নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

অভিজিতের হত্যাকাণ্ডের জন্য অভিজিত নিজেই দায়ী

০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩২

অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাটি খবর আমি যখন পাই তখন সবে মাত্র অফিস শেষে বাসায় ফিরেছি । প্রথমে বুঝতে চেষ্টা করলাম কোন অভিজিৎ ? ব্লগ লিখছি আজ প্রায় বছর ছয়, সাত হলো । কম বেশি অনেককেই চিনি । আমি ব্যক্তিগত ভাবে একটু অলস হওয়ায় বিভিন্ন ব্লগে ছুটে বেড়াই না । ঘুরে ফিরে তিনটি ব্লগেই লিখে চলেছি । তার মধ্যে প্রথম দুটো বন্ধ হয়ে যাওয়ায় বাকি আছে এই ব্লগটি । তাও আবার মডারেটরের সঙ্গে বনিবনা না হওয়ায় এই ব্লগটিও ছেড়ে দেবের হুমকি দেওয়ার একদিন পর মডারেটর তার লাল রং এর সংকেত বদলে নীল রং করে দিয়েছে ।



মডারেটরেরই বা কি দোষ আমি জন্ম থেকে ঠোট কাটা হওয়ায় কারো সঙ্গেই বেশি দিন বনিবনা হয় না । আপোষ করতে শিখিনী তাই । তারপর উপর বন্ধ হয়ে যাওয়ার ভয়ে সবাই কমবেশি অতন্কে আছে ।



অভিজিৎ কে চিনতে পারলাম না । কিন্তু খবরটি শুনার পর থেকে অস্থির হয়ে পরলাম । অভিজিতের আহত স্ত্রীর রক্ত মাখা পোষাকে সাহায্যের জন্য বাড়িয়ে রাখা হাত দেখে আমার বুক হাহাকার করে উঠল । সারারাত ঘুমাতে পারলাম । শুক্রবারটিও ক্যামন যেন কাটল । কিছুতেই শান্তি পাচ্ছিলাম না । পরিস্থিতিটা ঠিক লিখে বোঝাতে পারবো না । অভিজিৎ সম্পর্কে ধীরে ধীরে জানতে পারলাম । কিছুটা মিডিয়া, কিছুটা ব্লগ আর বাকিটা ফেসবুকের কল্যাণে । সব জানার পর আমার অভিজিতের উপর রাগ চাপল । আর অভিজিতের পরিবারের জন্য হলো দু:খ ।



অভিজিতের এই পরিণতির জন্য আমি প্রথমেই অভিজিতকে দায়ী করবো । রাজীব বা থাবা বাবার মৃত্যুর পর আমি লিখেছিলাম, আর যাই করুণ না কেন মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা ঠিক নয় । ধর্ম হচ্ছে যার যার বিশ্বাস । এবং একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে আঘাত করা ঠিক নয় । সবাই মুহাম্মদ নন যে সব কিছু হাসি মুখে মেনে নেবে । বাংলাদেশেও শিব সেনাদের মতো হাজার হাজার মানুষ বাস করে যারা সব কিছু সহজে নেয় না । যার যার কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হবে ।



অভিজিৎ তার কর্মের ফল ভোগ করেছে । নিরীশ্বরবাদ, নাস্তিকতাবাদ নিয়ে আমার একটি লেখা এই ব্লগেই রয়েছে । সেখানে আমি লিখেছি - "নাস্তিকরা কোন বিশেষ মতাদর্শের অনুসারী নয় এবং তারা সকলে বিশেষ কোন আচার অনুষ্ঠানও পালন করে না। অর্থাৎ ব্যক্তিগত ভাবে যে কেউ, যে কোন মতাদর্শে সমর্থক হতে পারে,নাস্তিকদের মিল শুধুমাত্র এক জায়গাতেই, আর তা হল ঈশ্বরের অস্তিত্ব কে অবিশ্বাস করা । একবিংশ শতাব্দীতে কয়েকজন নাস্তিক গবেষক ও সাংবাদিকের প্রচেষ্টায় নাস্তিক্যবাদের একটি নতুন ধারা বেড়ে উঠেছে যাকে "নব-নাস্তিক্যবাদ" বা "New Atheism" নামে ডাকা হয়। এরাই এখন নাস্তিকবাদ নিয়ে ফেসবুক,টুইটার আর ব্লগে নাড়াচাড়া করছে ।



নাস্তিকবাদের ভিত্তি হচ্ছে ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্বকে অবিশ্বাস করা । কিন্তু নাস্তিকবাদের কোথাও নেই যে, এক জন নাস্তিক কোন আস্তিককে গালাগালি করবে । কিংবা ঈশ্বর বা স্রষ্টার ব্যাঙাত্তক উক্তি বা হাসি তামাশা করবে । কিন্তু বাস্তবে তাই হচ্ছে যে, ক'জন নামধারী নাস্তিক ফেসবুক বা টুইটারে কিংবা ব্লগে রয়েছে তাদের প্রধান কাজ হচ্ছে । অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করা । বিশেষ করে মুসলমানদের এরা বিশেষ কোন কারণে টার্গেট করে নিয়েছে ।"



অভিজিত জন্মসূত্রে হিন্দু তার পাসপোর্টেও খুব সম্ভব ধর্মের যায়গায় সনাতন লেখা । অথচ তিনি নিজেকে নাস্তিক দাবী করেছেন । অন্য সব গো মূর্খ নাস্তিকদের মতো ইসলাম নিয়ে কটূক্তি করেছেন । গালাগালি করেছেন । রাজীবের মতো ফেক আইডি খুলে সেখানে কোরআন কে বলেছেন, নাটকের পাণ্ডুলিপি । মুহাম্মদের জীবন ও তার স্ত্রীদের নিয়ে ও নানা কটূক্তি করছে । যা কিনা এইথিজম’(Atheism) বা নাস্তিকবাদের কোন সংজ্ঞায় পরে না ।



কেউ ঈশ্বর বা স্রষ্টায় বিশ্বাস না করতেই পারে তাই বলে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস নিয়ে গালাগালি করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি । বাংলাদেশের গুটি কয়েক নাস্তিকের বিশ্বাসই জন্মে গেছে যে, নাস্তিক মানেই হচ্ছে ইসলাম ও মুসলমানদের গালিগালাজ করা । শিক্ষার অভাব হলে যা হয় আর কি ? কি আশ্চর্যজনক ব্যাপার দেখুন , এরা নাস্তিক অথচ জন্মসূত্রে পাওয়া নাম উপাধি এফিডেফিট করে পরিবর্তন করে না । এর মানে হচ্ছে , সময় সুযোগ হলে আবার ধর্মের ঘাটে ভিড়ে যাবো । মুখে নাস্তিক অথচ নির্লজ্জের মতো ধর্মের লেবাস না সারা জীবন বয়ে চলে । করুণা হয় এদের জন্য । কোন কাজই ঠিক মতো করতে পারে না । কেউ নাস্তিক হবে নাকি আস্তিক হবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার । কিন্তু অন্য-মানুষের বিশ্বাসে আঘাত করলে বিষয়টা আর ব্যক্তিগত থাকে না । হয়ে যায় সামাজিক সমস্যা । আর এ সমস্যা যদি রাষ্ট্র দক্ষ হাতে সমাধান করতে না পারে তা হলে এ ধরনের হত্যাকাণ্ড ঘটতেই থাকবে ।



এতক্ষণ যা লিখলাম, তাতে আস্তিক ভাইয়েরা আমাকে হয়তো বাহবা দিচ্ছেন , থামুন পুরোটা পড়ুন তারপর বাহবা দিন । আপনাদের প্রতি প্রশ্ন , ধর্মের মালিক কে ? কে ধর্ম নাজিল করেছেন ? কে ধর্ম টিকিয়ে রেখেছেন ? উত্তর তো একটাই স্রস্টা বা আল্লাহ্‌ । তিনিই সব কিছু নির্ধারণ করেন । ভাল, মন্দ , উন্নতি অবনতি কিছুই তার ইশারা ছাড়া হয় না । তবে কেন আপনারা নাস্তিকদের ব্যাপারটা স্রস্টা বা আল্লাহর উপর ছেড়ে দেন না ? নাকি স্রস্টা বা আল্লাহর উপড় আস্তা কম ? তার উপর আস্তা রাখা তো হচ্ছে আস্তিকদের জীবনের সবচাইতে বড় পরীক্ষা । কেউ যদি স্রস্টা বা আল্লাহকে গালাগালি করে তা হলে তার ও তো লাগার কথা । তারও তো ব্যথিত বা ক্ষুব্ধ হবার কথা । কৈ তিনি তো নাস্তিকদের খাবার দাবার উন্নতি কিছুই বন্ধ করে দেননি । পৃথিবীর মাত্র ওয়ান থার্ড হচ্ছে মুসলিম বাকিরা তো সবাই বিধর্মী । মুসলমানদের তুলনায় তো তারাই বেশি শক্তিশালী । এর কারণ কি ? খুঁজুন ভাল করে খুঁজুন উত্তরটা নিজেই পেয়ে যাবেন । উত্তরটা হচ্ছে এরা ধর্ম নিয়ে এতোটা বাড়াবারই করে না । যতোটা না মুসলমানরা করে । দেশে তো আইন আদালত রয়েছে - কৈই দেখলাম না তো কেউ রাজীব বা অভিজিতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গিয়ে মামলা করেছেন । যদি প্রমাণসহ মামলা করতেন তা হলে তো আর এসব হত্যাকাণ্ডের বোঝা কাঁধে নিতে হতো না । ইসলাম সব চাইতে বড় অপরাধ হচ্ছে, নর হত্যা । আর সেই কাজটিই কিনা আস্তিকদের দিয়ে ইবলিস মিয়া দিব্যি করিয়ে নিচ্ছে । এ দেশের কম জানা আস্তিকদের জন্য ও করুণা হয় ।



যে কোন হত্যাকাণ্ডই জঘন্য অপরাধ । আমি একজন ব্লগার হিসাবে চাই অভিজিতের হত্যাকাণ্ডে প্রকৃত রহস্য বের করা হোক । কেননা এই পর্যন্ত যাই মিডিয়াতে প্রচার হচ্ছে তার সবাই অনুমান ভিত্তিক । কেউ ই সঠিক ভাবে বলতে পারেনি অভিজিতকে প্রকৃত পক্ষে কারা হত্যা করেছে । যারা মৌলবাদীদের দোষ দিচ্ছে তারা অনুমানের উপর ই দিচ্ছে । যেহেতু অভিজিত ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখত তাই তাকে মৌলবাদীরাই হত্যা করছে । এটা অনুমান ভিত্তিক ধারণা । আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী । খুনিদের ধরতে সক্ষম হবে ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৬

রুপম হাছান বলেছেন: ভালো বলেছেন বাবন ভাই। সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। যারা এই ধরণের কাজ করে, সব সময় তারা সুযোগ সন্ধানী লোকই বটে।

ধর্মের দোহায় দিয়ে যারা নিজেকে পবিত্র ভাবে এবং অন্যকে তুচ্ছতাছিল্য করে প্রকৃতপক্ষে তারাই বেশি অপরাধ করে বেড়ায়। যার শেষ পরিণতি হয় কল্পণাতীত।

ধন্যবাদ। লাইকস।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ । সত্যি বলতে ধর্ম একটি শক্তিশালী স্রোত এর উল্টে দিকে না যাওয়াই উত্তম । যুক্তি বা তর্ক যাই বলি না কেন ধর্মের স্রোতে কাছে সব কিছুই মূল্যহীন ।

২| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৯

মাঘের নীল আকাশ বলেছেন: ১০০% সহমত!

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ

৩| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:২০

এক্স ফ্যাক্টর বলেছেন: অভিজিতের হত্যাকাণ্ডের জন্য অভিজিত নিজেই দায়ী :|

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পুরো লেখাটি ভাল করে পড়লে আপনার উত্তর পেয়ে যাবার কথা

৪| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪

বাংলার আকাশ বলেছেন: এই সময়, এই রকম হত্যাকাণ্ড , কার লাভ হলো বলতে পারবেন ? আপনার মতোই বলবো , যে কোন হত্যাকাণ্ডই জঘন্য অপরাধ , তবে আশা করিনা আইন শৃঙ্খলা বাহিনী খুনিদের ধরতে সক্ষম হবে ।

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই ব্যাপারে আমি পুলিশ এবং সরকারের কোন দোষ দেখি না । শতশত মানুষের ভেতরে ঢুকে পুলিশের পক্ষে সম্ভব নায় কারো নিরাপত্তা দেওয়া । এক মূর্হুতের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাটির জন্য কারই কিছু করার ছিল না ।
তবে যদি রাজনীতির কথা বলেন, তাহলে সব ঘটনাতেই কেউ না কেউ সুবিধা ভোগ করে থাকে । আপনাকে ধন্যবাদ । আবার ও বলবো , আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী । খুনিদের ধরতে সক্ষম হবে ।

৫| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২০

ইভেন বলেছেন: মহান আল্লাহ তায়ালা একদিন সবারই বিচার করবেন, আমাদের স্বীয় কাজের জন্য। কিন্তু আমার মনে হয় ওনার ও এভাবে ইসলামকে নিয়ে কটুক্তি করা উচিত হয়নি। এবং আমরা সবাই আমাদের ধর্মকে ভালবাসি। পরিশেষে মানুষ যেহেতু কাউকে জীবন দিতে পারে না, সেখানে তাকে হত্যা করা আমার মনে হয় এক ধরনের বোকামী।

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মানুষ যেহেতু কাউকে জীবন দিতে পারে না, সেখানে তাকে হত্যা করা আমার মনে হয় এক ধরনের বোকামী। ধন্যবাদ ।

৬| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

আরণ্যক রাখাল বলেছেন: অনেকটা সহমত

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

নবীউল করিম বলেছেন: যে জ্ঞান অগণিত মানুষকে আঘাত দেয়,যে জ্ঞান অন্যের চিন্তাকে সন্মান দূরে থাক অসন্মান থেকে দূরে রাখে না,সে জ্ঞান মুক্তচিন্তার হয় কি করে?উপমহাদেশের অন্তত দেড়শ কোটি মানুষের বিশ্বাস(হিন্দু-মুসলিম)নিয়ে যে তাচ্ছিল্য করে,তামাশা করে,মিথ্যা ও জাল গল্প সাজিয়ে বলাৎকার করে সে পূজনীয় হয় কি করে?
কাওকে সন্মান করা না করা যার যার অধিকার,অসন্মান করার কোনও অধিকার কারোরই নেই।
এই মৃত্যুটা হচ্ছে,শরীরের যে কোনও একটা অংশ যদি বিষাক্ত বা দুষিত হয়ে যায় অর্থাৎ যদি ক্যানসার হয় তাহলে,সেই অংশকে কেটে ফেলে দেওয়াই প্রানের দাবী। যেমন প্রতিদিন অসংখ্য মা,বোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ ক্যানসার আক্রান্ত হবার কারনে(আমি স্তনের কথা বলছি)কেটে ফেলে দিতে হচ্ছে।ব্যাপারটা প্যেথেটিক এবং স্যাড ও প্রচণ্ড আবেগের,কিন্তু এই কষ্ট ও মায়া বিসর্জন দিয়ে মেনে না নিলে প্রাণ থাকবে কি?
অভিজিতের মতো জ্ঞান পাপী সমাজ এবং দেশের জন্য ক্যানসার বিশেষ।এদেরকে কেটে ফেলে না দিলে সমাজ ও দেশ পুড়োটাই বিষাক্ত হয়ে যাবে।কোনও একটা আঙ্গুলে বা হাতে গেংগ্রিন হলে,সেই অংশ কেটে ফেলাই জ্ঞানের পরিচয়,আফসোস বা বিলাপ করাটা মূর্খের কাজ।এখানে মানবিকতার কোনও অবকাশ থাকতে নেই।বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র এবং বিষাক্ত স্বার্থ ত্যাগ কোরতে বাঁধা আসে কোন দায় ও বিবেক থেকে?
যারা ঘটনাটাকে শুধু মাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছে তদন্ত হবার আগেই ও সঠিক না জেনেই বিচার করছে এবং মাতোম করছে,আসলে তাঁরাই আসল সাম্প্রদায়িক।এরা তাঁরা যারা,সুযোগের অপেক্ষায় থেকে সাম্প্রদায়িকতার বাষ্প ছড়িয়ে নিজেদের কুৎসিত আদর্শ চরিতার্থ কোরতে মুখীয়ে থাকে।এরা অযোগ্য এবং কাপুরুষ।সততার মুখোমুখি এরা কখনোই হতে পারবে না।
মিথ্যার মুখোশ পড়ে সততার অভিনয় করাটাই এদের এক মাত্র অস্ত্র,নিজের অস্থিত্তকে প্রকাশ কোরতে।যেমন অনেক মানুষ দাড়ি,টুপি আর আলখেল্লা পড়ে মৌলানা সাজে! এরা কপট,শঠ,ধূর্ত!এরা সবাই একই চরিত্রের ভিন্ন ভিন্ন রুপ!সাধারণ মানুষ বুঝে না,ধোঁকা খায়?আর এরা,এটাই চায়।
অভিজিতের মতো নষ্ট চরিত্রের জ্ঞান পাপীদের মরদেহ এমনিতেই মেডিক্যালের শিক্ষণীয় কাজে ব্যাবহিত হওয়া উচিৎ,মানব কল্যাণে।যেমন অনেক ডাকাতের,খুনির মরদেহ ব্যাবহার হয়।যারা তার মরদেহ দান করা হয়েছে বলে আহ্লাদে বিগলিত,এটাও তাদের প্রতারণার একটা ধূর্ত রাজনীতি!যে বা যারা এই কাজ করেছে,সে তথাকথিত জঙ্গি হউক বা অকথিত লীগ হউক,আইনের দৃষ্টিতে অন্যায় করেছে কিন্তু বুঝে হউক বা না বুঝে,বৃহত্তর দৃষ্টিতে সঠিকই করেছে।
"The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything." - Albert Einstein.

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৮| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

সোহানী বলেছেন: হাঁ সহমত।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

৯| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

হেদায়েত বলেছেন: অভিজিতের মত কীর্তিধারীরা ইসলামের কটুক্তি করতে পারলেই নিজেদের মুক্তমনা মনে করে। যা পছন্দ না তা পালন করবে না কিন্তু তা নিয়ে কটুক্তি করা উচিত নয়,বিশেষ করে ইসলাম ধর্মের। যখন এ দেশের ৯০ শতাংশই মুসলমান তখন এ ধরনের কটুক্তি প্রতিক্রিয়ার জন্ম দেবে ।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সাথে একমত এ কথাগুলোই লিখেছি । কোন ব্যক্তি মনে আঘাত প্রাপ্ত হয় এমন কোন কাজ করা যাবে না । সে যে ধমেই হোক না কেন ।

১০| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

এম মিজান রহমান বলেছেন: কতিপয় নামধারী ধর্মপ্রানদের লাফালাফিতেই আজ ইসলামের বিপক্ষ শক্তি বেপরোয়া হয়ে উঠেছে ।।

সহমত আপনার ব্যাখামুলক প্রবন্ধে ।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ইসলামিক অনুভূতি এতো ঠুনকো হওয়া উচিত নয় যে গুটি কয়েক নাস্তিকের খোঁচাখুঁচিতে তা ধ্বংস হয়ে যাবে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য ।

১১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সামুরাই০০৮ বলেছেন: যারা ধর্ম নিয়ে কটাক্ষ করে তারা নিজেদের খুব জ্ঞানী মনে করে। ইসলাম নিয়ে কটাক্ষ করা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। ভাই কতক্ষন সহ্য করা যায়? আর এমন সব লিখে এরা যে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। এরা ইসলামের অর্ধেক জ্ঞান নিয়ে নিজেদের খুব পন্ডিত মনে করে।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমাদের সহ্য করতে হবে । কেননা ইসলামের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈয্য । মুখে এবং হাতে নয় বুদ্ধি দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে । নাস্তিকরা তো চায়ই মুসলমানদের ক্ষেপিয়ে তুলে দুনিয়া থেকে মুছে দিতে ।

১২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: পত্র পত্রিকা ও ফেসবুক হতে যতোটা জেনেছি তাকে নাকি ঘটনার অনেক আগে হতে বার বার হুমকি দেয়া হয়েছে ,
এরপর থাবা বাবার ঘটনার পরেও সে নিজে সতর্ক হয়নি ।
আরেকটি বিষয় ঠিক মেলাতে পারছি না ! ! ! !
অভিজিৎ তথাকথিত মুক্তমনাদের কাছে একজন সেলিব্রিটি , আমরা এর আগে ব্লগ বা ফেসবুক সেলিব্রিটিদের দেখেছি ফ্যান ফলোয়ার দের দিয়ে পরিবেস্টিত হয়ে থাকতে ।
আক্রমনের সময় তার ফ্যান ফলোয়ার রা কোথায় ছিলো !
আর আক্রমনের পরে অভিজিৎ এর স্ত্রীর অসহাযভাবে সাহায্যের আবেদন এর ছবি গুলো দেখেও খারাপ লেগেছে , কিন্তু কিছুই করার নেই কারন আমি ওখানে ছিলাম না ,
কিন্তু তার ফ্যান ফলোয়ার যারা ছিলো তারা কি করলো ?
বিভিন্ন সময় তাকে লাইক কমেন্ট করে ধর্ম সমালোচনা মুলক লেখায় (বিশেষ করে ইসলাম কে ) যারা উৎসাহ জুগিয়েছে তারা কেন তাকে বিপদে ফেলে পালালো ?

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একজন হিন্দু, একজন ইহুদি, একজন খৃষ্টান আর মুসলমানের মধ্যে পার্থক্য কি জানেন ? পার্থক্য হচ্ছে মাথা - বর্তমান মুসলমানেরা মাথা খাটিয়ে কোন কাজ করতে চায় না। যে হুমকিগুলো ওকে দেওয়া হয়েছিল সেটা ছিল অন্যায় । অথচ যদি বিশ জন মুসলমান ব্লগার যদি এক হয়ে প্রতিদিন ফারাবির ব্লগের লেখার মাধ্যমে জবাব দিত তবে আজকের এ পরিস্থিতি সৃষ্টি হতো না । জবাব দিতে পারে নাই কারণ মুসলমানদের মধ্যে একতা কমে গেছে । সবাই নিজে নিজেরে নেতা ভাবে ।

১৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ।

১৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩৯

শোভন মোস্তাফিজ বলেছেন: আমি আপনার সাথে সহমতে আছি।
কিন্তু একটা প্রশ্ন হল,আল্লাহতালা কারো অসিলায়
কোন একটা কাজ করান যেমন জিব্রাইল (আঃ)
এর অসিলায় কোরআন নাযিল করান।কেন তিনি কি ইচ্ছা করলে নিজে নবী(সঃ) এর হাতে কোরআনআন তুলে দিতে পারতেন না?জিব্রাইল কে ক্যান আনা হল?
একই ভাবে দুনিয়ায় আল্লাহ নেমে এসে নিজে হাতে কিছু করেন না।কারো ওসিলায় করেন।

তাই বলে আমি এটা বলতেছিনা যে তার ইচ্ছাতেই
হত্যা হইছে।আল্লাহ ওই হত্যা কারীর জন্যে কঠোর
শাস্তির বিধান রাখছে।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:২৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আল্লাহ্‌ মানুষকে সব চেয়ে বড় একটি জিনিষ দিয়ে পাঠিয়েছেন সেটা হচ্ছে বিবেক বুদ্ধি । যা দ্বারা ভাল মন্দের পার্থক্য করতে পারি । আল্লাহ্‌ কোন কাজ করতে উ-সিলার প্রয়োজন হয় না - তিনি হ বললে ওমনি তা হয়ে যায় । তবে শয়তান মানুষকে দিয়ে সব আকাম করিয়ে নেয় । আশা করি বুঝতে পেরেছেন ।

১৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার লেখাটা পড়ে মন্তব্য করতে হয়েছে।

" ইসলাম সব চাইতে বড় অপরাধ হচ্ছে, নর হত্যা । আর সেই কাজটিই কিনা আস্তিকদের দিয়ে ইবলিস মিয়া দিব্যি করিয়ে নিচ্ছে । "

আপনার সাথে একমত।

মানুষ খুন করলে মুসলমান আর মুসলমান থাকে না।


কষ্ট হয় খুভ কষ্ট হয়, যখন পবিত্র বিষয়ে নিয়ে কেউ অপবিত্র কথা বলে।

হাসি পায় যখন দেখি কেউ ইসলাম ধর্মকে ব্যবহার করে টাকার জন্য।

সবার মঙ্গল হোক।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:২৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মুসলমানের উপর সরাসরি আঘাত আসলে জীবন বাঁচাবার জন্য পাল্টা আঘাত করার বিধান রয়েছে । এটা শুধু মুসলমানের জন্য নয় যে কারো জন্যই প্রযোজ্য ।

১৬| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৬

ওয়ালী আশরাফ বলেছেন: সুন্দর লিখেছেন। ১০০% সহমত।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকে ধন্যবাদ

১৭| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৩৫

নিতু সিং বলেছেন: সুন্দর

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

১৮| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ২:৫২

ডিজেনাছির বলেছেন: আপনি যদি একজন নাস্তিক এর প্রতি সমবেদনা জানান তাহলে আপনি নির্ঘাত সৃষ্টি কর্তার সাথে বেয়্নাবি করলেন। কেননা নাস্তিকদের ভিত্তি ই হস্সে সৃষ্টি কর্তাকে অসম্মান করা। আর বিশেষ করে অভিজিত এর মত নাস্তিক দের কাজ ই হস্সে ধার্মিক দের গালি দেওয়া। আমার দিক থেকে এটা ব্যক্তিগত আক্রমন, ধর্মীয় নয়।আর কেউ আমাকে আক্রমন করলে আমি নিশ্সয় কাপুরুষের মত বসে থাকবনা, চাই রাষ্ট কিংবা ধর্ম (হোক সে ইসলাম কিংবা হিন্দু) এই অধিকার টুকু আমাকে দিয়েছে।

তাই এসব লোকদের জন্যে কোনো সমবেদনা নয়। প্লিস, আপনি যদি মুসলিম হন তাহলে দয়া করে সমবেদনা জানাবেন না। চাই সে যে ভাবেই খুন হোক।

পদতিকা: ইসলাম ধর্ম মতে কেউ প্রকাশ্যে নাস্তিকতা দেখালে তার কেবল দুনিয়ার শাস্তি ই মৃত্যুদন্ড।

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা ইসলামে বলা হয়নি । যুদ্ধের কথা বলা হলেও সেটা আঘাত আসার পরে । কাপুরুষের মতো চোরা গুপ্তা ভাবে হত্যা করে নয় । মুসলমানদের সাহসী হতে হবে সেই সঙ্গে বুদ্ধির ব্যবহার ঘটাতে হবে । কেননা মহান আল্লাহ্‌ আমার চিন্তা শক্তি দিয়েছেন বুদ্ধিমত্তা কাজে লাগাবার জন্যে । যারা অভিজিতকে হত্যা করেছে কৈ তারা তো অভিজিতের লেখাগুলো নিয়ে আদালতে মামলা করেনি । বুদ্ধিমান হলে মামলা করতো । আদালত মুক্তমনা ব্লগটি বন্ধ করে দিত । তা না করে ওকে হত্যা করে প্রমাণ করল তারা মাথা মোটা । লাভ হল কিন্তু নাস্তিকদেরই । বীরের খেতাব পেল । শহিদের মর্যাদা পাচ্ছে । আর ওরা পাচ্ছে ঘৃণা । আমি একজন ব্লগার হিসাবে বলছি, একটি লেখার জবাব দেবার জন্য একশটি কমেন্ট যথেষ্ট । কিছুতেই আইন নিজের হাতে তুলে নিয়ে নয় - কেননা আল্লাহ্‌ বলেছেন- শান্তি প্রতিষ্ঠিত হবার পরে তোমরা সেখানে অশান্তি সৃষ্টি করো না ।

১৯| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আত্মরক্ষা আর হত্যা দুই বিষয়।
আমাকে আক্রমণ করলে আমি পাল্টা আক্রমণ করব, সবাই করে।

আপনার সাথে একমত।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

২০| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:১১

আছিফুর রহমান বলেছেন: এই দেশে চরমপন্থি নাস্তিক আর আস্তিকরা এইভাবেই শেষ হবে। কেউ হবে চাপাতির নিচে কেউ ম্যানিলা রোপের নিচে। কিন্তু এরা যেই অসুস্থতা এই দেশে ছড়িয়ে দিছে তা সত্যি খুব উদ্বেগ জনক

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর বলেছেন, ধন্যবাদ ভাল থাকুন

২১| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫

বাংলার আকাশ বলেছেন: জনাব লেখক , শতশত মানুষের ভেতরে একজন অভিজিৎ ই ছিল । উনার বাবার উচিত হবে না জেনে কাউকে খুনি না বলা এবং সুস্ত তদন্তের ফলোআপ করা।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার কি ধারণা আছে বাংলাদেশের কত কোটি মানুষ ফেসবুক বা টুইটার ব্যবহার করে ? কোন সরকারের পক্ষেই সম্ভব নয় একাউন্ট টু একাউন্ট চেক করে নিরাপত্তা দেয়া । যার যার নিরাপত্তা সম্পর্কে তার নিজেকে সচেতন থাকতে হবে - কোন কিছু বলার বা লেখার পূর্বে খেয়াল রাখবে তা দ্বারা কেউ আঘাত প্রাপ্ত হয় কিনা । অভিজিতের এই পরিণতির জন্য অভিজিত নিজেই দায়ী । রাষ্ট্র খুনিদের গ্রেফতার চেষ্টা করে তার দায়িত্ব যথার্থ ভাবে পালন করছে বলে আমার মনে হয় । যেহেতু ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমাদের সংবিধানে নিষিদ্ধ তাই অভিজিত আইনের দৃষ্টিতে অপরাধী ছাড়া আর কিছুই না । যদিও জানি এ মন্তব্যটি প্র.আ প্রকাশ করবে না তবুও লিখলাম । কেননা আমি বলেকে ভাল বলি কালোকে কালো বলি ।

২২| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

বাংলার আকাশ বলেছেন: উনি আমেরিকান নাগরিক । পুলিশ এর আইজি ও্য়েল ইনফরমড "উনার জান এর নিরাপত্তা নাই", তাই না ? উনি একটা সিকুরড জোন এ ছিলেন ,। পুলিশ , ছাত্রলীগ ঐ জোন এর নিরাপত্তায় ছিল , তাই না ? তাই আমার মনে হয় শতশত মানুষের ভেতরে অভিজিৎ একজনই ছিল। আপনি শুধু শুধু উনাকে কে দায়ি করছেন। সুস্ত তদন্তের ফলোআপ করেন , থলের বিড়াল বের হবে !

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এসব তথ্য আপনি কোথায় পেলেন ? এ রকম হাজারটা অভিজিতকে পাহারা দিলে সময় এবং অর্থ উভয়ের অপচয় । অভিজিত কোন লর্ড ব্যারিস্টার নয় যে ওনার পিছে পিছে পুলিশ ঘুরবে । আমরা ও আমজনতা পুলিশ আমাদের ও পাহারা দেয় না । সন্ত্রাস করলে তাকে তার পরিণাম ভোগ করতে হয় - অভিজিতের ক্ষেত্রেও তাই হয়েছে । অভিজিত একজন তথ্য সন্ত্রাসী ছিলেন । তবে ধর্মের জন্য তাকে হত্যা করাটাকে ও আমি সমর্থন করছি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.