নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

রাজাকার ইস্যু গৌণ হয়ে পরেছে আওয়ামীলীগের নেতাদের অহমিকা আর দাম্ভিকতার কাছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

রাজাকার ইস্যু গৌণ হয়ে পরেছে আওয়ামীলীগের নেতাদের অহমিকা আর দাম্ভিকতার কাছে । দেশের জনগণ এখন যতোটা না রাজাকারদের বিচার চায় তার চেয়ে বেশি চায় আওয়ামীলীগের কিছু নেতার পতন । অথচ রাজাকারদের বিচার ছিল এ দেশের মানুষের প্রাণের দাবী । নিজের খেয়ে এ দেশের মানুষ কারো অহমিকা আর দাম্ভিকতা দেখতে চায় না । সহ্যের সীমা অতিক্রম করলে ছুড়ে ফেলে দেয় । যারা অতীত থেকে শিক্ষা নেয়নি তারা অবশ্যই এক সময় পস্তাবে ।



একসময় জয়নাল হাজারী,লক্ষ্মীপুরের তাহের আর মায়ার ছেলেদের জন্য সরকারের পতন হয়েছিল তবে এবার সে সংখ্যা আরো বেশি । অনেকেই দল করছেন কিন্তু নেতাদের পছন্দ করতে পারছে না । দলের ভেতরটা প্রকৃত নেতাদের মূল্যায়ন না হওয়ায় ফাঁপা হয়ে পরেছে । মিটিং মিছিলে কাউকে পাওয়া যাচ্ছে না সুবিধাভোগীদের ছাড়া । সুবিধাভোগীরাও সাবধানে পা ফেলছেন কখন কি হয়ে যায় সেই হিসাবের ধান্ধায় ।



ভুলে গেলে চলবে না যে, হাওয়া ভবন ও লুৎফর রহমান বাবর, হারিজ চৌধুরী,ফালু এদের কারণেই জনগণ বিএনপিকে ছুড়ে ফেলে দিয়েছিল আস্তা-কুড়ে । আবার জনগণ ফুঁসছে । এই ফুঁসা ফুঁসির মধ্যে কিছু মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে যায় চূড়ান্ত ভাবে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

যোগী বলেছেন: কেমনে বুঝলেন? সেই সব নেতাগুলার নাম বলেন।

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাইজান মনে হয়ে দেশের কোন খবর রাখেনও না এবং পড়েন ও না

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

নীল আকাশ ২০১৪ বলেছেন: কেবল তাই নয় - ৭১ মনে হচ্ছে আবার ফিরে এসেছে। সে সময়কার হানাদার বাহিনীর চরিত্রে আছে আওয়ামী লীগ সরকার।

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বর্তমান পরিস্থিতিতে এটা আপনি ভাবতেই পারেন । কিন্তু বিএনপির আমলের তান্ডব ভুলে গেলে চলবে না ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

ঢাকাবাসী বলেছেন: হানাদেরদের চরিত্রের চাইতে আর আম্লীর চরিত্র আরো ভয়াবহ রকমের খারাপ।

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সঙ্গে একমত নই । ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অজিত এ স্বাধীনতার অবমূল্যায়ন করা উচিত নয় ।

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

শোভন মোস্তাফিজ বলেছেন: চমৎকার লেখছেন ভাই।এক একটা পোস্ট পরতেছি আর আপনের ভক্ত হয়ে জাতিছি :)

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ শোভন, ভাল থাকুন সবসময়

৫| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:২৭

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামী লীগ সরকারে এসে কখনও সেবক হতে পারেনি,হতে পেরেছে শুধুই শাসক।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.