধীনতার চাননি । এখন কথা হলও বাংলাদেশ বেতার প্রথম ৭ই মার্চের ভাষণ রেডিওতে প্রচার করে কোন রকম এডিটিং ছাড়া । তাও আবার পাকিস্তান আমলে । যে সময় কেন এদেশের ৭ কোটি বাঙালির কেউ জয় পাকিস্তান শব্দটি শোনেনি ?



বিগত ৪৫ বছরে স্বাধীনতার ইতিহাস বহুভাবে বিকৃত করা হয়েছে । কখনও পাঠ্য বইয়ে জিয়াকে স্বাধীনতার ঘোষক আবার কখনও বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করা হয়েছে । মোট কথা হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় সে সরকারের চামচা বাহিনী এদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করে ফায়দা লুটেছে ।



যারা এসব কাজ করছে তারা এতোটাই অর্থের পাহাড় গড়ে তুলেছে যে, তারা এখন ধরাকে সরা জ্ঞান করছে । সংসদে এম কে আনোয়ারের বইটি বাজেয়াপ্ত করার দাবী উঠলেও যারা এ কাজটি সুপরিকল্পিত ভাবে করছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার কোন দাবী উঠেনি । ১৯৭১ ভেতরে বাইরে বইটি প্রকাশ করেছে- অন্য কেউ নয় সরকারের প্রকাশ্য শক্র “প্রথম আলোর” প্রথমা প্রকাশ । কি আশ্চর্যের বিষয় হচ্ছে দেখুন , সংসদে একটি বারের জন্যও বিষয়টি নিয়ে আলোচনা হয়ই বা কেউ বলেনি, লেখকের সাথে সাথে প্রকাশকেরও জবাবদিহিতার প্রয়োজনীয়তা রয়েছে ।



প্রথম আলো অনেক দিন যাবত আওয়ামীলীগের পেছনে লেগে রয়েছে । একের পর এক বিতর্কিত লেখা ছেপে দেশে এবং দেশের বাহিরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে প্রথম আলো । প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক বাজেটে দুর্নীতি থেকে শুরু করে নারায়ণগঞ্জের ৭ মাডার এমন কোন বিষয় নেই যাতে প্রথম আলো চেষ্ঠা করেনি সরকারের ও দেশের ভাবমূর্তি বিনিস্ঠ করতে । এবার তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসও বিকৃত করার সাহস দেখাল । তবুও সরকারের ভেতরের এমপিরা সংসদে প্রথম আলোর চক্রান্তটি ধরতে পারেনি । দাবী তুলেনি প্রথম আলোর সকল প্রকাশনা বন্ধের । এম কে আনোয়ারের ১৯৭১ ভেতরে বাইরে বইটিতে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়ে থাকে তবে তার দায় প্রথম আলোকে নিতে হবে ।



দেশ এবং জাতীর স্বার্থে প্রয়োজন প্রথম আলো বন্ধ করে দিতে হবে । প্রথম আলো প্রকাশনার স্বাধীনতাকে ব্যবহার করে দেশে মিডিয়া সন্ত্রাস করছে এবং তা করছে অতি পরিকল্পিত ভাবে । তাই এখনই যদি “প্রথম আলো” বন্ধ করে সিল গালা করে না দেওয়া হয় তা হলে এদের মিথ্যা ইতিহাস একসময় প্রথম আলো লিখবে । সরকারের উচিত এখনই প্রথম আলো বন্ধ করে দেওয়া । তা না হলে তারা ভবিষ্যতে আরো বড় কোন ষরযন্ত্রে লিপ্ত হয়ে জাতীকে ইতিহাস শূণ্য করে দেবে ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: প্রথম আলো বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.