নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

আমি মুক্তি চাই , আমি পরিবার পরিজনের সঙ্গে শাস্তিতে বসবাস করতে চাই । আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কয়েক রাত ঘুমাতে পারছি না । কোন কাজ করে শাস্তি ও পাচ্ছি না । সারাক্ষণ এক অস্থিরতা তারা করে ফিরছে । ফেসবুকে চোখ রাখতেই আঁতকে,আঁতকে উঠছি । ফেসবুকের প্রতিমুহূর্তের আপডেট নিউজগুলো আমরা আতংকিত করে তুলছে । আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই । ছাপোষা মানুষ বলত যা বোঝাই তাই । অফিস বাসা, বাসা অফিস, পড়াশুনা এই আমার জীবন । কিন্তু গত একমাস যাবত দেশের পরিস্থিতি আমার সবকাজে প্রভাব ফেলেছে । শুধু আমি কেন সারা দেশের সকল মানুষ যারা আমার মতো আমার তাদের ও এই এক অবস্থা।



প্রতিদিন এতো লাশের মিছিল এতো মৃত্যু আমি আর দেখতে পারছি না । পেট্রল বোমায় পোড়া বার্ন ইউনিটের অসহায় নিরীহ মানুষের চিৎকার শহরের অলিগলি রাজপথের বাতাস ভারি করে তুলেছে । পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মানুষকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে বন্ধুক যুদ্ধের নামে গুলি করে হত্যা করা হচ্ছে ।



এ কোন বাংলাদেশের চিত্র দেখছি । এ দেশ তো আমার নয় । এশিয়ার মধ্যে দরিদ্র কিন্তু সব চেয়ে শাস্তির একটি দেশ আমার । ভ্রাতৃত্বের বন্ধন সব জায়গায় । কিন্তু রাতারাতি যেন দেশটি আফ্রিকার কোন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে । কিন্তু কেন ?



উত্তর সবার জানা । রাজনীতি । ক্ষমতা দখল আর ক্ষমতা আঁকড়ে থাকার ধন্ধে পুড়ছি আমরা দেশবাসী । এ রাজনীতি আমরা চাই না । এ অচল বাংলাদেশ আমরা চাই না । প্রতিদিন পত্রিকা খুললেই এতো মৃত্যুর খবর পড়তে চাই না । আমরা সাধারণ মানুষ, সাধারণ ভাবেই বাঁচতে চাই । সন্তানদের শিক্ষিত করতে চাই । প্রতিদিন কর্মস্থলে যাবার সময় পরিবারের সকলে আতঙ্কে থাকে মানুষটি সুস্থ ভাবে সন্ধ্যায় ফিরবে তো । এ ভাবে আর বাঁচতে চাই না ।



এভাবে বেশি দিন চলতে পারে না । এভাবে চলতে দেওয়া যায় না । এই হত্যা , রেষারেষির আর দলাদলির নোংরা রাজনীতি আমার একটু একটু করে অসুস্থ করে ফেলছে । আমি মুক্তি চাই , আমি পরিবার পরিজনের সঙ্গে শাস্তিতে বসবাস করতে চাই । আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

নিলু বলেছেন: বর্তমান অবস্থায় তা আশা করা যায় না , নিজেদেরই করে নিতে হবে ভাই , লিখে যান

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সে উপায় নেই ভাই প্রতিদিন এতো এতো নীরিহ মানুষের মৃত্যু দেখে ঘুমান যায় না

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

সরদার হারুন বলেছেন: মেজর জিয়ার বউ মনে করে দেশটা আমার আবার হাসিনা মনে করে দেশটা
আমার বাবার চেষ্টার ফল কাজেই আমার ।তাই ক্ষমতা আমাদের
প্রাপ্য ।

আমরা যারা পিপিলিকা আছি তারা তাদের পদলে পিষে মরতেই আছি ।
এখন যদি জনগন তাদের পায়ে কামর না দিই তাহলে তাদের পা টলবেনা ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এ অবস্থা থেকে মুক্তি চাই

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

শাহ আজিজ বলেছেন: স্বল্প মাত্রার সিডাটিভ যেমন ক্লোব অর্ধেক খান , টেনশন হবেনা ঘুম হবে। শুতে যাবার আগে হাঁটাহাঁটি করুন ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.