নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

তিরস্কার করি সেই সব ব্যক্তিদের যারা গোলাম আযমকে সফল করেছেন

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

আল্লাহ্ যাকে ইচ্ছে রাজ্য দান করুন , সম্মান দান করেন এবং অপমান করেন । তিনিই শ্রেষ্ঠ বিচারক ।



যতো ঘৃণ্য ব্যক্তিই হোক না কেন , একজন মৃত ব্যক্তি সকল সমালোচনার ঊর্ধ্বে এবং সে শুধু মাত্র সৃষ্টিকর্তার বিচার প্রার্থী । নিজ মুখ খারাপ করে কোন ফল নেই । যা কর্মের ফল সে পাবেই । আমরা শুধু তার জন্য দোয়া করা থেকে বিরত থাকতে পারি । এক তিল বা সরিষা পরিমাণ পাপ কেউ লুকাতে পারবে না । আল্লাহ্ কড়ায় গণ্ডায় হিসাব নেবেন । সুতরাং নিজেদের শান্তি নষ্ট করার কোন কারণ দেখি না ।



নতুন প্রজন্ম নামে খ্যাত অনেকেই হয়তো এ লেখাটি দেখে আমার সমালোচনা শুরু করতে পারেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমি একজন মুসলমান এবং হাদিস কোরআন-ই আমার বিশ্বাস । গোলাম আযম যে, পাপ করেছেন তার দায় ভার মাথায় নিয়েই তিনি মৃত্যু বরণ করছেন । এখন যেখানে তিনি পৌঁছে গেছেন সেখানে জীবিত মানুষের পক্ষে পৌঁছে কোন কিছু করা সম্ভব নয় । আমাদের যদি ক্ষমতা থাকতো তা হলে গোলাম আযম অনেক আগেই ফাঁসিতে ঝুলত । সুতরাং বুদ্ধি মানরা বুঝে গেছেন আমাদের ক্ষমতা কতোটুকু !

গোলাম আজম প্রকাশ্য বাংলাদেশের বিরোধিতা করার পরেও তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছেন । এদেশে বসবাস করেছেন । রাজনীতিতে অংশ গ্রহণ করেছেন । ঢাকায় নিজের বাড়ি করেছেন । ছেলেমেয়েদের এদেশের টাকায় বিদেশে লেখাপড়া করিয়েছেন । সবচাইতে বড় যেটি আরো হাজার হাজার নতুন রাজাকারের জন্ম দিয়েছেন ।

কজন মুক্তিযোদ্ধার ঢাকায় নিজের আলি-শান বাড়ি আছে ? ছেলে মেয়েরা আমেরিকায় লেখাপড়া করেছে ? সরকারের অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় অতিথি হয়ে অংশ নিয়েছেন ? মুখে মুখে গোলাম আযমকে সস্তা তিরস্কার না করে আসুন তিরস্কার করি সেই সব ব্যক্তিদের যারা গোলাম আযমকে এতো সফল হতে সাহায্য করেছে ।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

এ কে এম রেজাউল করিম বলেছেন: মুখে মুখে গোলাম আযমকে সস্তা তিরস্কার না করে আসুন তিরস্কার করি সেই সব ব্যক্তিদের যারা গোলাম আযমকে এতো সফল হতে সাহায্য করেছে ।

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকে ধন্যবাদ , ভাল থাকুন ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনার বেশ কয়টা লেখা পড়লাম আজকে, অনেক গুছানো এবং সহজ করে মুলে পৌছে বলতে পারেন বলেই মনে হচ্ছে,

একটু আগে গোলাম আযমের জানাযা এবং মানুষের উপস্থিতি নিয়ে একটা ছোট মন্তব্য করেছিলাম এক পোস্টে,
আমি গোলাম আযমের জানাযায় কোন মানুষ দেখিনি, ১৬ কোটি মানুষের মধ্যে কিছু অমানুষ দেখেছি যার আনুপাতিক হার ১৬ কোটি অনুপতে অতি নগন্য,সুতরাং হতাশ হবার কিছু নেই। কিছু মুর্খ মানুষ না থাকলে জ্ঞানিদের আলাদা করবেন কিভাবে?

আপনার থেকে সব সময় এমন সুবিচার ভাবনা লেখা আশা করবো

ভালো থাকবেন

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৬

খেলাঘর বলেছেন:


সঠিক কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.