নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এখনও লড়ছেন

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫০

তিনি একজন মুক্তিযোদ্ধা । ২ নম্বর সেক্টরে কুড়িগ্রামসহ আশে পাশের বেশ কয়েকটি জায়গাতে অস্ত্র হাতে সন্মুখ যুদ্ধ করেছেন । হঠাৎ করে দেখা হয়ে গেল তার সাথে । কাওরান বাজার সিগনালে থামতেই দেখতে পেলাম একজন বৃদ্ধ প্রখর রৌদ্র উপেক্ষা করে পেপার বিক্রি করছেন । এক গাড়ি থেকে অন্য গাড়ির জানালায় ছুটছেন । কিন্তু বিক্রি হচ্ছে না । পৌঢ় লোকটাকে দেখে মায়া হলো । আমার কাছে আসতেই কথা বললাম । জানতে পারলাম তিনি একজন মুক্তিযোদ্ধা । ২ নম্বর সেক্টরে কুড়িগ্রামসহ আসে পাশের বেশ কয়েকটি জায়গাতে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছেন । এখন পেটের দায়ে হকারি করে জীবন চালাচ্ছেন । ৪ছেলে ২ মেয়ের জনক হলেও তার কর্ম এখনও শেষ হয়ে যায়নি ।

যে বয়সে নাতি,পুতি নিয়ে আরাম আয়েশ করার কথা । সে বয়সেও তিনি যুদ্ধ করছেন জীবিকার জন্য । ছেলে,মেয়েরা যে যার মতো বিয়ে থা করে সংসার করছে । প্রতিদিন পত্রিকা বিক্রি করে যা জমে তা দিয়ে নিজ সংসার খরচ বাঁচিয়ে চিল্লায় চলে যান । সরকার শুধু মুক্তিযোদ্ধা ভ্রাতা দিয়েই কর্তব্য শেষ করছে । এ নিয়ে কথা বলতেই আক্ষেপ করে মোহাম্মদ আলী বললেন, “আর কটা দিন বাবা , সময় তো শেয় হয়ে এসেছে । এসব নিয়ে কিছু বলতে চাই না । বলে কোন লাভও নাই । স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি , স্বাধীনতা পেয়েছি । আর কি চাই ? “

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.