নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

লতিফ সিদ্দিকী যা বলেছে তার দায় ওনার । সেটা নিয়ে রাজনীতি করার কোন প্রয়োজন নাই ২

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৫

কথায় আছে, অতি ভক্তি চোরের লক্ষণ । ঠিক মতো নামাজ পরি না , জাকাত দেই না । গরীবের হক আদায় করি না । এমন কি আত্মীয় স্বজনেরও না । সুযোগ পাইলে , এতিমের হক ও ছাড়ি না । কিন্তু তবুও কে কাকে কি বলল, সেইটা নিয়া ফালা ফালির কমতি নাই । ফ্যাসাদ তৈরি করা, তিলকে তাল বানানোই এদের কাজ প্রধান কাজ । ইসলাম এতো সস্তা জিনিষ না যে, কেউ ধরে নাড়াচাড়া দিলেই পরে যাবে বা ধ্বংস হয়ে যাবে ।

যাদের ঈমান ঠিক নেই তাদের উদ্দেশ্যে বলছি,আমাদের প্রিয় নবী, রসূল কিংবা ইসলামকে নিয়ে কেউ কোন কটূক্তি করলেই লাফিয়ে উঠবেন না । আগে নিজের ঈমান ঠিক করেন । নামাজ আদায় করেন , অন্যের হক আদায় করেন পরিপূর্ণ ভাবে যাকাত আদায় করেন । তারপর প্রমাণ দিয়ে হাজির হন আপনি সাচ্চা মুসলমান এবং প্রতিবাদ করুণ । তা না হলে অন্যের দোষ নিয়ে ফালাফালি করায় আল্লাহ আপনাদের বেহেস্ত নেবে না । আল্লাহ্ তার ধর্ম রক্ষার জন্য একাই যথেস্ঠ ।

পল্টনে,আমেরিকায় কুরআন পোড়ানো হয় আপনারা প্রতিবাদ করেন না , ভারতে নির্বিচারে মুসলমান মারা হয়, কোরবানির মাংস বহন করায় দায়ে পিটানো হয় , আপনারা প্রতিবাদ করেন না । চারটা বিয়ে করলে কোন দোষ হয় না কিন্তু চারটি বিয়ে করতে নিষেধ করলেই সমস্যা ! কোন মানুষের পক্ষে চার জন নারীর প্রতি সমান হক আদায় করা সম্ভব কি না , এটা কি একবার ভেবে দেখেছেন ? শুধু মুখে মুখে আল্লাহ ও রাসূল প্রীতি।

কোথাকার কোন যদুমধু আল্লাহ আর তার রসূলকে নিয়ে কি বলল, তাতে আপনাদের অন্তর পুড়ে যায় । নিজেরা যখন আল্লাহ্ হুকুম পালন না করে রাসুলের নির্দেশ অমান্য করে অন্যের হক নস্ষ্ট করেন তাতে কিচ্ছু হয় না ,তাই না ?

ইসলাম এতো সস্তা না । মূর্তি দেখলেই যাদের ভাঙতে ইচ্ছে জাগে তাদের উদ্দেশ্য বলব , মুতি দেখলেই যদি ইমান চলে যাবার ভয় দেখা দেয় । তা হলে ঈমানের মধ্যে সমস্যা রয়েছে । আগে নিজের ঈমান ঠিক করুণ । অন্যের হক আদায় করুণ । তাতেই বরং আল্লাহ এবং রসুল বেশি খুশি হবেন ।

লতিফ সিদ্দিকী যা বলেছে তার দায় ওনার । সেটা নিয়ে রাজনীতি করার কোন প্রয়োজন নাই । এক শিয়াল ডাকলেই সকল শিয়াল ডেকে উঠে । আমরা যে মানুষ সেটা আমরা ভুলে যাই । দয়া করে ওনাকে কাফের বানাবেন না , যে বক্তব্য উনি দিয়েছেন সেটা ওনাকেই বুঝতে দিন । একসময় নিজে থেকেই তিনি নিজের বক্তব্য পরিহার করবেন



আপনার আমার চেয়ে উনি হয়তো আল্লাহর বেশি প্রিয়, তা না হলে ওনার কপালে আরো দশ বছর আগে হ্জ্জ নসিব হতো না ।

হাতি গর্তে পরলে চমচিকাও লাথি মারে । লতিফ সিদ্দিকীরও সেই অবস্থা । যারা তার সামনে কেন পেছনে থেকেও সমালোচনা করার সাহস পেতো না তারাই এখন তার সমালোচনায় মুখর । প্রথম আলো তো তার দূনীর্তির পশরা সাজিয়ে বসেছে ।( প্রথম আলোর উদ্দেশ্য অবশ্য সরকারকে বেকায়দায় ফেলা । ) কৈই উনি যখন গার্মেন্টস শ্রমিকদের রিরুদ্ধে গিয়ে সরকারের , বিজিএমইএর পক্ষে কথা বলেছেন, আমেরিকার রাস্ট্র দূর্ত ড্যান মর্জিনার উদ্দেশ্য নানান বক্তব্য দিয়েছেন তখন তো কেউ প্রতিবাদ করেননি । হজ্জ নিয়ে কিছু বললে, কারো না খেয়ে থাকতে হয় না কিন্তু গার্মেন্টস শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলাতে অনেক গার্মেন্টস শ্রমিক তাদের বেতন বোনাস পাননি । তখন আপনাদের এতো রাগ,ক্ষোপ ছিল কোথায় ?

সমালোচনা যদি করতে হয়, তবে যে মানুষগুলো এতোদিন তার দ্বারা উপকৃত হয়েছেন তাদের কথাও বলুন । উনিই বাংলাদেশের এক মাত্র এমপি যিনি প্রচুর পরাশুনা করেন । দান খয়রাত করেন । এবং যথেস্ঠ জ্ঞান রাখেন । সুতারাং ওনাকে সময় দিন । উনি নিজের ভুল বুঝতে পারবেন ।

সারা জীবন ইবাদত করেও কেউ হয়তো জান্নাতে যাবে না আবার মদ খেয়েও হয়তো কেউ জান্নাতে চলে যাবে সব আল্লাহর ইচ্ছে । আল্লাহই সব শক্তিমান । বিচারের ভার তার উপড় ছেড়ে দিন

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩০

সরদার হারুন বলেছেন:

আপনাকে সালাম দিলুম । ভাল থাকুন ।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকেও সালাম .......আপনিও ভাল থাকুন । শুভ কমনা রইল ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫২

নীল আকাশ ২০১৪ বলেছেন: এটা নিয়ে যাদের রাজনীতি করার সুযোগ আছে, তারা রাজনীতি করবে। একজন সচেতন মুসলিম, একজন নামাজ-রোজা-জাকাত করা মুসলিম হিসেবে আমাদের প্রতিবাদ করা দরকার ছিল - আমরা করেছি। এর দায়ভার যার যতটুকু আছে, সে ততটুকু নেবে। এটাই আমাদের দাবি।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

তিক্তভাষী বলেছেন: উনি একজন পেশাদার রাজনীতিক। ওনার কর্মকান্ড, চালচলন নিয়ে রাজনীতি করা যাবে না। তাইলে কি যদু-মধুদের চালচলন নিয়ে রাজনীতি করতে হবে?

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মনে রাখা উচিত বিষয়টি নাজুক । উনি যা বলেছেন তা প্রথমে জানতো ঐ সভায় উপস্থিত লোকজন এখন জানে সারা পৃথিবীর লোকজন । এবং কেউ না কেউ উদ্দেশ্য নিয়েই সেটা করাচ্ছে । মুসলমান, মুসলমান কামড়া কামড়ি করে মরি আর অন্যরা ফায়দা লুটুক আর কি ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৫

হেডস্যার বলেছেন:
ঠিক মতো নামাজ পরি না , জাকাত দেই না । গরীবের হক আদায় করি না । এমন কি আত্মীয় স্বজনেরও না । সুযোগ পাইলে , এতিমের হক ও ছাড়ি না ।


বুঝলাম, আপনার অনেক গুন।
আপনি চুপচাপ বসে তামাশা দেখেন।
যাদের মধ্যে উপরের গুন গুলা নাই তারাই প্রতিবাদ করতেছে।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ স্যার , আমার গুনগুলো দেখতে পাওয়ার জন্য । সরি আমি ভুলেই গিয়েছিলাম, যার হয় না ৯য়ে তার ৯০য়েও হবার সম্ভাবনা নেই । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.