নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে আমি হতাশ , ড্যান মর্জিনা আমরা আপনাকে ভালবাসি

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৮

যুক্তরাষ্ট্র সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বক্তব্যে আমি হতাশ । একজন যোগ্য রাষ্ট্র প্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য মোটেও কাম্য নয় । পররাষ্ট্রনীতিতে শিষ্টাচার বলে যে শব্দটি রয়েছে তা আপনার জানা নেই বলে মনে হচ্ছে । তারপরও বলবো আপনি না হয় রাজনৈতিক মন্তব্য করেছেন কিন্তু সৈয়দ আশরাফ সাহেব যা বলেছেন তা কিছুতেই গ্রহনযোগ্য নয় ।



একজন মন্ত্রী একজন রাস্ট্রদূত সর্ম্পকে যে ধরনের বক্তব্য দিয়েছে তা অত্যন্ত অপত্তিজনক ও মানহানিকর এবং লজ্জার আর এ লজ্জা আপনার এবং আপনার মন্ত্রীপরিষদের জনগণের নয় । আপনার এবং আপনার যে কোন মন্ত্রীর চেয়ে ড্যান মর্জিনার জনপ্রিয়তা এ দেশের সাধারণ মানুষের কাছে অনেক বেশি ।



ড্যান মর্জিনা একজন বিদেশি হয়েও দেশের কৃষক,মজুর,রিকশা চালক থেকে শুরু সকল পেশার মানুষকে কর্মমুখি হবার স্বপ্ন দেখিয়ে চলেছেন তা আপনার কোন মন্ত্রী কোন দিনও করেননি । ড্যান মজিনাকে অপমান করা এতো সহজ নয় আগে তার কাছ থেকে শিখুন কি ভাবে মানুষকে ভালবাসতে হয় কি ভাবে মানুষের কাছে পৌছাতে হয় তারপর তার বদনাম করুণ ।



ড্যান মর্জিনা এমন একজন ব্যক্তি যার সঙ্গে কয়েক ঘণ্টা থাকলে কয়েক বছরের শক্তি অর্জন করা যায় । তিনি মানুষকে শুধু ভালই বাসেন না মানুষকে এগিয়ে যাওয়ার বাস্তব স্বপ্নও দেখান ।



সৈয়দ আশরাফ আপনার কাছ থেকে এ ধরনের বক্তব্য কখনই আশা করিনা এবং করিনি কিন্তু দু:খের বিষয় ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় আপনাদের দিয়েছে । আমি তো মনে করি এতো সব বক্তব্য এতো সব ঘটনা ঘটে যাওয়ার পরেও শুধু মাত্র ড্যান মির্জিনার কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে । আশা করব সেটা আপনাদের বোধগম্য হবে ।



যুক্তরাষ্ট্র যদি তার বাজারে বাংলাদেশের পোশাক প্রবেশ বন্ধ করে দেয় তা হলে সাত লাখ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাবে । আশা করবো দেশের স্বার্থে অশোভন বক্তব্য থেকে বিদেশিদের রেহাই দেবেন । তারা আমাদের অতিথি এবং বন্ধু । সুতরাং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ই কাম্য ।



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৯

খেলাঘর বলেছেন:


ভালো

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

ইমরান আশফাক বলেছেন: কানাঘুষা চলছে যে রাশিয়া বাংলাদেশকে স্ট্রাটেজিক পার্টনার হিসাবে নিয়েছে, চীন ও তাই মনে করে। এটাই মনে ওনেদের গায়ের জোর (গলার জোর) বাড়িয়ে দিয়েছে।

একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, চীন অদুর ভবিষ্যতে আমাদের দেশ থেকে শুধুমাত্র তৈরী পোষাকই নিবে বৎসরে ৩০০০ কোটি ডলারের উপর, অন্যন্য জিনিসের কথা আর উল্লেখ করলাম না। রাশিয়াও প্রচুর বিনিয়োগ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে, সে তার লেটেস্ট মিলিটারী বিমান, সাবমেরিন, ক্ষেপনাস্ত্র ও রাডার (অন্যান্য সামরিক যন্ত্রপাতীর কথা উল্লেখ করলাম না) বাংলাদেশকে সম্পূর্ন বাকীতে সরবরাহ করার সিন্ধাণ্ত নিয়েছে অর্থাৎ এইগুলির দাম আমাদেরকে পরে কিস্তিতে পরিশোধ করলেই হবে (এখনই এককালিন শোধ করতে হবে না)।

বিস্তারিত আর বললাম না, আপনি মনে হয় ব্যাপারটা এতক্ষনে ধরতে পেরেছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক ভাল বলেছেন

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

আহলান বলেছেন: রাজনীতি বড় জটিল। উত্থান পতনের মধ্যে দিয়েই এগোয় ... আমরা চাই দূর্নীতি মুক্ত নিরাপদ জীবন। সে রাশিয়ার সাথেই প্যাক্ট হই আর আমেরিকা। কাওকে শত্রু বানাতে যাব কেন? কোন দেশের তাবেদারীই বা করবো কেন? নীতিভ্রষ্ট একটি দেশে বাস করছি আমরা ...আরেক দেশের তল্পি বহনের জন্য ৩০ লাখ মানুষ জীবন দেয়নি .... দুই পরিবারের খামখেয়ালীতে জিম্মী ১৬ কোটি মানুষ ..... মুক্তির কোন উপায়ই নেই ....

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সঙ্গে একমত প্রকাশ করছি

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

দীঘল গঁাােয়র েছেল বলেছেন: সর্বনাশ তো ওদের হবে না। কিন্তু এ দেশের হবে। আর এদেশের হলে তাতে ওদের কি আসে যায়। ওরাতো শুধু লুটপাটের জন্যই ক্ষমতায় থাকতে চায়।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত প্রকাশ করছি

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

শরীফ িবিড বলেছেন: Free Study Course from Anywhere for All! WIN MINI IPAD!

Take a great course now!

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

আয়রন ম্যান বলেছেন: যে যাই বলেন, আমেরিকাকে চটানো মনে হয় দেশের বভিষ্যতের জন্য তেমন সুখকর হবে না। আমাদের বুঝতে হবে আমেরিকাকে হারালে এক পর্যায়ে আমাদের ই্উরোপকেও হারাতে হবে। আমেরিকা বেশি পরিমাণ বিগড়ে গেলে এশিয়ার জাপান কিংবা কোরিয়াও হয়তো আমাদের পাশে থাকবে না।
তখন পরাশক্তিদের মধ্যে থাকবে চীন আর রাশিয়া। আমাদের প্রধান রপ্তানী পন্য তৈরি পোশাকের জন্য এ দুটি দেশে তেমন বাজার সৃষ্টি হবে বলে মনে হয় না। জনশূণ্য দেশ রাশিয়ায় পোষাকের চাহিদা বা মার্কেট তেমন বড় নয়। উপরন্তু রাশিয়ার লাভ আমাদের সাথে সম্পর্ক রেখে। তারা কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমাদের কাছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে দেশের নিরাপত্তার জন্য অস্ত্রের প্রয়োজন আছে, কিন্তু তাতে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি ছাড়া উন্নতি হবার কথা নয়। আর চীন তো নিজেই নিজের পোষাক তৈরি করে। সেখানে আমাদের মতো দেশের পোষাক রপ্তানীর বাজার কতই উন্মুক্ত হবে? মনে রাখতে হবে চীনের পোষাক তৈরির পরিমাণ এখনো বাংলাদেশের প্রায় পাঁচগুণ।
তাই আমি মনে করি আমেরিকার মতো পরাশক্তিদের সাথে দ্বন্ধে গিয়ে কিংবা কিংবা তাদের সাথে সম্পর্ক চিহ্ন করে আমরা এখনো পেরে উঠতে পারবো না।
--------------------------
তাই আমি মনে করি সরকারের জনগণের কথা চিন্তা করে, কিংবা দেশের সুদূর প্রসারী ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্বশক্তিগুলোর সাথে কুটনৈতিক সম্পর্ক বজায় রেখেই চলা উচিত।
অবশ্য সরকার যদি জনগণের চিন্তা না করে নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে তাহলে সরকারের বর্তমান পলিসি ঠিক আছে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

ঢাকাবাসী বলেছেন: সৈ. আশারাফের এর এত্তো সাহস অইলো কোত্থেকে?

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

তিক্তভাষী বলেছেন: @ ঢাকাবাসীঃ সাহসের অনেক উৎস থাকতে পারে।নীচে একটা উদাহরণ দেয়া হলো।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ট্যাক্টিক্যাল কিছু ব্যাপার আছে। যেখানে আপনি গায়ের জোড়ে পারবেন না, সেখানে বুদ্ধির জোড় খাটান। তালে তালে তাল মিলিয়ে স্বার্থ হাসিল করে নিন। আমাদের তো গায়ের জোড়ও নেই, আছে শুধু গলার জোড়। আর সেই জোড় মাঝে মাঝে বেকুবের মতো এখানে সেখানে দেখাতে গিয়ে চড় চাপড় খাই। যে মেঝো ভাইর' হাওয়াই পালকীতে চড়ে বড় ভাইকে অপমান করা হল, সেই বড় ভাই যখন আমাদের চেয়েও সমৃদ্ধশালী দেশকে বাঁশ দিয়ে গেলো, আমাদের মেঝো ভাই, সেঝো ভাই কি কিছু করতে পেরেছিল? পারবে আদৌ? তাহলে, কেন তাদের উপর ভরসা করে অযথাই ঢাল আর তলোয়ার নিয়া ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ইয়া আলি/খাইসি তোরে জাতীয় আত্মঘাতী মূল্যহীন বাক্যব্যায় করা?



শেখ হাসিনা ও আশরাফের বক্তব্য হতাশাজনক ও অদূরদর্শী।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল বলেছেন । ক্যাচাল না করে আমরা পারি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.