নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
মান্না-খোকা ফোনালাপ সরি ভাইবার আলাপ এই মুহূর্তে দেশের সব চাইতে আলোচিত বিষয় । এই আলাপের কারণে মান্না গ্রেফতার হয়ে গেছেন । ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে । কিন্তু কথা হচ্ছে এই ফোনালাপ লিক হল কি করে সেটা কোটি টাকার প্রশ্ন । একেকজন একেক ভাবে ব্যাখ্যা করছে । অনেক বিজ্ঞ জনও এর মধ্যে আছেন । বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভূয়সী প্রশংসা চলছে । কিন্তু সত্যি বলতে তত্ত্ব প্রযুক্তির যুগে কোন কিছুই গোপন থাকে না । সব ফাঁস হয়ে যায় । কিন্তু কি ভাবে ?
একজন আইটি প্রফেশনাল হিসাবে এই ফোনালাপ ফাঁসের ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু ভাবনা আছে । সেটাই এখানে শেয়ার করতে চাই ।
প্রথমে আসি ভাইভারের কল সত্যিই রেকর্ড করা যায় কিনা সেই প্রসঙ্গে ।
প্রশ্ন ভাইভারের কল রেকর্ড করা যায় কিনা ?
উত্তর হা যায় । ভাইভারের ভয়েজ কল, ম্যাসেজ রেকর্ড করার কিছু সফটওয়ার / এপস্ অনলাইনেই পাওয়া যায় । এগুলো একদম ফ্রি । যে কেউ এনড্রয়েড মোবাইল ফোনে ডাউনলোড করে তার ফোন থেকে অন্যজনের সঙ্গে বলা কথোপকথন সহজেই রেকর্ড করতে পারেন ।
কিন্তু কথা হচ্ছে - তৃতীয় কেউ কি অন্যের ভাইভারে চলা কথোপকথন রেকর্ড করতে পারে ?
উত্তর হচ্ছে, একদম না । না । না ।
চমকাবেন না কেননা উত্তরটা আমার না । এটা ভাইভার কর্তৃপক্ষের উওর ।
তাহলে - মান্না-খোকার ফোনালাপ বা ভাইবার আলাপ ফাঁস হল কি করে ?
হ্যাঁ, ভাই ,বন্ধুরা এটাই তো কোটি টাকার প্রশ্ন ।
ভাইভার কর্তৃপক্ষ সুইসাইড করবে যদি কোন থার্ডপারসন তাদের ফোনালাপ রেকর্ড করতে পারে । ভাইবার খুবই শক্তিশালী একটি এপ্লিকেশন এবং বেশ জনপ্রিয় । আমরা ফ্রি পাই বলে অনেকেই হয়তো ভাবতে পারি এটার কোন সিকিউরিটি নেই । ভাইভার কিন্তু ফ্রি সেবা নয় । এটা সবাই জানেন । রেজিষ্ঠেশন করে টাকা খরচ করে কল করার ব্যবস্থা এখানে রয়েছে । ফ্রি কল করার যে ব্যবস্হা এবং অর্থ ব্যয় করে কথা বলার যে ব্যবস্থা দুটো ব্যবস্থার সিকিউরিটি ই প্রায় এক ।
সুতরাং থার্ড-পাটির আনন্দে আত্মহারা হবার কোন কারণ নাই যে, ভাইবার আলাপ রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়ে ডুগডুগি বাজাবেন । আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে, তারা ভাইভারের কল ট্র্যাপ করে আউট করছে । ভাইবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই আমি আপনাদের জানাচ্ছি । বাংলাদেশের ঘটে যাওয়া ব্যাপারটি নিয়ে স্বংয় ভাইভার কর্তৃপক্ষ ও যার পর নাই অবাক হয়েছে । ভাইভার হচ্ছে একটি ইসরাইলি এপ্লিকেশন । ইসরাইলের চার পাটনার মিলে এটা আবিষ্কার বা ডেভেলপ করেছে । সিকিউরিটির ব্যাপারটা তাই ভেবেই দেখতে পারেন । ভাইবার বলছে তাদের সিকিউরিটি সিস্টেম খুবই ষ্টং এবং তাদের সকল কল ও ম্যাসেজ এনক্রিপ্ট করা । সুতরাং এগুলো ডিকোড করা সম্ভব নয় । এমন কি বিল গ্রেইসটের পক্ষেও না ।
এখন আসি তা হলে মান্না-খোকা ফোনালাপ ফাঁস করল কে এবং কি ভাবে ? আপনি একটু বুদ্ধিমান হলে নিজেই এতক্ষণে বুঝতে পেরেছেন যে উত্তরটা প্রথমেই দিয়ে দিয়েছি ।
হ্যাঁ ঠিকই ধরেছেন, ফ্রি এপসগুলো ব্যবহার করে ভাইবার কল আপনি, আমি নিজেরা শুধুমাত্র নিজের মোবাইল থেকে কল রেকর্ড করতে পারবো, এ ক্ষেত্রও তাই ঘটেছে । মান্না বা খোকার মোবাইল থেকেই কল রেকর্ড করে তা ইউটিউবে আপলোড করা হয়েছে ।
তার মানে হচ্ছে, ঘরের শক্র বিভীষণ । হয় মান্না নয়তো খোকা দুজনের যে কোন একজনের মোবাইল থেকে কল রেকর্ড করে তা ফাঁস করা হয়েছে । এই দুজনের যে কোন একজন বা দুজনের ঘরের কেউ বিশ্বাস ভঙ্গ করছে । রাজনীতি এমন একটি জিনিষ পিতা পুত্রের, ভাই- ভাইয়ের শক্র হয়ে যায় । বাংলাদেশের গোয়ান্দাদের বলবো, মিথ্যা কৃতিত্ব নিয়ে খুশিতে ডুগডুগি বাজাবেন না । পারলে প্রমাণ করে দেখান আপনারা আইটিতে কতোদূর এগিয়ে গিয়েছেন । তা হলে গর্ববোধ করবো ।
আশা করি আমি সংক্ষেপে ব্যাপারটা ব্যাখ্যা করতে পেরেছি । এখানে ভাইবার কর্তৃপক্ষের আমাকে লেখার ইমেইটি প্রমাণ হিসাবে তুলে ধরলাম ।
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:৩১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
হুম্। অনেক কিছু জানলাম।
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:৩২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয় মান্না নয়তো খোকা দুজনের যে কোন একজনের মোবাইল থেকে কল রেকর্ড করে তা ফাঁস করা হয়েছে । এই দুজনের যে কোন একজন বা দুজনের ঘরের কেউ বিশ্বাস ভঙ্গ করছে । রাজনীতি এমন একটি জিনিষ পিতা পুত্রের, ভাই ভাইয়ের শক্র হয়ে যায় ।
অসম্ভব কিছূনা।
আবার আমাদের ইউজার লেভেল এখনো এমন- বহু রথিদেরই এইসব সেটাপের কাজ অন্যের উপর নির্ভর করেই করে থাকেন।
আমার কাচে এমন বহু রথি সেট রেখে চলে যান-!
চাইলে তখন সব সেটাপ চেঞ্জ করে সুবিধামত করে রাখা যায়!
আর তাদের যেহেতে আইটি প্রাকটিস কম- তারা বুঝতেও পারেন না।
আপনার বিশ্লেষন মন্দ নয়
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরো সচেতন হতে হবে ।
৪| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭
যেযং‡ঙ ের্অ রনচদ বলেছেন: "বাংলাদেশের গোয়ান্দাদের বলবো, মিথ্যা কৃতিত্ব নিয়ে খুশিতে ডুগডুগি বাজাবেন না । পারলে প্রমাণ করে দেখান " - যথাথ্ আহবান। কিন্তু মান্না এখন অতীত, বতমান হল মুক্ত চিন্তা......
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল বলেছেন , মান্না এখন অতীত
৫| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯
ইছামতির তী্রে বলেছেন: খোকা অথবা মান্না যে কোন একজনের মোবাইল হ্যাকড হয়েছিল নিশ্চিত। ষরযন্ত্রও তত্বও অস্বীকার করা যায় না।
যেকোন প্রকার প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুবই সাবধানী হতে হবে।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমার ভেতর অন্য একটি ভাবনা কাজ করছে সেটা হচ্ছে, মান্না কোন অপারেটরের সীম / লাইন ব্যবহার করে সেটা জানা প্রয়োজন রয়েছে । এখানে মোবাইল অপারেটর একটি বড় ভুমিকা রয়েছে । একমাত্র মোবাইল অপারেটর কোম্পানীর পক্ষেই আড়ি পাতা সম্ভব । ব্রডব্যান্ড এর মাধ্যমে ভাইবাব ব্যবহার করলে হ্যাক বা ট্রাপ করা অসম্ভব ।
৬| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০
আজকের বাকের ভাই বলেছেন: কিছু জানলাম ও কিছু শিখলাম.
০২ রা মার্চ, ২০১৫ সকাল ৭:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জেনে খুশি হলাম । ভাল থাকুন । ধন্যবাদ
৭| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
চলতি নিয়ম বলেছেন:
সঠিক প্রবাদ টা মনে নাই, এমন কিসু হবে আরকি যে !বাপের ও বাপ থাকে!
মান্না কিন্তু যথেস্ট কেয়ারফুল ছিলো। উনি বারেবারে বলছিলেন যে উনার ফোন ট্রাপ হয় তাই ভাইবাড়ে কথা বলা নিরাপদ। কিন্তু শেষ রক্ষা হলনা
আমার ধারণা মান্না খোকা আর অজ্ঞাত কেউ ই চিত্ করেনি। তাদের চিটিং থার্ড পার্টি ধরেছে।
সর্বোপরি অনলাইনে কিছুই নিরাপদ নয়।
০২ রা মার্চ, ২০১৫ সকাল ৭:৫৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমার সন্দেহের তির মান্না নন , খোকা এবং মোবাইল ফোন অপারেটরের দিকে ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১৬
সোহানী বলেছেন: হায় আল্লাহ... কই যামু........ দড়ি ফালাও আমি বাইয়া উডি...........
আপনার এফোর্টের জন্য ++++++